মতুয়াদের ভোটার কার্ড অবৈধ হলে, PM নরেন্দ্র মোদী অবৈধ : অভিষেক

Thu, 25 Feb 2021-5:10 pm,

Latest Updates

  • সিবিআই, ইডি লাগিয়ে ভয় দেখিয়েও দমাতে পারবে না, যাকে খুশি পাঠান, মেরুদণ্ড বিক্রি করব না: অভিষেক

     

  • নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে, এই ফাঁদে পা দেবেন? : অভিষেক

  • তুমিও মানুষ, আমি মানুষ, তফাত্ তো শুধু শিরদাঁড়ায় : অভিষেক

    স্বাস্থ্যসাথী বাংলার সবার জন্য, আয়ুষ্মান ভারত সবার জন্য নয় : অভিষেক

  • স্বাস্থ্যসাথী চান না আয়ুষ্মান ভারত চান? : অভিষেক
    সোনার ভারত, সোনার উত্তরপ্রদেশ, সোনার রাজস্থান, সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? : অভিষেক

  • তুমি করলে চমত্কার, আর আমি করলে বলত্কার :  অভিষেক

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    আমরা 'জয় বাংলা' বললে বাংলাদেশি, আর তোমরা বলছ 'সোনার বাংলা'! আপনারা বলুন তো 'সোনার বাংলা' কোথাকার? 'সোনার বাংলা'ও বাংলাদেশি। গলা কেটে ফেললেও 'জয় বাংলা' বলব:  অভিষেক

    আপনারা এদেশের নাগরিক কিনা তারজন্য প্রমাণ দিতে হবে? :  অভিষেক

    প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পদের দাম নেই  :  অভিষেক

  • ১৩০ কোটি মানুষের ভ্যাকসিন পেতে ৯ থেকে ১০ বছর সময় লাগবে। তারপর নাতি নাগরিকত্ব! নাগরিকত্ব তুমি কী দেবে? আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড নেই?  যে ভোটার কার্ড নিয়ে আপনারা ভোট দিয়েছেন, যাঁদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে, তাঁরাই নাকি অবৈধ! আপনারা যদি অবৈধ হন, তাহলে নরেন্দ্র মোদীও অবৈধ! : অভিষেক

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ২৫০-র বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে : অভিষেক

    আমি বহিরাগত নই, আমি কলকাতার, ঘরের লোক। বহিরাগতদের বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে : অভিষেক

  • মঞ্চে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরের সভা থেকে মতুয়াদের উদ্দেশে নাগরিকত্ব নিয়ে অভিষেক কী বার্তা দেন, সেদিকে নজর সবার। উল্লেখ্য, কয়েকদিন আগেই ঠাকুরনগরে সভা করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা টিকাকরণ শেষ হলেই নাগরিকত্ব বলে আশ্বাস দেন শাহ।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link