West Bengal News LIVE Update: প্রধানমন্ত্রীর সাক্ষাত্‍-প্রার্থী! ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী...

SUDESHNA PAUL Mon, 22 Jul 2024-6:35 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামিকাল তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • লোকসভা ভোটে সাফল্যের পর এই প্রথম। ফের দিল্লি যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। কবে? আগামী ২৫ জুলাই। স্রেফ তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক নয়, ২৭ তারিখ নীতি আয়োগের  বৈঠকেও যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী কাছে সাক্ষাতের সময় চেয়েছেন মমতা। সূত্রের খবর তেমনই।

     

  • WB Assembly Session: রাজ্যপালকে ছাড়াই এবারও শপথ। কাল বিধানসভায় ৪ জয়ী প্রার্থীর শপথ। বিধানসভার নিয়ম মেনেই কাল শপথ।

     

  • Budget Session 2024: অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট লোকসভায় পেশ‌ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

  • NEET issue in Budget Session: লোকসভায় নিট-উত্তাপ। বাজেট অধিবেশনের শুরুতেই নিট দুর্নীতি ইস্যুতে উত্তাল সংসদ। নিট দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন বিরোধীদের। সিস্টেমেটিক দুর্নীতি রুখতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।

     

  • Modi Budget Session Speech: তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,

    ## অমৃতকালের প্রথম বাজেট অধিবেশন।
    ## দেশের ভিত মজবুত করবে এমন বাজেট।
    ## আগামী ৫ বছরের দিশা ঠিক করবে এই বাজেট।
    ## এই বাজেট বিকশিত ভারতের স্বপ্নপূরণের ভিত্তি।
    ## দলমত নির্বিশেষে সকল সাংসদদের বলছি, নির্বাচিত সাংসদদের কর্তব্য এখন প্রতিশ্রুতি পালন।
    ## জানুয়ারি মাস থেকে যা লড়ার লড়েছি, নিজেদের কথা বলেছি। দেশবাসী রায় দিয়েছেন। 
    ## কণ্ঠরোধের চেষ্টার স্থান গণতন্ত্রে নেই। দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠরোধের চেষ্টা ব্যর্থ হয়েছে।
    ## ৬০ বছর পর তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন শাসকদলের। 
    ## আসুন আগামী ৫ বছর আমরা একসঙ্গে কাজ করি।
    ## ২০২৯-এর জানুয়ারি থেকে আবার লড়াই করবেন।

  • Maitree Express Cancelled: ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল। ২২ তারিখ সোমবারের কলকাতা-ঢাকা এবং ২৩ তারিখ মঙ্গলবারের ঢাকা- কলকাতা ও কলকাতা-ঢাকামৈত্রী এক্সপ্রেস পরিচালনগত কারণে বাতিল থাকবে। বাতিল হওয়া ট্রেনের ভাড়ার অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। 

     

  • Budget Session 2024: আজ শুরু বাজেট অধিবেশন। আগামিকাল তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। বিরোধীরা এবার অনেক বেশি শক্তিশালী। বাজেট অধিবেশন এবার মসৃণ নাও হতে পারে। কাশ্মীর-সন্ত্রাসবাদ, মণিপুর, মূল্যবৃদ্ধি, NEET দুর্নীতি ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ। সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা।

  • WB Assembly Session: নজর আজ বিধানসভাতেও। আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন। উপনির্বাচনে ৪ জয়ী প্রার্থীর শপথ। নয়া ৩ ফৌজদারি আইন নিয়ে আলোচনা হতে পারে। আনা হতে পারে প্রস্তাব। 

     

  • Gangasagar: পূর্ণিমার কোটালে উত্তাল গঙ্গাসাগর। সমুদ্র সৈকতে যেতে নিষেধাজ্ঞা। সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে মাইকিং। সংলগ্ন এলাকায় ভেঙে পড়েছে দোকান, লাইটপোস্ট। দুর্যোগের আশঙ্কা সুন্দরবন উপকূলে। 

     

  • Kolkata Accident: রাতের শহরে বাইক দুর্ঘটনায় মৃত ৱ্যাপিডো চালক রাজু হালদার। সাউথ সিটি মলের কাছে দুর্ঘটনা ঘটে। তদন্তে লেক থানার পুলিস। পুলিস সূত্রে খবর, যাদবপুরের দিক থেকে প্রিন্স আনোয়ার শাহ রোডের দিকে যাচ্ছিল বাইকটি। সেইসময় পিছন দিক থেকে একটি ডাম্পার আসছিল। সেই ডাম্পার গাড়িতে বাইকের হ্যান্ডেল কোনওভাবে আটকে গিয়ে বাইকটি পড়ে যায়। ডাম্পারের চাকা বাইকের উপর উঠে যায়। ডাম্পারের চাকার নীচে পড়ে পিষে মৃত্যু হয় ওই যুবকের।

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link