পুজোর আগেই ধসে বন্ধ হয়ে গেল জাতীয় সড়ক! কবে খুলবে?

Siliguri to Sikkim Road Blocked: বন্ধ হয়ে গেল সিকিমের রাস্তা। শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়কে ধস। ফলে ১০ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ। সেতি ঝোরার কাছে ধস নেমেছে।

| Sep 24, 2023, 13:49 PM IST

নারায়ণ সিংহরায়: বন্ধ হয়ে গেল সিকিমের রাস্তা। শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়কে ধস। ফলে ১০ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ। সেতি ঝোরার কাছে ধস নেমেছে। এখনই রাস্তা না সারালে গাড়ি চলাচলও সম্ভব নয়। কেন নামল ধস? গতকয়েক দিনের অতি বৃষ্টির ফলেই এটা ঘটেছে বলে জানা গিয়েছে। 

1/7

সেতি ঝোরার কাছে

কালিম্পং জেলার রোম্ভি থানার অন্তর্গত সেতি ঝোরার কাছে এই ধস নমেছে।

2/7

১০ নম্বর জাতীয় সড়ক

জাতীয় সড়ক ১০ নম্বরের বেশ কিছুটা রাস্তার অংশ ধসে যাওয়ায় আপাতত বন্ধ যান চলাচল।

3/7

ঘুরপথে যানবাহন

এই রাস্তা ফের ঠিক না হওয়া পর্যন্ত সমস্ত যানবাহন ঘুরপথে শিলিগুড়ি চলাচল করবে বলে জানা গিয়েছে।  

4/7

বন্ধ পথ

জেলা প্রশাসন বিকল্প রাস্তার কথা জানিয়ে দিয়েছে। 

5/7

সিকিম থেকে কালিম্পং হয়ে

জেলা প্রশাসনসূত্রে জানা গিয়েছে, আপাতত সমস্ত গাড়ি সিকিম থেকে কালিম্পং হয়ে ঘুরপথে লাভা লোলেগাঁও গরুবাথান ও সেবক করোনেশন ব্রিজ দিয়ে শিলিগুড়ি যাবে। 

6/7

সিকিম থেকে শিলিগুড়ি

সিকিম থেকে শিলিগুড়ি ভারী গাড়ি কোন পথে এবং কখন যাবে, জানিয়ে দেওয়া হয়েছে তা-ও। 

7/7

চিত্রে ফটক

চিত্রে ফটক থেকে কালিম্পং টাউন হয়ে লাভা গরুবাথান রোড হয়ে করোনেশন ব্রিজ ধরে শিলিগুড়ি। (ছবি ও তথ্য: নারায়ণ সিংহরায়)