নিজস্ব প্রতিবেদন: গতকালের তুলনায় একদিনে সামান্য বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সামান্য কমেছে মৃত্যুর হার। বলা যায়, ২৪ ঘণ্টায় রাজ্যের করোনার এই হলো মোদ্দা পরিস্থিতি। এ দিন নতুন করে ৩,০৮৭ জনের কোভিড পজেটিভের খবর মিলেছে। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,৮০, ৭৮৮ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য সরকারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মৃত্যু হার সামান্য কমেছে। একদিনে শনিবার মৃত্যু হয়েছিল ৫৮ জনের। রবিবার মৃত্যু হয়েছে ৫২ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩,৫৬২। তবে, বৃদ্ধি পেয়েছে সুস্থের হার। এই মুহূর্তে ৮৫.১৯ শতাংশ সুস্থের হার রাজ্যে। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২০৭ জন। মোট সুস্থ হয়েছেন ১,৫৪,০০৮ জন।


প্রতিদিনই বাড়ানো হচ্ছে করোনা নমুনা পরীক্ষা। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক দিনে পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ৪৬ হাজার। গত দিনের তুলনায় ৭০০ নমুনা বেশি পরীক্ষা হয়েছে। রাজ্যের ৭১টি ল্যাবে হচ্ছে এ সব পরীক্ষা। মোট পরীক্ষা ৮.৩৭ শতাংশ পজেটিভ বলে রাজ্য সরকারের দাবি।


আরও পড়ুন- ভোররাতে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে দিনহাটায় তছনছ গোটা গ্রাম পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি 


এই মুহূর্তে ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে। যেখানে এখনও পর্যন্ত এক লক্ষের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত সাড়ে ৫ লক্ষ মানুষ হোম কোয়ারেন্টিন থেকেছেন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯৬ হাজর মানুষ। এখন পর্যন্ত ৬২ হাজার মানুষের উপর নজরদারি রেখেছে সরকার।