LIVE: দুর্নীতি, স্বেচ্ছাচারিতার প্রতিনিধিত্ব করেন মমতা: Nadda
Latest Updates
আমরা ৪০ হাজার গ্রামসভায় যাব আমরা, কৃষকদের কাছে প্রতিজ্ঞা করব, আপনাদের সম্মান ও মর্যাদা রক্ষা করব, কৃষকদের মূল ধারায় নিয়ে আসার চেষ্টা করব। এর জন্য আমরা নতুন কর্মসূচি শুরু করেছি।
গরু চোর-ত্রিপল চোর-গরুর মাফিয়া-কয়লা মাফিয়া। এই কি বাংলার সংস্কৃতি? দুর্নীতি, স্বেচ্ছাচারিতার প্রতিনিধিত্ব করেন মমতা। সংস্কৃতির প্রতিনিধিত্ব করে বিজেপি।
বাংলা কৃষকদের আয়ের নিরিখে ২৪তম স্থানে। প্রধানমন্ত্রী কৃষকদের সাহায্য করতে চান। ক্ষমতায় এলে বাংলায় কৃষক সম্মান নিধি প্রকল্প লাগু হবে।
রাজ্যের মানুষের কাছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। একমাসের আগেও মানুষ ভয় ছিলেন। এখন ঝড় উঠেছে, বাংলার মানুষ মমতাকে চাইছেন না।
মৎস্যজীবীরা রাজ্য ছেড়ে অন্ধ্রে চলে যাচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রশাসনের রাজনীতিকরণ করা হয়েছে।
বাংলার পদ্ম ফুটছেই। রাজ্যে পরিবর্তন চান মানুষ। আমাদের সরকার এলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। রাজ্য়বাসী এই প্রকল্পের সুবিধা পাবেন।
মমতাজি ও তৃণমূল যে সংস্কৃতির প্রচলন করেছেন, সেটা বাংলার সংস্কৃতি নয়। বাংলার প্রকৃতি সংস্কৃতির বাহক আমরাই। এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
বর্ধমান জুড়ে জনজোয়ার। কার্যত থিক থিক করছে ভিড়। নাড্ডার ব়্যালি এগিয়ে চলেছে কার্জন গেটের দিকে। বীরভূমের মতো বর্ধমানেও জে পি নাড্ডার রোড শোয়ে এসেছেন বাউলেরা। দক্ষিণ দামোদরের মুক্তিপুরের বাউল স্বপন অধিকারীর নেতৃত্বে বাউলরা এসেছেন। দলে রয়েছেন ৯ জন শিল্পী। হৃদমাঝারে রাখব গান দিয়েই স্বাগত জানাতে চান। সম্ভব হলে নাড্ডাজিকে নিজেদের সমস্যাও বলতে চান তাঁরা।
ইতিমধ্যেই বর্ধমানের টাওয়ার ক্লকে পৌঁছে গিয়েছেন জে পি নাড্ডা। এ দিন প্রথমে জেলা অফিসে বৈঠক রয়েছে দলীয় কর্মীদের সঙ্গে। এরপর রোড শো করবেন জেপি নাড্ডা।
বাড়িতে নাড্ডা আসছেন। দিনভর ব্যস্ততা ছিলই। তবে উপোস থেকেই নাড্ডাকে খাইয়েছেন মথুরা মণ্ডলের স্ত্রী। এদিন নাড্ডা বেরিয়ে যাওয়ার পর এমনটাই জানালেন তিনি। বললেন, 'বাড়িতে এত বড় একজন আসায় তিনি খুশি। চান আরও নেতারা দিল্লি থেকে তাঁর বাড়িতে আসুন'
মুস্থলীর মণ্ডল পরিবার। নিতান্ত সাধারণ বাড়ি। খুব সাধারণ মানুষজন। তবে এদের নর্ম্যাল লাইফ এখন হঠাত্ করেই লাইমলাইটে। মথুরা মণ্ডল, তাঁর স্ত্রী মানবী মণ্ডল, বাড়ির আর সবাই এখন মহাব্যস্ত একজনকে নিয়ে। আফটার অল, তিনি যে সে কেউ তো নন! বিজেপির সর্বভারতীয় সভাপতি বলে কথা! তাই ব্যস্ততা তো থাকবেই। দিন আনি, দিন খাই পরিবার। কিন্তু অতিথি আপ্যায়নে কোনও ত্রুটি নেই!নর্মাল নিরামিষ মেনুতে মধ্যাহ্নভোজ সারছেন নাড্ডা। মেনুতে রয়েছে সাদা ভাত, রুটি, ডাল, তিন-চার রকম ভাজা, শুক্তো, পোস্ত, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, খেজুরের গুড়ের মিষ্টি। প্রায় শেষের পথে তাঁর মধ্যাহ্নভোজ।
