Bengal News LIVE Update: রঙের উৎসবে জমজমাট ভোটপ্রচারে হেভিওয়েট প্রার্থীরা
West Bengal LIVE New: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
বসন্ত উৎসবের দিন সকালেই জনসংযোগে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সোমবার সকালে বালুরঘাটের একাধিক ক্লাবে ক্লাব সদস্যদের সাথে আবির খেলায় অংশগ্রহণ করেন বিজেপি রাজ্যসভাপতি । এর মাধ্যমেই জনসংযোগ করে নেন বিজেপি প্রার্থী হিসেবে। রবিবার বিকেলে দিল্লি থেকে ফিরে বিভিন্ন ব্লকে অঞ্চল কমিটির মিটিং এ অংশগ্রহণ করেছিলেন। সোমবার সকাল থেকে গোটা জেলাবাসী বসন্ত উৎসবে মেতেছে। বালুরঘাট শহরের একাধিক ক্লাবে তার অনুষ্ঠানের অংশগ্রহণ করার কথা। সকাল ১১ টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই যান বালুরঘাট নিউটাউন ক্লাবে এরপর ত্রিধারা ক্লাব বালুরঘাট হাইস্কুল, সহ আরো বিভিন্ন ক্লাবে যাওয়ার কথা তাঁর। দুপুরে পার্টি অফিসে দলীয় কর্মীর সমর্থকদের সাথেও বসন্ত উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি।
বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে নিষ্ঠা ভক্তি এবং প্রথা মেনে দোল উৎসব পালন করলেন সন্ন্যাসী মহারাজরা।রামকৃষ্ণ মন্দিরে শ্রী চৈতন্য পুজো দিয়ে বেলুড় মঠত্রে সমস্ত মন্দির প্রাঙ্গণ ঘুরে ঘুরে আবিরে রাঙিয়ে দিলেন। খোল করতাল ও হারমোনিয়াম বাজিয়ে গানে মেতে ওঠেন আবির উড়িয়ে। প্রচুর ভক্তরাও এসেছেন আজকে এই দোল উৎসবে রঙে মাতোয়ারা হতে। গতকাল হোলিকা দহন উৎসব পালিত হয়েছিলো মঠে। আজ দোল উৎসব পালিত হল।
দোলের দিন সাতসকালে আবির রঙে মাতলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর শহরের বোলতলায় রঙের উৎসবে মাতলেন তিনি।
উজ্জয়িনীর অগ্নিকাণ্ডে জেলা কালেক্টর নীরজ কুমার সিং বলেন, 'গর্ভগৃহে ভস্ম আরতির সময় আগুন লাগে। ঘটনায় ১৩ জন আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।'
সোমবার সকালে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে বিধ্বংসী আগুন। জানা গিয়েছে, মন্দিরে গর্ভগৃহে 'ভস্ম আরতি' করার সময় ঘটনাটি ঘটে। পাঁচ পুরোহিতসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
দোলে সবাইকে শুভেচ্ছা জানালেন মমতা। তাঁর সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা লিখেছেন, শান্তি সম্প্রীতি ও ভালোবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রঙিন হয়ে উঠুক। এই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন।
কর্মী বৈঠকে বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় বিজেপি এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ থাকলেও তৃণমূলের কেউ গ্রেপ্তার না হয় হাইকোর্টের দ্বারস্থ হবে আজ বিজেপি বলে জানা যায়
বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় উল্টে বিজেপি এক কর্মী অজিত গাইন কে রাতে গ্রেপ্তার করেছে জিবনতলা থানার পুলিশ বলে জানা যায়। বিজেপি নেতা বিকাশ সরদার জানায় তাদের মন্ডল সভাপতি সুব্রত দাস সহ একাধিক কর্মীদের মারধর করল তৃণমূল বাহিনী। উল্টে তৃণমূল দের কে গ্রেফতার না করে তাদের দলের এক কর্মী অজিত গাইন কে পুলিশ গ্রেফতার করেছে। তাই আজ হাইকোর্টে বিজেপি কর্মীরদের ওপর আক্রমণের ঘটনায় আদালতের দ্বারস্থ হবে বলে জানা যায় বিজেপি সূত্রে।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রসিডেন্ট হলেন ধনঞ্জয়। প্রায় ৩০ বছর পর কোনও প্রসিডেন্ট পেল জেএনইউ।