West Bengal News LIVE Update: `সরকারের উচিত আরজি কর কাণ্ডে অভিষেকের পরামর্শ নেওয়া`: শান্তনু সেন

Thu, 15 Aug 2024-3:00 pm,

West Bengal News LIVE Update: নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর এই অকথ্য নির্যাতন আবার কেন সংঘটিত হলো? এর জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে। কিসের এত ভয় মাননীয়ার!এ কোন বিভীষিকাময় রাজ্যে বাস করছি আমরা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


 

Latest Updates

  • Dr. Santanu Sen on R G Kar Incident: সদ্য অপসারিত তৃণমূলের মুখপাত্র ড. শান্তনু সেন আরজি কর কাণ্ড নিয়ে প্রায় বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু স্বাস্থ্য দফতরের সব খবর তাঁর কাছে পৌঁছয় না। তাঁর কাছে সেই খবর পৌঁছে দেওয়া হয় না। অন্য দল থেকে যাঁরা এসেছেন, তাঁদের অনেক গুরুত্ব। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ করা দরকার। সরকারের উচিত তাঁর পরামর্শ নেওয়া। তাঁকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি, সংবাদমাধ্যমে শুনেছি। আমি দুঃসময়ে দলের সঙ্গে ছিলাম, তাই এ নিয়ে আমি কোনও প্রশ্ন করব না।

  • C V Ananda Bose: আরজিকরে যা হয়েছে তা একেবারেরই সরকারের ব্যর্থতা। তরুণ আন্দোলোনকারীরা যুক্তিযুক্ত কথা বলেছে। আইনকে আইনের পথে চলতে হবে। হাসপাতালে নিরাপত্তা নেই। যা হয়েছে তা মানবতার জন্য মারাত্মক। তরুণীদের নিরাপত্তা নেই। এজিনিস চলতে পারে না। সমাজে এই ধরনের জিনিসে চলতে দেওয়া উচিত নয়।

     

  • Governor in R G kar: এবার আরজি করের পথে রাজ্যপাল। আজ, স্বাধীনতা দিবসের উদযাপনের মধ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস চললেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। গতরাতের দুর্বিপাকের পরে আজই তাঁর সেখানে যাওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 

  • Independence Day 2024: মহিলাদের প্রতি যে অত্যাচার হচ্ছে তাতে মানুষের আক্রোশ বাড়ছে। এটা বুঝতে পারি। রাজ্য়সরকারদগুলিকে এনিয়ে ভাবতে হবে। মহিলাদের বিরুদ্ধে কোনও অপরাধ হলে তা দ্রুত তদন্ত করতে হবে, কড়া সাজা হোক। মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা প্রয়োজন। ধর্ষণের মতো কোনও ঘটনা যখন ঘটে তাখন তা নিয়ে বহু চর্চা হয়। কিন্তু অপরাধীর যখন সাজা হয় তখন কোনও খবর হয় না। সময়ের দাবি যার সাজা হল তা নিয়ে চর্চা হোক যাতে অন্যদের মনে এনিয়ে ভয় তৈরি হয়।  

     

  • Independence Day 2024: রাজ্যগুলোকে বলব ভাষার জন্য আমাদের ট্যালেন্ট যেন নষ্ট না হয়। নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে।

    Independence Day 2024: আগামী ৫ বছরে মেডিক্যাল লাইনে ৭৫ হাজার নতুন সিট তৈরি হবে।  বিকশিত ভারত সুস্থ্য ভারতও হতে হবে

  • Independence Day 2024: পরপর ৩ বার আপনারা আমাকে দেশ সেবা করার সুয়োগ গিয়েছেন। এক্ষেত্রে আমরা একটাই বার্তা হল জন জন কি সেবা।

  • Independence Day 2024: ওয়ার্কিং ওমেনদের জন্য পেইড মেটারনিটি লিভ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করে দেওয়া হয়েছে। এতে মহিলাদের শুধু সম্মান দেওয়াই নয় তার শিশুকে এক উত্তম নাগরিক হিসেবে তৈরি করার প্রয়াস করা হয়।

  • Independence Day 2024: ছোট ছোট কারণ জেলে যাওয়ার যেসব আইন ছিল তা তুলে দিয়েছি। নতুন ক্রিমিন্যাল ল তৈরি করেছি।  

  • Independence Day 2024: মহাকাশ গবেষণায় আমরা অনেক সংস্কার করেছি। বহু কোম্পানি এই স্পেস সেক্টরে আসছে। প্রাইভেট রকেট লঞ্চ হচ্ছে। নিয়ত ঠিক হলে পরিণাম পাওয়া যায়।

     

  • দেশের তরুণ প্রজন্ম ধীরে চলতে চায় না। আমাদের দেশের তরুণ প্রজন্ম লাফ দেওয়ার জন্য প্রস্তুত। ভারতের জন্য এটা স্বর্ণযুগ। এই সুযোগ আমাদের ছাড়া উচিত নয়।  

     

  • Independence Day 2024: ব্যাঙ্কিং ক্ষেত্রে যে রিফর্ম হয় সেটা একবার ভাবুন। ব্যাঙ্কিং ক্ষেত্ না বিকাশ হতো না বিস্তার হতো। ব্যাঙ্ক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমরা সেখানে রিফর্ম করেছি। বিশ্বে তা সুনাম অর্জন করেছে।  

