West Bengal News LIVE Update: আম্বেদকর নিয়ে মন্তব্যের জেরে শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের!

Wed, 18 Dec 2024-1:55 pm,

West Bengal News LIVE Update: শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন নোটিস দিয়েছেন। গতকাল রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকর নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতেই এই নোটিস তৃণমূলের।

  • Nagrakata: নাগরাকাটার জলঢাকা নদীতে ইনভাটার দিয়ে মাছ ধরতে গিয়ে শক লেগে মৃত্যু এক কিশোরের। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাহুল মুন্ডা। বয়স ১৭। বাড়ি লোয়ার হিলার ২নং লাইনে। জানা গিয়েছে এদিন  রাহুল মুন্ডা সমেত তিন বন্ধু মিলে ইনভার্টার নিয়ে ভূটান সীমান্ত এলাকায় মাছ ধরতে যায়। জানা গিয়েছে  তারা যে ইনভার্টারটি নিয়ে গিয়েছিল সেটা খুব পাওয়ারফুল ছিল। ডাঙ্গা থেকে একটি  বড়শির মাধ্যমে মাছ ধরতে গিয়ে রাহুল জলের মধ্যেই পড়ে যায়। সেই সময় সে জলের মধ্যে সেই তারেই বিদ্যুতপৃষ্ঠ হয়ে মারা যায়। এরপর খবর পেয়ে পুলিস এসে  দেহ উদ্ধার সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিস জানিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

  • Arabul Islam: সম্মানহানি করায় আরাবুলকে আইনি নোটিশ সওকাত মোল্লার। ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা এবার আইনি নোটিশ পাঠালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে। সওকাত মোল্লার পরিবার- আত্মীয়দের অনেকেই কনট্রাকটরির সঙ্গে যুক্ত বলে কদিন আগেই অভিযোগ করেন আরাবুল ইসলাম। পাশাপাশি ভাঙড়ে ছাতা-কম্বল-শীতবস্ত্র দেওয়ার নাম করে তোলাবাজি করছে বলেও অভিযোগ করেন আরাবুল। সেই বিষয়েই এবার আইনি নোটিশ পাঠালো সওকাত মোল্লা।সম্মানহানির চেষ্টা করছে আরাবুল বলে পালটা অভিযোগ সওকাতের। সওকাতের পাশাপাশি সওকাত অনুগামীরাও এদিন আরাবুলের বিরুদ্ধে সুর চড়িয়েছে।।

  • WB Weather Update: শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে। আজ ঘন কুয়াশার সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।

  • Calcutta HC: এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জের সূত্র ধরে প্রাথমিকে নিয়োগ! অস্বচ্ছতা ধরতে সিআইডিকে তদন্ত ভার দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগের সূত্রপাত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তিরিশটি পদে নিয়োগ হয়।  সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর ভেরিফিকেশন পর্বের নথি জাল করে নিয়োগ হয়েছে। রাজ্যের তরফ থেকে আইনজীবী ভাস্কর প্রসাদ বৈশ্য আগেই ভিজিলেন্স তদন্তের কথা বলেছিলেন। সেখান নথি বিকৃত করার অভিযোগ আছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডিকে তদন্তার হস্তান্তর করেন। দ্রুত তদন্ত ভাগ গ্রহণ করতে হবে রাজ্যের গোয়েন্দা বিভাগকে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা নয়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সূত্র ধরে চাকরি পাওয়া সকলের নথি যাচাই করতে হবে।

  • SSC Scam: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে জোকা Esi হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে নিজাম প্যালেসে নিয়ে এলেন গোয়েন্দারা। সেখানেই তাকে জেরা করা হবে।

  • Midnapur: গৃহস্থ বাড়ি। বাড়ির সঙ্গেই রয়েছে ভুষিমালের দোকান। সেখানেই রমরমিয়ে চলে চোলাই পাউচ মদের ব্যবসা। একাধিক বার নিষেধ করা সত্বেও বন্ধ না হওয়ায় চোলাই মদের ব্যবসা বন্ধে অভিযান গ্রামের মহিলাদের। তৈরি হল চরম উত্তেজনা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বাচকা গ্রামের। গ্রামের মহিলাদের অভিযোগ, বাচকা গ্রামের বাসিন্দা অসিত ভূঁইয়া নামের এক ব্যক্তির তার বসতবাড়ির সঙ্গেই রয়েছে ভুষিমাল দোকান। বেশ কয়েকদিন ধরে অসিত ভূঁইয়া তার বাড়িতে রমরমিয়ে চোলাই পাউচ মদের ব্যবসা করছেন। এমনকি অসিত ভূঁইয়ার কাছ থেকে মদ কিনে তার বাড়িতেই চলে চোলাই মদের আসর। বাচকা গ্রাম থেকে একধারে নির্জন জায়গায় বাড়ি হওয়ায় চোলাই মদের কারবার টের পাননি অনেকেই। গ্রামের মহিলাদের দাবি, গ্রামে আরও চোলাই কারবার চলতো সেগুলো তারা বন্ধ করলেও এই অসিত ভূঁইয়ার চোলাই কারবার শুরু হওয়াতে অন্যরা পুনরায় ব্যবসা শুরু করেছে। এনিয়ে চরম উত্তেজনার সৃষ্ট হল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link