নিজস্ব প্রতিবেদন: উপর থেকে চাপিয়ে দেওয়া হয়নি জোট। নিচুতলার ইচ্ছেতেই জোটবদ্ধ হচ্ছে বাম ও কংগ্রেস। টপ টু বটম নয়, বটম টু টপ-ই জোট ফর্মুলা, সাংবাদিক বৈঠকে এমন দাবিই করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়,''বিজেপি ও তৃণমূল- দুইয়ের বিরুদ্ধেই জোটের লড়াই।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'নিজেকে BJP-র থেকে  সুরক্ষিত করলেন' ১০ লক্ষের বেশি মানুষ, দাবি TMC-র


দোরগোড়ায় বিধানসভার ভোট। তৎপরতা বাড়িয়েছে বিজেপি। রূপরেখা চূড়ান্ত। ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। তলে তলে নিজেদের গুছিয়ে নিচ্ছে তৃণমূলও। তৃণমূল-বিজেপির মাঝে নিজেদের মধ্যে সমঝোতা আরও পোক্ত করছে বাম-কংগ্রেস একজোট। মঙ্গলবার বৈঠকে চূড়ান্ত হল যৌথ আন্দোলনের রূপরেখা। মোদী সরকারের নানা জনবিরোধী সিদ্ধন্তের প্রতিবাদে ২৬ নভেম্বর সর্বভারতীয় ধর্মঘটের ডাক শ্রমিক সংগঠনগুলির। ২৩ নভেম্বর কলকাতায় যৌথ মিছিল করবে বাম-কংগ্রেস। 


এ দিন অধীর চৌধুরী বলেন,'টপ টু বটম কোনও নির্দেশ জারি করার দরকার হচ্ছে না। বটম টু টপ শুরু হয়ে গিয়েছে। তাদের ইচ্ছে প্রতিফলিত করার চেষ্টা করছি। উল্টো ধারা বইছে এখন।' বিমান বসুর কথায়,'বিজেপিই নিশ্চয়ই আমাদের মূল শত্রু। কিন্তু বিজেপিকে যারা এনেছে, সেই তৃণমূল কংগ্রেস এখনও সমঝোতা করে চলছে। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীরা ও কংগ্রেস জোটবদ্ধ। আমরা আসন সমঝোতার মাধ্যমে লড়াই করব।'


আরও পড়ুন-  গরু পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন BSF কমান্ড্যান্ট, তৃণমূলকে বিঁধলেন সায়ন্তন


বৈঠকে ঠিক হয়েছে, জেলায় জেলায় দুদল একসঙ্গে আন্দোলনের পথে হাঁটবে। আরও বেশি করে যৌথ কর্মসূচি। তবে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই খবর। রিপন স্ট্রিটের ক্রান্তি ভবনে যৌথ বৈঠকে ঠিক হয়, শুধু বিধানসভা ভোটের লক্ষ্যে জোট এগোবে না।দুদলের পতাকার নীচে একসঙ্গে আন্দোলনে নামা হবে। মানুষের কথাকেই প্রাধান্য। একুশের ভোটে কনফিডেন্ট দুই শিবির।