ওয়েব ডেস্ক: জল ছাড়ার পরিমান কমানোর জন্য ডিভিসি ও গালুডিকে চিঠি পাঠাল রাজ্য। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দৈনিক দশ হাজার কিউসেকের বেশি জল ছাড়া যাবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন নদি,নালা, খাল-বিল কোথাও যাতে জল প্রবাহ বাধা না পায় সে দিকে নজর রাখা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বৃষ্টি কি কমবে? জেনে নিন আজকে কেমন থাকবে আবহাওয়া


আগামি সাত দিনের মধ্যে নদি,নালা খালবিল আটকে যে দখলদারি রয়েছে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। খালগুলি থেকে আবর্জনা সরানোর কাজ চলছে। প্রতিটি নদী বাঁধে কড়া নজরদারি চালানো হচ্ছে। যাতে যেকোনওভাবে বন্যা পরিস্থিতির মোকাবিলা করা যায়।


আরও পড়ুন  কুঁয়ে নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি এখন মুর্শিদাবাদেও