নিজস্ব প্রতিবেদন: মালবাজারের বড়দিঘি চাবাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের মৃতদেহ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুধবার বড়দিঘি চা বাগান থেকে একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়। মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল লাগোয়া বড়োদিঘি চা বাগানের ৩৭ নম্বর সেকশন থেকে ওই চিতাবাঘটিকে উদ্ধার করা হয়। রুটিন টহলদারির সময় বনকর্মীরা দেহটি পড়ে থাকতে দেখেন।


''রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এখন তৃণমূলের কার্যালয়'', কমিশনে অভিযোগ জয়প্রকাশের
খবর যায় খুনিয়া স্কোয়াডে। তাঁরা গিয়ে চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যান।
খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক জানান, অপ্রাপ্তবয়স্ক মহিলা চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি লাটাগুড়ি প্রকৃতিবিক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। চিতাবাঘটির পীঠে আঘাতের চিহ্ন রয়েছে। তা থেকে সংক্রমণ ছড়িয়েছে। তার থেকেই মৃত্যু বলে প্রাথমিক ধারণা। আঘাতটি কীসের তা পরীক্ষা করে দেখা হচ্ছে।