West Bengal News LIVE Update: পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে রেল অবরোধ, ঘুরিয়ে দেওয়া হল একাধিক ট্রেন
West Bengal News LIVE Update: ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জেলা হুগলি। সকাল আটটাতেও দৃশ্যমানতা কম। হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ঠান্ডার আমেজ সকাল থেকে কোথাও আগুন পোহানো কোথাও গরম চায়ে গলা ভিজিয়ে নেওয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Kultali: অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কুলতলির থানার জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চলের পয়তার হাট সংলগ্ন কাকড়ার খালে। ঘটনাস্থলে কুলতলী ও বকুলতলা দুইটি থানার পুলিস। স্থানীয় বাসিন্দারা সকালে নিজের প্রয়োজনে বাড়ি সংলগ্ন এলাকায় বার হলে তারা দেখেন কাঁকড়ার খালে এক ব্যক্তির মৃতদেহ ভাসছে। সঙ্গে সঙ্গে তারা খবর দেন কুলতলী ও বকুলতলা থানায়। ঘটনাস্থলে দুইটি থানার পুলিস।
Haldibari: ভারত বাংলাদেশ সীমান্ত শহর হলদিবাড়িতে ইউনূস বিরোধী মিছিল। ইউনূসের চামড়া, তুলে নেব আমরা, এই স্লোগান দিয়ে সীমান্ত শহরে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের। বাংলাদেশ কট্টরপন্থী মৌলবাদীদের তান্ডব অবিলম্বে বন্ধ করতে ভারত সরকারকে পদক্ষেপ নিতে হবে। একইসাথে চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবিতে জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্ত শহর হলদিবাড়িতে বিক্ষোভ মিছিল ডেপুটেশন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। জাগরণ মঞ্চের সদস্যরা হলদিবাড়ি কালীবাড়িতে জমায়েত হয় এরপর সেখান থেকে শহর জুড়ে মিছিল করে।পরে ফের কালীবাড়িতে মিছিল শেষ হয়।
Kolkata Bus: চলতি বছরের শেষেই বাসে কিউ আর কোড মনিটরিং ব্যবস্থা চালু হচ্ছে। আপাতত ১০ টি রুটের সরকারি বাসে কিউ আর কোড চালু করা হচ্ছে। চালকের গতিবিধি এবং রেষারেষির প্রবণতার মনিটরিংয়ের জন্যই এই ব্যবস্থা। ২০২৫ সালের মার্চের মধ্যে সমস্ত বেসরকারি বাসে এই ব্যবস্থা চালুর পাইলট প্রজেক্ট চালু করে হবে। অ্যাপ তৈরি করছে কলকাতা ট্র্যাফিক পুলিস বিভাগ। বেসরকারি বাস মিনিবাস মালিক সংগঠনের কাছে চাওয়া হল রুটের সমস্ত চালকের মোবাইল নম্বর।
Hooghly: ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জেলা হুগলি। সকাল আটটাতেও দৃশ্যমানতা কম। হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ঠান্ডার আমেজ সকাল থেকে কোথাও আগুন পোহানো কোথাও গরম চায়ে গলা ভিজিয়ে নেওয়া। কোন্নগর থেকে চন্দননগর,রিষড়া থেকে চুঁচুড়া ছবিটা একই। গতকাল রোদ ছিল। আজ কুয়াশা ঘিরেছে পথঘাট। আজ জেলার তাপমাত্রা সর্বোচ্চ ২৪ সর্বনিম্ন ১৪ ডিগ্রী।
South 24 Prgs: ঘন কুয়াশার জেরে বাইক দুর্ঘটনা। তার ফলেই মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের বৈরাগী মোর সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই বাইক চালক রামগঙ্গার দিক থেকে মিলন মোড়ের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই ঘন কুয়াশা থাকার কারণে অন্য একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে এলাকার মানুষজন ছুটে আসে। এরপরই ঢোলাহাট থানার পুলিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিস ওই বাইক চালককে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মূলত এলাকার মানুষজন জানায় ভোরের দিকে ঘন কুয়াশা থাকার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। ফলেই এই পথ দুর্ঘটনা। তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
Cooch Behar: পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে জোড়াই স্টেশনে রেল অবরোধ করল গ্রেটাক কোচবিহার পিপিলস অ্যাসোসিয়েশন। গ্রেটার নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে লাইনে বসে পড়েন কয়েকশো মানুষ। সকাল ছটা থেকে রোল রোকো আন্দোলন শুরু হয়েছে। ফলে অসম থেকে ও শিলিগুড়ি থেকে অসম গামী ট্রেনগুলি আটকে যায়। ঘুরিয়ে দেওয়া হল বন্দে ভারতের যাত্রপথ।