West Bengal News LIVE Update: মালদহে তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর মোড়
LIVE Update: কুলতলির মৈপিঠের উত্তর বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে এখনো বাঘের আতঙ্ক। সকাল থেকেই ফের বাঘের খোঁজে তল্লাশি বনদপ্তরের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Malbazar: মাল ট্রেনের ইঞ্জিন বিকল। আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গা চা বাগান এলাকায়। ১৭ নম্বর রেল ঘুমটি সংলগ্ন জায়গায় কয়েক ঘন্টা ধরে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে রয়েছে। ঘটনাস্থলে জলপাইগুড়ি রোড স্টেশনের এর আরপিএফ এবং রেলের কর্তারা। রাণীনগর স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যাত্রীবাহী ট্রেন। ট্রেনের চাকা জ্যাম হয়ে লাইনে দাড়িয়ে ট্রেনের ইঞ্জিন। আপ পদাতিক এক্সপ্রেস প্রায় চার ঘন্টা ধরে রানীনগর স্টেশনে দাঁড়িয়ে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বহু আপ ট্রেন দেরিতে চলছে বলে সূত্রের খবর। বর্তমানে রিকভারি ট্রেন এসে বিকল ইঞ্জিন উদ্ধার কাজে হাত লাগিয়েছে, রেলের কর্মী আধিকারিকরা।
Purulia: আবার কি অবস্থান পরিবর্তন করলো বাঘ ! আশঙ্কা ঝাড়খণ্ড বনবিভাগের। ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁওয়া বনবিভাগের চান্ডিল রেঞ্জ ও চৌকা রেঞ্জ এলাকায় মিলছে একের পর এক বাঘের পায়ের ছাপ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঝাড়খণ্ড বনবিভাগের টিম । ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII) -র টিম পৌঁছেছে ঘটনাস্থলে । চান্ডিল সংলগ্ন চৈনপুর, খুঁটি মোডড়, পাটা সহ একাধিক জায়গায় জারি করা হয়েছে সতর্কতা । আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। এই বাঘের গলায় রেডিও কলার না থাকায় বাঘের গতিবিধি জানতে হিমসিম খেতে হচ্ছে ঝাড়খণ্ডের বন বিভাগকে। গত পাঁচদিন ধরে ঝাড়খণ্ডের এই চান্ডিল বনাঞ্চলের চৌকা থানার তুলগ্রাম বালিডির জঙ্গলে দাপিয়ে বেড়িয়েছে এই বাঘ । সেখানে দেখা গিয়েছে একাধিক পায়ের ছাপ । জঙ্গল থেকে উদ্ধার হয়েছে গবাদি পশুর দেহ। গতকাল ওই বাঘের পায়ের ছাপ মিলেছে দলমা পাহাড় সংলগ্ন জঙ্গল এবং ৩৩ নম্বর জাতীয় সড়কের পাশে চাষের জমিতে । বন দপ্তরের অনুমান ছিল দলমা পাহাড়ের কোলে আশ্রয় নিতে পারে ওই বাঘ। এবার নতুন করে চান্ডিল রেঞ্জ ও চৌকা রেঞ্জ এলাকায় বাঘের ছাপ দেখা যাওয়ায় বন দপ্তরের অনুমান বাঘ অবস্থান পরিবর্তন করে থাকতে পারে।
Malda: তৃণমূল কংগ্রেস নেতা দুলাল চন্দ্র সরকারের খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি নরেন্দ্র নাথ তেওয়ারী ও স্বপন শর্মাকে গ্রেপ্তার করল পুলিস।
Gangasagar Mela: সাগরমেলা যাওয়ার পথে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত পলি জমায় দুর্ভোগ চরমে উঠেছে সাগরযাত্রীদের। প্রতিদিন ভাটার সময় গড়ে ৫ থেকে ৬ ঘন্টা বন্ধ রাখতে হয় ভেসেল পরিষেবা। দিনের গুরুত্বপূর্ণ সময়ে বেশীরভাগ সময় ভেসেল পরিষেবা বন্ধ বন্ধ হয়ে যায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জেটিঘাটে অপেক্ষা করতে হচ্ছে পুণ্যার্থী থেকে সাগরদ্বীপের বাসিন্দাদের। নিরুপায় হয়ে লট নং আট থেকে প্রায় এক কিলোমিটার নদীর বাঁধ ও পলি-কাদা মাড়িয়ে মাঝ নদীতে গিয়ে বোট ধরে পারাপার হতে হচ্ছে। মোটরবোটে পারাপার বিপদ জেনেও মানুষ সময় বাঁচাতে বেঝে নিচ্ছে ঝুঁকির পারাপার।
