ওয়েব ডেস্ক :মানুষের হাসপাতাল। তাতে কী! সেখানেই চলল পথের কুকুরের নির্বীজকরণ অপারেশন। আর এই নিয়েই চরম বিতর্ক হাওড়া জেলা হাসপাতালে। শহরে পশু হাসপাতাল থাকার পরেও কেন এমন সিদ্ধান্ত, তা নিয়ে উঠছে প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মানুষের হাসপাতালে কুকুরের অপারেশন। শিশুবিভাগের নীচে কুকুরের নির্বীজকরণ। অবাক লাগলেও  এমন কাণ্ডই হল হাওড়া জেলা হাসপাতালে। হাওড়া কর্পোরেশন আর প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে নির্বীজকরণের পাশাপাশি চলল জলাতঙ্কের টীকা করণ। হাসপাতাল চত্বর আর আশপাশের এলাকা থেকে মোট বত্রিশটা কুকুরকে নিয়ে চলল ক্যাম্প।


হাসপাতালে আদৌ কি এমন হওয়া উচিত্? প্রশ্ন তুলেছেন অনেকে। যেখানে এই কাণ্ড হল, সেখান দিয়ে হামেশাই সদ্যোজাতদের নিয়ে যাতায়াত করেন মায়েরা। মেয়র অবশ্য বলছেন সব দিক খতিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পনের মিনিটের দূরত্বেই যেখানে পশু হাসপাতাল। সেখানে এই সিদ্ধান্তের আদৌ কী কোনও প্রয়োজন ছিল। উঠছে সে প্রশ্নটাই।


আরও পড়ুন, স্ত্রীকে পড়াতে গিয়ে সর্বস্বান্ত স্বামী, খোরপোষের খরচ জোগাতে এবার কিডনি বিক্রি