জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার দিনের বেলাতেই তাঁর দর্শন! মালবাজার মহকুমার মেটেলি ব্লকের  কিলকোট চা-বাগানের ৫ নম্বর লাইনে দিনের বেলাতেই মিলল লেপার্ডের দর্শন! স্থানীয় মানুষ হঠাৎই চিতাবাঘটিকে চা-বাগানের মধ্যে দেখতে পান। খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষেজন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পুজোর আগেই ধসে বন্ধ হয়ে গেল জাতীয় সড়ক! কবে খুলবে?


এদিন এই বাগানের মধ্যেই লেপার্ডটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এতদিন রাতের অন্ধকারে চা-বাগান থেকে লেপার্ড চলে আসত জনবসতিপূর্ণ এলাকায়। রাতের অন্ধকারে ধরে নিয়ে যেত ছাগল-মুরগি। অনেক সময় ক্ষতি করত মানুষেরও। চিতাবাঘের আচমকা আক্রমণে জখম হতেন সাধারণ মানুষ। এর আগে কিলকোট চা-বাগানে কাজ করার সময়ে লেপার্ডের আক্রমণে জখম হয়েছেন বহু শ্রমিক। বন দফতরের পাতা খাঁচায় বন্দিও হয়েছে লেপার্ড।


কিন্তু এবার সম্পূর্ণ আলাদা ব্যাপার! এবার দিনের বেলাতেই তাঁর দর্শন! এতদিন চা-বাগানে দিনের বেলায় কেউ চিতাবাঘ দেখতে পাননি। এবার দিনের বেলাতেও চা-বাগানে লেপার্ড দেখতে পাওয়া গেল। যে কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই বাগানের শ্রমিকেরা। 


আরও পড়ুন: আশ্বিনের শারদলগ্নে অপরূপ কাশফুল! চোখ ফেরাতে পারবেন না এই সব ছবি থেকে...


দ্রুত বিষয়টি বন দফতরকে জানানো হয়। বন দফতরের তরফে ওই এলাকার জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে। পাশাপাশি এলাকায় টহলদারিও শুরু করেছে বনকর্মীরা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)