West Bengal News LIVE Update: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র...
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র। গ্রেফতার করল সিবিআই সংশোধনাগার থেকে শোন অ্যারেস্ট। আজ ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন কালীঘাটের কাকু। গ্রেফতারের পর জামিনের আবেদন সুজয়ের আইনজীবীর। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন সিবিআইযের শুনানি চলছে।
পূর্ব কলকাতার জলাভুমিতে বেআইনী নির্মান ভাঙল সোনারপুর ব্লক প্রশাসন। ভারতের অন্যতম বড় জলাভূমির মধ্যে পড়ে পূর্ব কলকাতা জলাভূমি। জমি মাফিয়াদের দাপটে অধিকাংশ জায়গায় জলাভূমি ভরাট করে তৈরি করা হচ্ছে বে আইনী নির্মান। মুলত ভিন রাজ্যের বাসিন্দারা এই জমি কিনে সেখানে বাড়ি বানিয়ে বসবাস করছেন। এইসব বেআইনী নির্মান ভাঙার ব্যপারে ২০১৭ সালে রায়। ফের কলকাতা হাইকোর্ট ২৩ সালে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে এইসব বে আইনী নির্মান ভাঙার নির্দেশ দেয়। সেইমত আজ সকাল থেকে শুরু হয়েছে ভাঙার কাজ। সোনারপুর বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত, নরেন্দ্রপুর থানার আইসি-সহ বিশাল পুলিস বাহিনী উপস্থিত ছিল। ধীরে ধীরে সমস্ত বেআইনী নির্মান ভাঙা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সংসদ ভবন চত্বরে বাংলাদেশ ইস্যুতে অভিনয় ধর্ণা কংগ্রেসের। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভে নেতৃত্ব দেন প্রিয়াঙ্কা গান্ধী। সাংসদদের ব্যাগে লেখা "জাস্টিস ফর বাংলাদেশ।"
সাত সকালে বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী একটি দল।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি গাড়িতে করে চারজন আধিকারীক আসেন। জওয়ানদের নিয়ে বাড়িতে ঢোকে তদন্তকারী দলটি।জানা গেছে শান্তনু পোদ্দার ওই বাড়ির মালিক।কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন।এর আগেও তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তর থেকে তল্লাসী অভিযান চালিয়েছিল বলে জানা গেছে।
বেলুর গিরিশ ঘোষ রোডে সকালে ইডির হানা, ৯০ নম্বর গিরিশ ঘোষ রোড। রানী রাসমণি অ্যাপার্টমেন্ট। কৈলাস সারাফ নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি র এই তল্লাশি।
প্রসূতি ও শিশুর ভর্তি হাসপাতালে বাইরে কনকনে ঠান্ডায় খোলা আকাঁশের নিচে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাতৃমার বাইরে রাত কাটাচ্ছেন রোগীর পরিজনরা। এবার এই ঘটনা নিয়ে সরব হলেন বিজেপির জেলা সভাপতি থেকে শুরু সাংসদ। রাতে আমাদের ক্যামেরায় উঠে আসে সেই অমানবিক দৃশ্য। খোলা আকাশ। সেই আকাশের নিচে ঠান্ডায় কেই শুয়ে তো কেউ বসে রয়েছে। ঠান্ডা ও মশার হাত থেকে বাঁচতে কেউ কেউ অবশ্য ত্রিপল ও মশারী টাঙিয়ে রেখেছে। তবে শীতে কাবু হচ্ছে রোগীর পরিজনরা বলে দাবি। মা ও শিশুর কোন পরিস্থিতি প্রয়োজন হতে পারে সেই ভেবেই মাতৃমার নিচে কষ্ট করে রাত কাটাচ্ছেন রোগীর পরিজনরা। তাদের দাবি সদর হাসপাতালে দুইএকটি শেডঘর থাকলেও তা ভর্তি হয়ে যায়। আরও শেডঘর বা রাত্রী নিবাসের প্রয়োজন। এনিয়ে সরব হয়েছেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ও সাংসদ ডা. জয়ন্ত কুমার রায়। জয়ন্ত বাবুর বক্তব্য, 'তিন শো কোটির বেশী টাকা দিয়ে মেডিকেল কলেজ তৈরি হয়েছে। যার মধ্যে ১৯৫ কোটি টাকা কেন্দ্রীয় সরকার নিয়েছে। কিন্তু আনুষঙ্গিক ছোটো ছোটো কাজ দেখভাল থেকে শুরু কলেজের প্রশাসনিক দিকটি দেখে রাজ্য সরকার। তাই তাদেরই উচিৎ সাধারণ রোগীর পরিজনদের কথা শেডঘর বানানোর।' আবার বাপি গোস্বামীর বক্তব্য, -জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত বাবুর উদ্যোগে মেডিকেল কলেজ টি তৈরি হলো। আর ক্রেডিট নিতে ব্যস্ত রাজ্যের শাসক দল। অথচ রোগীর পরিজনদের দুর্ভোগের বিষয় টি দেখছেন না।'
ভোট আসে ভোট যায় ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা নানান প্রতিশ্রুতি বাহার রাজনৈতিক নেতাদের মুখ থেকে ঝরে পড়ে। কিন্তু ভোট মিটে গেলে সেই রাজনৈতিক দলের নেতাদের আর টিকিটুকুনি ও দেখা যায় না এলাকায়। গ্রামবাসীদের সমস্যার সমাধান আদৌ হয় না কিন্তু ভোট শেষ হয়ে যায়। গ্রামবাসীরা যে সমস্যা নিয়ে তিমিরে পড়েছিল সেই তিমির এই পড়ে থাকে। এলাকাবাসীদের সেই দুর্ভোগ পোহাতে হয় বছরের পর বছর ধরে। তেমনি ছবি ফুটে উঠল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকায়। বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে কাঠের সেতু।
রাতের বেলায় হাতির দলের রাস্তা পারাপার। এরকম দৃশ্য দেখা গেলো মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। গতকাল রাতে হঠাৎ দেখা যায় ১৫-২০ টির হাতির দল গরুমারা জঙ্গল থেকে বের হয়ে রাজ্য সড়ক পার হয়ে কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষি জমিতে চলে যায়। স্থানিয় মানুষজন হাতিদের জঙ্গলে ফেরানো চেষ্টা করে। দলে সাবকও রয়েছে। শেষ পর্যন্ত হাতির দলটি জঙ্গলে ফিরে যায়।
ভিন রাজ্যের ব্যাংকের আর্থিক প্রতারণা। সঞ্জয় গুপ্তা নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। অজয় পোদ্দার, প্লাস্টিক বিজনেস রয়েছে বলে খবর, তার বাড়িতেও অভিযান।