Bengal News LIVE Update: তাপস রায়ের পালটা, বিজেপি বিধায়ক মুকুটমণি এবার তৃণমূলে!

Thu, 07 Mar 2024-3:33 pm,

West Bengal LIVE News: দেশের বহু যুবক বেশি বেতনের আশায় রাশিয়া চলে যাচ্ছেন আর তাদের ফাঁদে ফেলে ইউক্রেন পাঠিয়ে দেওয়া হচ্ছে একথা সংসদে প্রথম জানান আসাদউদ্দিন ওয়েসি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোটা বেতনের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাশিয়া পাড়ি দিয়েছিল বহু যুবক। প্রতারণা করে তাদের ইউক্রেনে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আসছে। খবর পাওয়া যাচ্ছে ইউক্রেনে যুদ্ধে গিয়ে মৃত্যু হয়েছে মহম্মদ আফসান নামে হায়দরাবাদের এক তরুণের। তার মৃত্যুর কথা জানিয়েছেন রাশিয়ায় ভারতীয় দূতবাস।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • অধীর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর-এ রক্ষা কবচ আদালতের। তাঁর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ পুলিস করতে পারবে না। ফাইনাল রিপোর্ট হাইকোর্টের অনুমতি ছাড়া দিতে পারবে না পুলিস। তাঁর সঙ্গে কথা বলতে হলে ৪৮ ঘণ্টা আগে তাঁকে জানিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবে পুলিস। আগের দেওয়া ৪১-এ ধারার নোটিস স্থগিত করা হল। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের।

     

  • তাপস রায়ের পালটা, বিজেপি বিধায়ক মুকুটমণি এবার তৃণমূলে! তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরদিন-ই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী।

  • বিচার বিভাগ থেকে রাজনীতিতে। বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া পতকা হাতে তুলে নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

  • বিজেপির লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতাদের বেআইনি গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ উত্তেজনা। ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের এক্তারপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুজন দেবনাথ ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা গৌর বর কে বিনা অপরাধে পুলিস গ্রেফতার করার অভিযোগ তুলে লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী সহ তিন বিধায়ক জেলা সভাপতি নেতৃত্বদের নিয়ে বিক্ষোভ দেখান ভূপতিনগর থানায়।

     

  • হাতি এবার সটান হাজির হল রিসর্টে! জলপাইগুড়ি গরুমারা সংলগ্ন লাটাগুড়ি এলাকার একটি বেসরকারি রিসর্টে এভাবে হাতির অনুপ্রবেশ ঘিরে চাঞ্চল্য নয় বরং একপ্রকার আনন্দের পরিবেশই তৈরি হল বুধবার রাতে। রিসর্ট কর্তৃপক্ষ তো বটেই, পাশাপাশি ওই রিসর্টে আসা পর্যটকদের কানে এই খবর পৌঁছাতেই তারা রিসর্টের ভেতর থেকেই হাতির দর্শন করেন। ওই বেসরকারি রিসর্টের মালিক জানান, রিসর্টের পেছনের গেট দিয়ে একটি হাতি রাত ৯ টা নাগাদ প্রবেশ করে। কিছুক্ষণ এলাকায় ঘুরে ফের জঙ্গলে ফিরে যায়।

  • বিদায় নিচ্ছে শীত। শুক্রবার থেকেই রাজ্যে চড়বে পারদ। তবে দার্জিলিং-সহ পাহাড়ের দু-একটি জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

  • জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর এই প্রথম শ্রীনগরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শ্রীনগরে একটি সভা ও মোট ৬,৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। আজ শ্রীনগর স্টেডিয়ামে বিকশিত ভারত বিকশিত কাশ্মীর নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

  • কিছুদিন আগে এভাবেই মৃত্যু হয়েছিল গুজাটের এক তরুণের। জানা যাচ্ছে অনেকে রাশিয়ায় চলে যাচ্ছে মোটা মাইনের লোভে। অনেকে আবার রুশ সেনার সাহায্যকারীর কাজ নিয়েও সে দেশে চলে যাচ্ছে বলে খবর। বিষয়টি প্রথম সংসদে উত্থাপন করেন তেলঙ্গানার সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। তাঁর দাবি, তেলঙ্গানা, গুজরাট, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর এবং উত্তর  প্রদেশ থেকে বহু যুবক রাশিয়ায় গিয়েছেন কাজের আশায়। আর তাদের জালিয়াতি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link