Bomb Seized: তল্লাশিতে নেমে তাজ্জব পুলিস, বীরভূমে নদীর পাড় থেকে উদ্ধার শতাধিক বোমা
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই লাভপুরের বোমা উদ্ধারে নামে পুলিস
নিজস্ব প্রতিবেদন: বগটুইয়ের ঘটনার পর গ্রামে গ্রামে বোমা উদ্ধাকে তল্লাশিতে নেমেছিল লাভপুর থানার পুলিস। সেই তল্লাশিতেই মিলল বিপুল সংখ্যক তাজা বোমা।
টানা ২ দিন ধরে লাভপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিস। সোমবার সাফল্য পেল পুলিস। লাভপুরের সাও গ্রামে নদীর পাড়ে একটি ঝোপ থেকে উদ্ধার হল ২ ড্রাম ভর্তি বোমা। সবেমিলিয়ে ওই ২টি ড্রামে ছিল মোট ১১০টি তাজা বোমা।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই লাভপুরের বোমা উদ্ধারে নামে পুলিস। কে বা কারা ওইসব বোমা রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বগটুয়ের ঘটনার পর ওই বিপুল সংখ্যক বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমা উদ্ধারের পর সেগুলি নিষ্কৃয় করার জনা ডাকা হয়েছে বোম স্কোয়াডকে।
আরও পড়ুন-WB Assembly Clash: বগটুইকাণ্ড নিয়ে ধুন্ধুমার বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক