নিজস্ব প্রতিবেদন : ইতিউতি নোংরা-আবর্জনা-পিকের দাগ উধাও। বারাসত শিয়ালদা লেডিজ স্পেশালের কামরায় নয়া রংয়ের প্রলেপ। দেওয়ালে নানা ছবি। দৃশ্য দূষণ রুখতেই নয়া উদ্যোগ রেল কর্তৃপক্ষের। মন ভালো নিত্যযাত্রীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অফিস টাইমের লেডিজ স্পেশাল। বারসত টু শিয়ালদা। ধাক্কাধাক্কি-ঠেলাঠেলি করে কোনওরকমে সেঁধিয়ে যাওয়াটাই রুটিন। এদিনও ব্যতিক্রম হয়নি। খিঁচড়ে যাওয়া মেজাজটা বদলে গেল কামরা দিকে তাকাতেই।


আরও পড়ুন, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের হাত করেই দেশজুড়ে এটিএম জালিয়াতির জাল!


পানের পিক, নোংরা দাগ, হাবিজাবি বিজ্ঞাপন উধাও। তার বদলে দেওয়াল জুড়ে নানা ছবি। কোথাও মাথা তুলেছে পাহাড়। ভেসে বেড়াচ্ছে এক টুকড়ো মেঘ। আরেক দেওয়ালে সবে চোখ মেলছে সূয্যিমামা। গাছের ডালে পাখির কলতান।


আরও পড়ুন, স্ত্রীর সঙ্গে পরকীয়া? পুরুষাঙ্গ কেটে 'প্রেমিক'কে খুন স্বামীর


অন্যদিন তাকিয়ে দেখার ইচ্ছে হয় না। আজ একটু থমকে যাওয়া। জানলার বাইরে নয়, দেওয়ালের ভিতর চোখ রাখা। কেজো যাত্রায় মন ভালো করা অনুভূতি। দৃশ্যদূষণ রুখতে বারাসত -শিয়ালদা লেডিজ স্পেশালে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামিদিনে আরও আরও কয়েকটি ট্রেনে এই ব্যবস্থা চালু হবে জানিয়েছে কর্তৃপক্ষ।