নিজস্ব প্রতিবেদন: এই ২০২১ সটান মনে করিয়ে দিল ২০১৬ সালকে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেননা ২০১৬ সালেও কাছাকাছি এসেছিল বাম কংগ্রেস। এই ২০২১-য়েও আবার সেইরকম পরস্পরের কাছাকাছি আসার একটা আবহ তৈরি হয়েছে।


সোমবার ছিল সিপিএমের স্টেট কমিটির বৈঠক। সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে সেখানে ২০২১ বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্য-রাজনীতির নানা ভোট সমীকরণ নিয়ে আলোচনা হল সিপিএমের অন্দরে। 


সেই আলোচনা থেকে সব চেয়ে চমকপ্রদ যে 'রেজলিউশন' বেরিয়ে এল, তা হল, আগামী দিনে বাম-কংগ্রেস একজোট হয়ে ব্রিগেড ভরানোর ভাবনা। 


এই মর্মে দিল্লিতে কংগ্রেসের কাছে বার্তাও গিয়েছে বলেই খবর। কিন্তু এখনও কংগ্রেসর তরফে কোনও সম্মতি আসেনি। সময় চলে যায়নি। সদ্য বামেদের বৈঠকটি হয়েছে। রাহুল গান্ধী ও তাঁর দল বামেদের এই প্রস্তাবে সাড়া দেন কিনা, সেটাই এখন রাজ্য-রাজনীতির সব চেয়ে বড় আগ্রহ।


২০১৬ সালে রামলীলা ময়দানে বুদ্ধদেব ভট্টাচার্য ও রাহুল গান্ধী একই মঞ্চে এসেছিলেন। দু'জনের গলাতেই একসঙ্গে ঝুলেছিল স্বাগতের বৃহৎ এক মালা। কিন্তু বন্ধুত্বপূর্ণ সেই মালার ফুল অচিরেই শুকিয়ে গিয়েছিল। মানুষ সেবার সেই জোটবন্ধনে আস্থা প্রকাশ করেনি। 


এবার প্রেক্ষিত ভিন্ন। নতুন দিনের নতুন ভোটারের মনোভাবনায় কী ভাবে ধরা দেবে নতুন দিনের এই বাম-কং জোট, তা নিয়ে কৌতূহল থাকছেই। ব্রিগেডের বসন্তবাতাসে কি একসঙ্গে পতপত করে উড়বে লাল-সবুজ নিশান? সময়ই বলবে।


Also Read: অনলাইনে স্নান দেখার আবেদন, গঙ্গাসাগর যাচ্ছেন না মুখ্যমন্ত্রী