West Bengal News LIVE Update: সিল হল সুভাষ সরোবর, রবীন্দ্র সরোবরেও বসল পুলিস পিকেট

Thu, 07 Nov 2024-2:21 pm,

West Bengal News LIVE Update: গোসাবায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। বিধায়ক হীন ভাবে গোসাবায় পালিত হল বিজয়া সম্মিলনী ও প্রবীণ কর্মী সংবর্ধনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


 

Latest Updates

  • আবাসের প্রথম কিস্তির টাকা আগামী ডিসেম্বরে দিতে চলেছে রাজ্য সরকার। তার আগে ২৫ তারিখ থেকে শুরু হওয়া বিধানসভার অধিবেশনে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে পারে শাসক দল। সে ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আসতে পারে প্রস্তাব। এর আগেও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সব রাজনৈতিক দলের সদস্যদেরই কেন্দ্রে গিয়ে আবেদন করার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুরোধ বাস্তবায়িত হয়নি। বিরোধীদের অভিযোগ ছিল টাকা আসার বিপক্ষে তারা নয়, কিন্তু সেই টাকা চুরি হবে। পাশাপাশি আগের সমস্ত খরচের হিসেব দিতে হবে। 

  • Malda: আবাসে গরমিল, তালিকায় নাম একজনের একাউন্ট নাম্বার অন্যজনের, ব্লক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেন উপভোক্তা । খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। আবাসে গরমিল। কোথাও নাম থাকছে না প্রকৃত উপভোক্তাদের। কোথাও আবার যার নাম থাকছে সেখানে অন্যজনের একাউন্ট নাম্বার আপডেট করা হচ্ছে। এবার বড় দুর্নীতির আশঙ্কা। মালদা জেলার চাঁচল ২ নং ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ললিয়াবাড়ির ঘটনা। স্থানীয় বাসিন্দা নাজমুল হকের অভিযোগ, তাদের পাকা বাড়ি নেই। টিনের চালে বসবাস করে। আবেদন করেছিলেন আবাসের ঘরের জন্য। নাম ছিল তালিকায়। সেখানে দেয়া ছিল তার আধার কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার। কিন্তু এখন তিনি দেখছেন সেখানে অন্যজনের আধার কার্ড এবং একাউন্ট নাম্বার দেখাচ্ছে। এই নিয়ে ব্লক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সাথে নিজের অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে আপডেট করার দাবি জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে এই ভুল কিভাবে হল। আবাস নিয়ে চারিদিকে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। যদিও প্রশাসনের ঘাড়ে দায় ঢেলেছে তৃণমূল। চাচোল দু নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগ পেয়েছি পুরনো ডাটা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • Rabindra Sarobar: সম্পূর্ণ সিল দক্ষিণের রবীন্দ্র সরোবর। ৮ টি গেটের সবকটি বাঁশের ব্যারিকেড দিয়ে সিল। এর মধ্যে ৬ টি গেটে ভোর থেকেই পুলিস পিকেট। বাকি ২ টি গেটে বেলা ২ টো থেকে বসবে পিকেট। যাদের দায়ের করা ২০১৫ সালের পিটিশনে ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের এই রায়, সেই রবীন্দ্র সরোবর পরিবেশ বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ সুমিতা ব্যানার্জি (লেক মমতা) দাবি করলেন, যে গেট গুলো সবথেকে স্পর্শকাতর, বিশেষত যে দুটি গেট সিল থাকা সত্বেও সেই সিল ভেঙে ২০১৯ সালে মানুষ সরোবরে জোর করে ছট পুজো করতে ঢুকে পড়েছিলেন, সেই দুটি গেটের পুলিশি আয়োজন নিয়ে তারা  সন্তুষ্ট নন। তবে বেলা ২ টো নাগাদ পুলিশি নিরাপত্তা সব গেটেই বাড়িয়ে দেওয়া হবে বলে পুলিশের তরফে আশ্বাস মিলেছে বলে তিনি জানান।

     

  • Gold Bar Recovered: প্রায় কোটি টাকার সোনা সহ ধৃত বনগাঁর এক ব্যক্তি। দশটি সোনার বিস্কুটসহ ওই ব্যক্তিকে আটক করল বিএসএফ। আটক করা সোনার ওজন প্রায়  ১,১৬৮ গ্রাম এবং যার  আনুমানিক মূল্য প্রায় ৮৮ লক্ষ টাকা।  ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বিডিও অফিস মোড় এলাকায় । বিএসএফ জানিয়েছে এদিন হরিদাসপুর বর্ডার ফাঁড়িতে বিএসএফ জওয়ানরা খবর পায় এক ভারতীয় পাচারকারী  বাগদা থেকে বনগাঁয় সোনা পাচার করবে। বিএসএফ জওয়ানরা বনগাঁর বিডিও অফিসের কাছে একটি মোটরসাইকেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে  জেরা করতেই উদ্ধার হয় সোনার বিস্কুটগুলি। জেরায় সে জানায়  বয়রার এক ব্যাক্তি তাকে দিয়েছিল বনগাঁর এক ব্যক্তিকে দেওয়ার জন্য | এরপরই বিএসএফ আটক ব্যক্তিকে সোনা সহ  কলকাতার রাজস্ব গোয়েন্দা দপ্তরের হাতে তুলে দিয়েছে |

     

  • Gosaba: গোসাবায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। বিধায়ক হীন ভাবে গোসাবায় পালিত হল বিজয়া সম্মিলনী ও প্রবীণ কর্মী সংবর্ধনা। দলীয় নির্দেশে এবার  প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের বিডিও অফিস মাঠে পালিত হল বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মন্দিরবাজার বিধায়ক জয়দেব হালদার, গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেস কনভেনার তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেশ মন্ডল-সহ অন্যান্যরা। এদিন বিজয়া সম্মিলনীতে অনুপস্থিত ছিলেন  বিধায়ক সুব্রত মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন না গোসাবা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৈলাশ বিশ্বাস,জেলাপরিষদ সদস্য দুর্গারাণী মন্ডল  সহ অঞ্চল সভাপতিরা।

     

  • Subhash Sarobar: জাতীয় পরিবেশ আদালত এবং কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চের নির্দেশ মেনে সুভাষ সরোবর সিল করল ফুলবাগান থানা। বসিয়ে দেওয়া হল পুলিস পিকেট। সরোবরে প্রবেশের সবকটি গেটে পুলিস মোতায়েন হল। সরোবরের লাগোয়া সবকটি রাস্তা গার্ড রেল এবং বাঁশের ব্যারিকেড বসিয়ে সিল করে দেওয়া হল। আজ এবং আগামিকাল বন্ধ করা হল প্রাতঃভ্রমণকারীদের যাতায়াত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link