Barrackpore Accident: ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। আশংকাজনক আরো একজন। ব্যারাকপুর মোহনপুর থানার সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার দুই বাইক আরোহী। মহোনপুর থানার পুলিস কল্যাণী এক্সপ্রেস থেকে এদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যায়। মৃত ব্যক্তির নাম কানু রায়(৪৫), অপরজনের নাম বাবুন রায়। তারও অবস্থা খুব সংকটজনক। দুজনেই বিহারের বাসিন্দা। পুলিসের অনুমান ট্রাক তাদের বাইককে ধাক্কা মেরে চলে গিয়েছে। তবে দুই বাইক আরোহীই মদ্যপ অবস্থায় ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Malda: দেড় কোটি টাকার মাদক উদ্ধার। মালদার বৈষ্ণবনগর ও কালিয়াচক থানা যৌথ অভিযান করে এই মাদক উদ্ধার করেছে। আটক হয়েছে একজনকে। ধৃতের নাম অপু দাস(36), বাড়ি দেবসরাই পিএস- পানিসাগর জেলা- ধর্মনগর উত্তর, ত্রিপুরায়। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানা ও কালিয়াচক থানার যৌথ অভিযান করে।বৈষ্ণবনগর থানার 16-মাইল এলাকার কাছে NL 01K 9874 নম্বরের একটি লরি আটক করা হয়। লরিটি তল্লাশি করে প্রায় ২১,০০০ বোতল ইএসকেইউএফ কফ সিরাপ এবং ৪২৫ বোতল ফেনসিডিল কফ সিরাপ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যটি চিনাবাদামের বস্তা, সাদা ডলোমাইটের বস্তা, 46টি প্লাস্টিকের বয়াম এবং তিনটি প্লাস্টিকের ব্যারেলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। গাড়িটি কলকাতায় লোড করা হয়েছিল এবং আনলোড করার জন্য ত্রিপুরার আগরতলায় যাচ্ছিল।
Fake Currency: ২০ লক্ষ জাল টাকা উদ্ধার করল মালদার বৈষ্ণবনগর থানার কুম্ভীরা পুলিস ফাঁড়ি। গোপন সূত্রে খবর পেয়ে কুম্ভীরা পুলিস ফাঁড়ি খোসালপাড়ায় অভিযান চালিয়ে ২০ লক্ষ জাল টাকা উদ্ধার করে। এর মধ্যে ৩৮০০টি ৫০০ টাকা এবং 200 টাকার 500টি নোট।
Kultali: কুলতলির মৈপিঠের উত্তর বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে এখনো বাঘের আতঙ্ক। সকাল থেকেই ফের বাঘের খোঁজে তল্লাশি বনদপ্তরের। প্রাথমিকভাবে জলপথে তল্লাশি চালানো হবে। মাকড়ি নদী পেরিয়ে বাঘ বেরিয়ে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। বাঘ বেরিয়ে গেলে তার পায়ের ছাপ পাওয়া যাবে। বাঘ তাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল বনদপ্তর। শব্দবাজিও ফাটানো হয়। তবে যে খাঁচা পাতা হয়েছিল সেখানে টোপ হিসেবে মাংস দেওয়া হলেও সেখানে বন্দী হয়নি বাঘ। জলপথে পরিদর্শনের পর জাল দিয়ে ঘেরা জঙ্গলের তিনদিক পরিদর্শন করা হবে। তাতে বাঘের উপস্থিতি টের পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে জঙ্গলের মধ্যে মাচা তৈরি করে ঘুমপাড়ানি গুলি দিয়ে বাঘকে বাগে আনার চেষ্টা করতে পারে বনদপ্তর। তবে বনদপ্তরের প্রাথমিক লক্ষ্য বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া।
Purulia Tiger: ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘ । রাতভর বাঘের আতঙ্ককে সঙ্গে করে রাত কাটাল দলমা পাহাড় সংলগ্ন গ্রামের বাসিন্দারা। গতকাল পুরুলিয়া ঝাড়খন্ড সীমান্ত এলাকার ঝাড়খন্ডের চান্ডিল লাগোয়া বালিডি জঙ্গল ছেড়ে রয়্যাল বেঙ্গল টাইগার দলমা পাহাড়ের জঙ্গলে পৌঁছে গিয়েছে । দলমা পাহাড় লাগোয়া চাষের জমিতে মিলেছে বাঘের পায়ের ছাপ । ঝাড়খন্ড বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এলাকাবাসীদের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলছে মাইকিং প্রচার। এলাকায় মোতায়েন করা হয়েছে বনদপ্তরের একাধিক টিম। ওই বাঘকে বাঘে আনতে হিমশিম খাচ্ছে ঝাড়খণ্ডের বন বিভাগ । দলমা পাহাড় থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বান্দোয়ানের সেই রাইকা জঙ্গল। উড়িষ্যার সিমলিপাল থেকে আসা জিনাত এক সপ্তাহ ধরে ওই রাইকা জঙ্গলেই আশ্রয় নিয়েছিল। ফলে জিনাতের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগে থেকেই তৎপর রয়েছে পুরুলিয়ার বন বিভাগ।