Paschim Medinipur: নদীগর্ভে তলিয়ে গেল তিনটি বাড়ি, ভয়ংকর শীতে এ কী দুর্দশা!
Paschim Medinipur: বাড়ি ভেঙে পড়ল নদীতীরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রানিচক এলাকায়। গতকাল বৃহস্পতিবার বিকেল নাগাদ রানিচকে স্বপন সংগ্রাম, সত্য সংগ্রাম ও অশোক সংগ্রাম নামের তিন ব্যক্তির মাটির বাড়ি হুড়মুড়িয়ে রূপনারায়ণ নদীর পাড়ে ধসে পড়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ি ভেঙে পড়ল নদীতীরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রানিচক এলাকায়। গতকাল বৃহস্পতিবার বিকেল নাগাদ রানিচকে স্বপন সংগ্রাম, সত্য সংগ্রাম ও অশোক সংগ্রাম নামের তিন ব্যক্তির মাটির বাড়ি হুড়মুড়িয়ে রূপনারায়ণ নদীর পাড়ে ধসে পড়েছিল। কোনওরকমে প্রাণে বেঁচে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারেন তাঁরা। বাড়ির কিছু সামগ্রীও উদ্ধার করতে সক্ষম হন বাড়ির সদস্যরা।
আরও পড়ুন: Malbazar: জঙ্গল সাফারিতে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম ৫ পর্যটক! কুয়াশাই কারণ?
বর্তমানে তাঁরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। খবর পাওয়ার পরেই দাসপুর-২ ব্লক প্রশাসন ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহরায় ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। প্রশাসনের তরফে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের।
পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের রানিচকের সংগ্রামপাড়ায় রূপনারায়ণ নদীর পাড়ে রায়ত জায়গায় কয়েক পুরুষ ধরে বসবাস করছেন কয়েকঘর সংগ্রাম পরিবার। সংগ্রামপাড়ায় রয়েছে ১০টি বাড়ি। এই দশটির মধ্যে তিনটি বাড়িই নদীগর্ভে তলিয়ে গিয়েছে গতকাল বিকেল নাগাদ। আরও কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে রূপনারায়ণ নদীর পাড়ে বহুদিন বসবাস করলেও সংগ্রামপাড়ার বাসিন্দারা আর এভাবে থাকতে চাইছেন না। তাঁরা চাইছেন, এবার সরকার তাঁদের বসবাসের জন্য একটু ব্যবস্থা করুক। অন্য কোথাও জায়গা দিক, বাড়ির ব্যবস্থা করুক।
আরও পড়ুন: Ram Mandir on Cycle: সংকল্প! ক'মাস আগে বাদ গিয়েছে পা, এক পায়ে সাইকেল চালিয়েই অযোধ্যা চললেন সৌমিক...
বাড়ি তলিয়ে যাওয়ার পরে গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন দাসপুর-২ ব্লক প্রশাসনের আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়াও হয়েছিল যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে সমস্ত রকম সহযোগিতা করবেন তাঁরা।