     

  • Independence Day 2024: আমাদের একটাই সংকল্প নেশন ফাস্ট। রাষ্ট্রই সুপ্রিম। এই মন্ত্রে ভর করেই আমরা চলি।

  • Independence Day 2024:কিছু লোক বলতো পরবর্তি প্রজন্মের জন্য কাজ কেন করব। পরে দেখা যাবে। কিন্তু দেশের মানুষ এটা চায় না। তার বদল চায়। তার রিফর্মেপর জন্য অপেক্ষা করছিলেনষ। সেটাই আমরা করেছি। আমাদের সংস্কারের প্রক্রিয়া বাধ্য হয়ে নয় দেশকে উন্নত করার জন্য  

  • Independence Day 2024: গোটা বিশ্ব আমাদের কাছ থেকে কিছু শিখতে চায়।  আমাদের গর্ব হয়। কোটি কোটি মানুষকে আমরা ভ্যাকসিন দিয়েছি। দেশের সেনা যখন এয়ার ,্চাইক করে তখন দেশের তরুণদের বুক চওড়া হয়ে যায়  
        

     

  • Independence Day 2024: লালকেল্লা থেকে যখন বলা হয় আড়াই কোটি মানুষের বাড়িতে বিদ্যুত্ নেই তখন ওইসব বাড়িতে বিদ্যুত্ পৌঁছে যায়।

  • Independence Day 2024: অনেকে বলেছেন অন্তরীক্ষে ভারতের স্পেস স্টেশন তৈরি করতে হবে।  ভারতকে দুনিয়ার তৃতীয় আর্থিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।  

  • Independence Day 2024: বিকশিত ভারতের জন্য আমাদের দেশের মানুষ বহু পরামর্শ দিয়েছেন। অনেকে বলেছেন  দুনিয়ার স্কিল ক্যাপটাল বানাতে হবে, কেউ বলেছেন  ম্যানফ্যাকচারিং হাব বানাতে হবে 

  • Independence Day 2024: ৪০ কোটি দেশবাসী ইংরেজদের তাড়িয়েছিল। তাহলে ১৪০ কোটি মানুষ সম্ৃদ্ধ ভারত গড়তে পারে। তাদের রক্ত আমাদের শরীরে। আমাদের পূর্বপূরুষ তা পারলে আমরা পারবে না কেন! ২০৪৭ বিকশিত ভারতের লক্ষ্য স্থির করতে পারি।

  • Independence Day 2024: কয়েক বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের চিন্তা বেড়েছে। অনেকে তাদের পরিবারের মানুষকে হারিয়েছেন। তাদের প্রতি সহানুভুতি ব্যাত্ক করছি।

  • Independence Day 2024:ভারতের মানুষের লোকতন্ত্রের প্রতি শ্রদ্ধা গোটা বিশ্বের কাছে এক প্ররণা।

     

  • Independence Day 2024: ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, ৪০ কোটি মানুষ ইংরেজদের তাড়িয়ে দিয়েছিল। তাহলে ১৪০ কোটি মানুষ যদি সংকল্প নিয়ে এগিয়ে চলে তাহলে সমৃদ্ধ ভারত গড়তে পারে।

  • Independence Day 2024: লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

     

  • R G Kar Incident: আরজিকরে ভাঙচুরের ঘটনা পার্কসার্কাসের গোবরা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আপাতত জেরা করা হচ্ছে আরজিকরের পুলিস ফাঁড়িতে।

  • Independence Day 2024: আজ দেশের  ৭৮তম স্বাধীনতা দিবস।  কড়া নিরাপত্তার মধ্যে দেশজুড়ে সেজে উঠছে বিভিন্ন প্রতিষ্ঠান। রাজধানী দিল্লিতে অধিকাংশ ভবন সেজে উঠেছে ত্রিবর্ণে। আজ লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • R G Kar Incident: গতরাতে আরজিকরে ভাঙচুরের পর আজ সকালে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। হাসপাতালে মোতায়েন করা হয়েছে ৫০০ পুলিস ও ১০০ RAF জওয়ান।

  • R G Kar Incident: গতরাতে আরজিকরে দুষ্কৃতী পাঠালো কে? সাধারণ মানুষের সঙ্গে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, রাতের অন্ধকারে হাসপাতালে ঢুকে বহিরাগতদের তাণ্ডব লীলা দেখুন। শিউরে উঠবেন। ১) এরা কারা?  ২) চিকিৎসক পড়ুয়াদের শান্তিপূর্ণ অবস্থান মঞ্চে কিভাবে প্রবেশ করতে পারলো? ৩) রাতদিন আর জি কর মেডিকেল কলেজের মূল প্রবেশদ্বারের সামনে পুলিশ মোতায়েন থাকলেও পুলিশ কেন ব্যবস্থা নিল না?  ৪) তথ্য প্রমাণ লোপাট করেও শান্তি নেই? নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর এই অকথ্য নির্যাতন আবার কেন সংঘটিত হলো? এর জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে।  কিসের এত ভয় মাননীয়ার!এ কোন বিভীষিকাময় রাজ্যে বাস করছি আমরা? সাধারন মানুষের নিরাপত্তা না নিশ্চিত করতে পারলে এই মুহূর্তে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link