কৃষক আবেগকে মাথায় রেখেই জনসংযোগের কৌশলে জোর গেরুয়া শিবিরের। চাল সংগ্রহ অভিযান নাড্ডার। কৃষক পরিবারের মন পেতে ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করেছেন জেপি নাড্ডা। এমনই একটি বাড়ির গৃহকর্ত্রীর কথায়, 'বাড়িতে ভগবান এলে যেমন আনন্দ হয়। ঠিক তেমনই আনন্দ হচ্ছে।' উল্লেখ্য নাড্ডার অভিযানে জনজোয়ার চোখে পড়ার মতোই। উপছে পড়ছে সাধারণ মানুষের ভিড়। পাশাপাশি গ্রামে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।
* আমরা রেশন দিই, ওরা রেশন চুরি করে
* মমতা দিদি কিছু করে না। সব মোদীজি করেছে। দিল্লিতে মোদী, আর বাংলায় বিজেপির আসবেই। এরজন্য আমাদের কাজ করতে হবে।
* মমতা দিদি এতো ভয় কেন? কী হয়েছে?
* ৩ কৃষি আইনে কৃষকদের উন্নতি হবে।
* প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যে চালু হবেই।
* রাজ্য সরকার এ রাজ্যের কৃষকদের বঞ্চিত করেছে।
* কৃষকদের বাজেট ৬গুন বাড়িয়েছে রাজ্য সরকার।
* তৃণমূল মানে চালচোর।
* ২৮-৩১ রাজ্যে কৃষক ভোজ হবে।কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
বললেন..
* আজ অগণিত মানুষের ভিড়। আপনারা আজ যেভাবে আমায় স্বাগত জানালেন আমি বুঝেছি মমতার যাওয়ার নিশ্চিত।
* আপনাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া প্রমাণ করছে আপনার ভাবে তৈরি।
* মোদীজি কৃষকদের কথা ভেবেছেন। কৃষকদের জন্য একমাত্র কাজ করেছেন মোদীজি
* বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গণতন্ত্র ফিরবে।
* বিজেপি ক্ষমতায় এলে বাংলায়র কৃষকরা ন্যায় বিচার পাবেন।
* বাংলার মানুষ তৃণণূল হঠানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেদিনভর ঠাসা কর্মসূচি, কাটোয়ায় নেমেই রাধাগোবিন্দর মন্দিরে পুজো দিলেন জেপি নাড্ডা
এক সময়ের লালদূর্গ বর্ধমান। সেই শহরের রাস্তার রঙ আজ গেরুয়া। নাড্ডার রোড শোর আগে গোটা রাস্তা মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুনে। কৃষকরা চাল নিয়ে অপেক্ষারত জেপি নাড্ডার জন্য।
কৃষক আন্দোলনে যখন উত্তাল দিল্লি, ঠিক তখনই বাংলায় কৃষকের আবেগকে ধরতে মরিয়া গেরুয়া শিবির। আজ কাটোয়ায় এক কৃষক বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মুস্থলীর মণ্ডল পরিবার। মথুরা মণ্ডল, তাঁর স্ত্রী মানবী মণ্ডল, বাড়ির আর সবাই এখন মহাব্যস্ত নাড্ডার মধ্যাহ্নভোজের তোড়জোড়ে। নাড্ডার জন্য আজ অতি সাধারণ নিরামিষ মেনু, দুপুরের মেনুতে রয়েছে সাদা ভাত, রুটি, ডাল, তিন-চার রকম ভাজা, শুক্তো, পোস্ত, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, খেজুরের গুড়ের মিষ্টি।