RG Kar Incident: আরজি কর নিয়ে এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

RG Kar Incident: মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে বিজয়ার অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রায় সকলেই তাদের বক্তব্যে আর জি করের ঘটনা ও ডাক্তারদের আন্দোলন নিয়ে কথা বলেন

Updated By: Oct 29, 2024, 05:48 PM IST
RG Kar Incident: আরজি কর নিয়ে এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

অরূপ লাহা: আরজি করের ঘটনার পর তৃণমূলের ভিতর থেকেই ওই ঘটনার প্রবল প্রতিবাদ ও নিন্দা করা হয়েছিল। দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন সুখেন্দুশেখর রায় ও জহর সরকার। পাশাপাশি দলের অনেকেই ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নামেন। তবে এনিয়ে এবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

আরও পড়ুন- '৩৪ বছর গদিতে থেকে উনি কোলকেও চেয়ার ভাবেন!'

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে বিজয়ার অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রায় সকলেই তাদের বক্তব্যে আর জি করের ঘটনা ও ডাক্তারদের আন্দোলন নিয়ে কথা বলেন। তবে জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আরজিকর নিয়ে সকলেই বললেন। কিন্তু আমার দুটো কথা আছে। প্রথমত, আমি যখন আরজিকর নিয়ে দোষীর ফাঁসির জন্য আন্দোলনের ডাক দিয়েছিলাম, তখন ছাত্ররা আন্দোলনে নেমেছিল,মহিলারা আন্দোলনে নেমেছিল। কিন্তু দলের সকলে আন্দোলনে নামেনি। এই বিষয়টা একবার বুকে হাত দিয়ে ভাববেন।

অন্যদিকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আরও একটি বিষয় হল এবছর জেলায় ৩৯৩৬টি পুজো কমিটি দুর্গাপুজোর জন্য ৮৫ হাজার করে টাকা অনুদান পেয়েছে। পূর্ব বর্ধমান জেলায় মোট ৩৩কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার টাকা খরচ হয়েছে পুজো অনুদানে। অথচ পুজোর মণ্ডপে মমতাদির ছবি ছিল না। ঠিক ভাবে প্রচার করা হয়নি। আবার অনেকে টাকা না পেয়ে আমাদের ধরেছে। আমরা টাকা পাইনি বলে। আরে যারা পেল, তারা প্রচার করলো কই! বিজয়ার মঞ্চে এমনটাই প্রশ্ন তোলেন মন্ত্রী স্বপনবাবু।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.