নিজস্ব প্রতিবেদন: সেবক থেকে রংপো নির্মীয়মান রেলপথের টানেলে ভয়াবহ ধস। ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু। গুরুতর আহত আরও ৫ জন। কর্মরত শ্রমিকরা বেশিরভাগই বিহারের বাসিন্দা বলে সূত্রের খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কয়েকদিনের টানা বৃষ্টির কারণেই ধস। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। কালিম্পং থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভালুখোলাতে দুর্ঘটনাটি ঘটেছে। কালিম্পং থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকেই ওই সাত শ্রমিককে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম নরেশ সোরেন ও সালখু। আহত আরও ৫। আহতদের মধ্যে ৩ জন কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি। বাকি ২ জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। 


আরও পড়ুন: ঘূর্ণাবর্তের অবস্থান রাজ্যে! ভারী থেকে অতিভারী সম্ভাবনা বেশ কিছু জেলায়


আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে কুমীরের খপ্পরে, পাল্টা হামলায় হামলাকারীকে কাবু করলেন মত্সজীবী


বেশ কয়েক বছর ধরেই সেবক থেকে রংপো ওই রেলপথটি নির্মাণ কাজ শুরু চলছে। যাতে মোট ব্যয় পড়ছে ৪০০০ কোটি টাকা। মোট ৪৪.৯৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রায় ৮৬ শতাংশই টানেলের মধ্যে পড়ে।