Kalyan Banerjee: সব হাসপাতালে লাইভ স্ট্রিমিং হোক! ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা...
Kalyan Banerjee: তৃণমূল সাংসদ আরো বলেন, পশ্চিমবঙ্গে আর অন্য কোন রাজনৈতিক দল নেই। সিপিএমকে দেখতে পান কোথাও? নির্বাচন হয় একটু নাটক করে, কেউ গান করে। গিটার বাজালে চলে গেল। আর কোথাও কিছু নেই।
বিধান সরকার: ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা। হুগলীর উত্তরপাড়ায় একটি রক্তদান শিবির অনুষ্ঠানে শ্রীরামপুরের সাংসদের বেফাঁস মন্তব্য। বিচারের দাবি সহ, হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা সহ একাধিক দাবিতে ১০০ দিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু বহু সময় তাঁদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে বহু। এবার হাসপাতালে ডাক্তারদের কাজ খতিয়ে দেখতে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানালেন কল্যাণ।
আরও পড়ুন: Anubrata Mandal: অনুব্রত মণ্ডল কি তাহলে কোর কমিটির চেয়ারপার্সন? খোলসা করলেন শতাব্দী
তিনি বলেন, 'আমি সরকারের কাছে আবেদন করবো হাসপাতালে সব লাইভ স্ট্রিমিং হয়৷ কোন ডাক্তার কি কাজ করছে, পেশেন্টদের ঠিকমত চিকিৎসা পরিষেবা দিচ্ছে সে সব যেন আমরা দেখতে পাই। এমনকি সবকিছু পেশেন্ট পার্টিও যেন দেখতে পায়৷ নিজেরা হাসপাতালে কাজ করবে না, রোগীদের বড় বড় নার্সিংহোমে পাঠিয়ে দেবে। কিন্তু কোন সিনিয়র ডাক্তার এই পথে যায়নি। তারা জানে মানুষের পরিষেবা তাদের কাছে বড়। হঠাৎ করে কয়েকজন ছেলে মেয়ে বিপ্লব আরম্ভ করল। সব বন্ধ করে দেব। বাংলাদেশে হয়েছিল না! ভাবলো ১৪ দিন এরকম ভাবে নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই ভাবলো ১৪ তলায় উঠে সরকার গঠন করে দেবে এসব হয় নাকি।'
তৃণমূল সাংসদ আরো বলেন, 'পশ্চিমবঙ্গে আর অন্য কোন রাজনৈতিক দল নেই। সিপিএমকে দেখতে পান কোথাও? নির্বাচন হয় একটু নাটক করে, কেউ গান করে। গিটার বাজালে চলে গেল। আর কোথাও কিছু নেই। বিজেপিরতো হাল খারাপ। লিখে রাখুন ২০২৬ বিজেপি ৩০ টাও সিট পাবে না।' প্রসঙ্গত, আজ আর জি কর ঘটনার একশো দিন হল। বিচারের দাবীতে আজও আন্দোলন চলছে। রবিবার একগুচ্ছ কর্মসূচি পালন করা হচ্ছে। একশো সাইকেল মিছিল, একশো মশাল, একশো সেকেন্ড নীরবতা, একশো রাস্তার মোড়ে প্রতিবাদ কর্মসূচির অংশ।
উল্লেখ্য, হুগলির কোন্নগর নবগ্রামে এক অনুষ্ঠানে কল্যাণ বন্দ্য়োপাধ্যায় জুনিয়র ডাক্তারদের তোপ দেগে বলেছিলেন, ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন, ৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন কীভাবে? কাজ করলেন না অথচ হাজিরা খাতায় সই করলেন, এটা তো জালিয়াতি! বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন, এটা মেনে নেওয়া যায় না। এ আবার কী ধরনের কর্মবিরতি! কাজও করব না, আবার স্টাইপেন্ডও নেব, এটা ফ্রড। মানুষ জানুক একথা।