Bengal News LIVE Update: ২০২৫-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ৩ মার্চ, শেষ ১৮ মার্চ

Thu, 29 Feb 2024-11:05 pm,

জানা যাচ্ছে আর কিছুদিন বাকী ছিল তার বিয়ের। গতকাল ডিউটি থেকে ফিরেই আত্মঘাতী হন তিনি জানা যাচ্ছে আর কিছুদিন বাকী ছিল তার বিয়ের। গতকাল ডিউটি থেকে ফিরেই আত্মঘাতী হন তিনি জানা যাচ্ছে আর কিছুদিন বাকী ছিল তার বিয়ের। গতকাল ডিউটি থেকে ফিরেই আত্মঘাতী হন তিনি

বুধবার রাত দশটা নাগাদ নিজের সার্ভিস রিভালবার দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিসের কনস্টেবল জয়ন্ত সরকার। তিনি নদিয়ার বাসিন্দা।


 

Latest Updates

  • মেট্রোর কাজে ফের অসহযোগিতার অভিযোগ। অভিযোগ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে।। কৈখালী কাছে মেট্রোর একটি কাজের জন্য গত বছর থেকে পারমিশন চাওয়া হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্টের কাছ থেকে। কিন্তু সেখান থেকে কোন সদুত্তর না আসায় কাজ এগোতে দেরি হচ্ছে বলে অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। 

  • আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ রা মার্চ আর শেষ হবে ১৮ ই মার্চ ২০২৫।

  • ৬ বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড শেখ শাহজাহান। সাংবাদিক বৈঠক করে ঘোষণা ডেরেক ও'ব্রায়েন, ব্রাত্য বসুদের।

  • গ্রেফতারির পর আজ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে তোলা হয় বসিরহাট আদালতে। সেখানে তাকে ১০ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। তার পরেই তাঁকে বসিরহাট থেকে আনা হয় কলকাতায় ভবানীভবনে।

     

  • সন্দেশখালিতে কোনও কোনও জনপ্রতিনিধি ধর্মীয় বিদ্বেষমূল কথা বলছেন। এমনটা বাঞ্ছনীয় নয়। বললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।

  • বসিরহাট আদালতে পেশ করা হল শেখ শাহজাহানকে। সন্দেশখালিতে উত্সবের ছবি। শুরু হল মিষ্টিমুখ।

     

  • আজ ফের সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে যাচ্ছেন শঙ্কর ঘোষ। আদালকের নির্দেশ নিয়েই তারা ফের সন্দেশখালি যাচ্ছেন।

  • বিজেপি নেতাকে ধরতে গিয়ে তুলকালাম। পূর্ব মেদিনীপুরের খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানা এলাকার বড় গরানিয়া গ্রামে অভিযুক্ত বিজেপি কর্মীকে ধরতে গেলে এস ডি পি ও সহ পুলিসকে ঝাঁটা লাঠি সোটা হাতে মহিলারা ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। গতকাল রাতের ঘটনা। তুমূল বিক্ষোভের জেরে পুলিস আসামিদের না ধরে পিছু হটে।

  • শেখ শাহজাহানের গ্রেফতার নিয়ে রাজ্যপাল বললেন, অন্ধকার গহ্বরের পর আলো। আশা রাখি এবার সন্দেশখালি নতুন সূর্যোদয় দেখবে। আমি খুশি। ভালো ঘটনা।

  • সর্বভারতীয় চাপের জন্য পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে। সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেলে এই নিয়ে চর্চা হচ্ছিল। সবাই আমরা জানতাম ওখানেই আছে। কোর্টের কানমলা খেয়ে অবশেষে ধরতে বাধ্য হল। পুলিশ কেই ধরতে হতো। ইডি ওখানে জলে জঙ্গলে গিয়ে ধরতে পারত না। বললেন দিলীপ ঘোষ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link