West Bengal News LIVE Update: নবান্নে পুর বৈঠকে রণংদেহী মমতা!
West Bengal News LIVE Update: আজ থেকে শুরু সংসদ অধিবেশন। আজ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর একঝলকে। দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Mamata Banerjee: পুরসভার কাজে অসম্ভব ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। হাওড়া, বিধাননগর সহ রাজ্যের প্রায় সব পুরসভার কাজে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ। 'টাকা তোলার একটা গ্রুপ হয়েছে। হাওড়ায় জঞ্জাল তোলা হচ্ছে না। সল্টলেকে সুজিত বসু পয়সা নিয়ে লোক বসিয়ে দিচ্ছে। পুলিসকে বলছি, দলনেতা না দেখে ব্যবস্থা নিতে।'
First session of 18th Lok Sabha: সংসদ চত্বরে সংবিধান হাতে ধরনায় বিরোধীরা।
First session of 18th Lok Sabha: নিজের বক্তব্যে জরুরি অবস্থার উল্লেখ মোদীর। মোদী বলেন, "ভারতে আর কেউ এমন পরিস্থিতি ফিরিয়ে আনবে না। জরুরি অবস্থা ভারতীয় গণতন্ত্রে কালো দাগ। আমাদের সংকল্প থাকবে আর যেন এমন না ঘটে। তৃতীয় কার্যকালে ৩ গুণ বেশি পরিশ্রম করব। সরকার চায় সুষ্ঠ অধিবেশন।"
First session of 18th Lok Sabha: মোদী বলেন-
## গণতন্ত্রে আজকের দিনটি গৌরবের।
## ৬৫ কোটির বেশি মানুষ ভোটে অংশ নিয়েছেন।
## লাগাতার তৃতীয়বার কোনও সরকারকে ক্ষমতায় এনেছে জনতা।
## স্বাধীনতার পর এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল।
## নব নির্বাচিত সব সাংসদকে শুভেচ্ছা।
## বিকশিত ভারতের ২০৪৭ স্বপ্নকে সঙ্গে নিয়ে শুরু হচ্ছে অধিবেশন।First session of 18th Lok Sabha: অষ্টাদশ লোকসভা অধিবেশনের শুরুতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
First session of 18th Lok Sabha: আজ থেকে শুরু সংসদ অধিবেশন। তৃতীয় মোদি সরকারের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতেই ঝড় ওঠার সম্ভাবনা।
First session of 18th Lok Sabha: প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন ভর্তুহরি মেহতাব। রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন ভর্তুহরি মেহতাব।
First session of 18th Lok Sabha: সংবিধান হাতে নিয়েই আজ সংসদ চত্বরে ধরনা কর্মসূচি তৃণমূলের! দলের তরফে তৃণমূল সাংসদদের বার্তা, "সংবিধান নিয়ে সংসদ চত্বরে আসুন।" শুধু তৃণমূল সাংসদরাই নয়, এদিন ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদরাই সংবিধান হাতে মহাত্মা গান্ধীর মূর্তির নীচে জমায়েত হবেন বলে সূত্রের খবর। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে, একতার বার্তা দিতে ইন্ডিয়া জোটের সাংসদরা একসঙ্গে লোকসভায় প্রবেশ করবেন।