দিনদুপুরে চিতাবাঘের হানা, আতঙ্কে দিন কাটাচ্ছেন লিস রিভারের চা-বাগানের বাসিন্দারা
চা বাগানেতো বটেই, রাত হলে শ্রমিক মহল্লায় ঢুকে যাচ্ছে চিতাবাঘ। তুলে নিয়ে যাচ্ছে বাছুর, ছাগল। চিতাবাঘ ধরতে চা বাগানের এগারো নম্বর সেকশনে খাচা পাতে বন দপ্তর।
নিজস্ব প্রতিবেদন: চিতাবাঘের আতঙ্কে দিশেহারা মালবাজার মহকুমার লিস রিভার চাবাগানের বাসিন্দারা। গত কয়েকদিন ধরে দিনে এবং রাতে চাবাগান এলাকায় হামলা চালাচ্ছে বাঘ। ইতিমধ্যে বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছেন চিতাবাঘের আক্রমনে।
চা বাগানেতো বটেই, রাত হলে শ্রমিক মহল্লায় ঢুকে যাচ্ছে চিতাবাঘ। তুলে নিয়ে যাচ্ছে বাছুর, ছাগল। চিতাবাঘ ধরতে চা বাগানের এগারো নম্বর সেকশনে খাচা পাতে বন দপ্তর। কিন্তু বাঘ এত চালাক, খাঁচা পাতা আছে বুঝে টোপ হিসাবে ব্যবহার করা ছাগলের পা কামড়ে পালায়।
আরও পড়ুন- কাঁকিনাড়ায় ভরা বাজারে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আশঙ্কাজনক মাংস ব্যবসায়ী
তিন বছর আগে এই চাবাগান থেকে নয়টি চিতাবাঘ খাচা বন্দি করে বন দপ্তর জঙ্গলে ছেড়ে আসে। সেই কারনে গত তিন বছর ধরে চিতাবাঘের উপদ্রব ছিল না। কিন্তু গত একমাস ধরে আবার শুরু হয়েছে চিতাবাঘের আনাগোনা। চা বাগানে কাজ করতে ভয় পাচ্ছেন শ্রমিকরা।
চিতাবাঘ ধরতে লিস রিভার চা বাগানের বেশ কয়েকটি জায়গায় খাচা পাতা হয়েছে। এখন দেখার আদৌ বাঘ ধরা পড়ে কি না।