West Bengal News LIVE Update: আরজি কর আবহে নয়া উদ্যোগ! আলিমুদ্দিনে `তিলোত্তমা ড্রপ বক্স` সিপিএমের...

Fri, 08 Nov 2024-1:53 pm,

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Asansol: প্রায় দুই কুইন্টাল গাঁজা-সহ দুইজনকে আটক আসানসোলের রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায়। শুক্রবার সকালে উড়িষ্যা থেকে মেদিনীপুর জেলার বেলদা হয়ে বীরভূম জেলা যাওয়ার সময় পুলিস ধরে ফেলে রানিগঞ্জ এর পাঞ্জাবি মোরে। এক মাছ বোঝায় থাকা গাড়িতে তল্লাশি চালিয়ে মাছের পেটির ভেতরে বস্তার মধ্যে বরফের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল এই গাঁজা বলে পুলিস জানিয়েছে। প্রায় দেড় থেকে ২ কুইন্টাল গাঁজা হবে বলে অনুমান পুলিসের। ওজন করার পর জানা যাবে আসলে কত কুউন্টাল গাঁজা।

  • Leopard Attack: চা বাগানে পাতা তোলার কাজ করতে গিয়ে চিতা বাঘের আক্রমণে  দুটি পৃথক জায়গায় আহত ২ জন মহিলা চা শ্রমিক। প্রথম ঘটনাটি ঘটে মাল ব্লকের মিন গ্লাস চা বাগানে। এদিন শ্রমিকেরা বাগানে পাতা তোলার কাজ করছিলেন। সেই সময় চিতা বাঘের আক্রমণে আহত হয় এক মহিলা চা শ্রমিক। তড়িঘড়ি বাগানের অন্যান্য শ্রমিকেরা ওই শ্রমিক কে মালবাজার সুপার স্পেশালি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। দ্বিতীয় ঘটনাটি ঘটে রানীচিরা  চা বাগানে। এখানেও শ্রমিকেরা পাতা তোলার কাজ করতে গিয়ে চিতা বাগের হামলায় আহত হল আরো একজন মহিলা। দুজনেরই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। খবর পেয়ে দুটি স্থানিয়ে বন কর্মিরা গিয়েছেন। 

  • Malda: হাসপাতাল সাফাই এর টাকা চুরি!অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত। দুই মাস গঙ্গার জলে প্লাবিত ছিল মালদার মানিকচক ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত।এলাকার একমাত্র ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও ছিল জলের তলায়।এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই সেই স্বাস্থ্য কেন্দ্র সাফাই এর নামে সরকারি টাকা চুরির অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেটি। এই পঞ্চায়েত সূত্র থেকে জানা গেছে স্বাস্থ্যকেন্দ্রটি সাফাই এর জন্য এই মর্মে বিল জমা হয়

  • Baruipur: আগামী ২০২৬ এ বিধানসভা নির্বাচন এখন ঢের বাকি রয়েছে। তার আগেই বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হল গোসাবা ব্লকে। প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারি পঞ্চায়েতের বাজার এলাকায় এক যোগদান মেলার অনুষ্ঠান আয়োজন করেছিলেন কুমিরমারি অঞ্চল তৃণমূল কংগ্রেস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেস কনভেনার তথা দক্ষিণ ২৪ পরগনা জেলাপরিষদ উপাধ্যক্ষ অনিমেশ মন্ডল, সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান চলাকালীন এলাকার বিজেপি কর্মী সমর্থদের ৯৭ টি পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করেন বলে দাবি করেন তিনি ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link