অয়ন ঘোষাল: নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই বদল হচ্ছে আবহাওয়ার। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যজুড়ে। খুব হালকা হিমের পরশ পরশু দিন থেকেই। আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কোনও কোনও জেলার দু'একটি জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আরজি কর নিয়ে এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ


কালীপুজোতে বৃষ্টি!


কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আজ কালীপুজোর দিন কলকাতাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে উপরের ৫ জেলায় কালী পুজোতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  নভেম্বরের শুরুতে ভাইফোঁটার দিনে রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।


সিস্টেম


উত্তর আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাও। ওড়িশা ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে। আরো একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে।


দক্ষিণবঙ্গ


কোন কোন জেলায় স্থানীয়ভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।


আজ বৃহস্পতিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি থাকবে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।


কাল শুক্রবারেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।


পরশু শনিবার থেকে জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।


উত্তরবঙ্গ


আজ কালীপুজোর দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ  হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে।


কাল শুক্রবার পয়লা নভেম্বর থেকে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়ার শুরু। শনিবার থেকে ক্রমশ কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে শুষ্ক আবহাওয়া। নভেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি চলবে।


কলকাতা


আংশিক মেঘলা আকাশ। দিনের যেকোনো সময় খুব সামান্য হালকা বৃষ্টি। পরশু থেকে বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতা জনিত অস্বস্তি।


আজ বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ শহরতলীর কিছু এলাকায়। কালীপুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু। রবিবার ভাই ফোঁটাতে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।


কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.২ মিলিমিটার।


ভিন রাজ্যে


নভেম্বরের শুরুতে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরল এবং মাহে ও কর্নাটকে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস ছত্রিশগড়, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়াতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি করাইকাল কেরল মাহে এবং কর্ণাটক রাজ্যে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)