নিজস্ব প্রতিবেদন : চিতাবাঘের আতঙ্কে সিঁটিয়ে আছে শিলিগুড়ির মাটিগাড়া। জনবসতি অঞ্চলে ঢুকে পড়েছে চিতাবাঘ। এখনও পর্যন্ত চিতাবাঘের হানায় দু' জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার মাটিগাড়ার উত্তরায়ন টাউনশিপে ডি ব্লকে হানা দেয় চিতাবাঘ। তারামণি সিংহ নামে এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। ঘাড়ে গুরুতর আঘাত পান তিনি। এরপর রমেশ নামে আরও এক ব্যক্তির উপর আক্রমণ করে চিতা।


আরও পড়ুন, ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, বেধড়ক মারধর হেডমাস্টারকে


শুক্রবার রাত থেকেই চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদফতরের কর্মীরা। পাতা হয়েছে খাঁচা। টাউনশিপ এলাকায় বাসিন্দাদের রাতে রাস্তায় বেরতে বারণ করা হয়েছে। একইসঙ্গে বনবিভাগের তরফে মাইকিং করে মর্নিং ওয়াকে বেরোতেও নিষেধ করা হয়। হাতির হানার পর এবার চিতার আক্রমণে সন্ত্রস্ত শিলিগুড়ি।