West Bengal News LIVE Update: কালনায় দ্বাদশ শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু! রেল লাইনে উদ্ধার দেহ...
West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Dooars: আবারও চা পাতা তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে জখম হল এক মহিলা এবং এক পুরুষ চা শ্রমিক। কয়েক ঘন্টার ব্যবধানে দুজনকে আহত করে চিতাবাঘ এই বাগানে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাসা ১ নং গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানে। জখম মহিলা শ্রমিকের নাম ঝালো ওঁরাও(৫৫)।বাড়ি ওই চাবাগানের শ্রমিক মহল্লায়। লব ওরাও (৪১)। চাবাগানে কাজ করার সময় চিতাবাঘ এই ব্যাক্তিকে আহত করে।
Malbazar: রেল লাইনে উঠে পড়ল হাতি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহি ইন্টারসিটি এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল নাগাদ ডুয়ার্সের নাগরাকাটা চালসা রেল লাইনের উপর ৭০/৭ নং পিলারের কাছে একটি দাঁতাল হাতি উঠে পড়ে। সেই সময় ১৫৪৬৮ ডাউন শিলিগুড়ি বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসের চালক ঘটনাটি দেখতে পান। তড়িঘড়ি আপদকালীন ব্রেক কষে ট্রেন দাড় করিয়ে দেয়। পাশাপাশি ট্রেনের চালক দেবজিৎ হোড় এবং সহকারী চালক শুভজিৎ শীল ঘটনার উপর নজর রাখেন।বেশ কিছুক্ষন নজর রাখার পর হাতিটি লাইন থেকে সরে জঙ্গলে ঢুকে গেলে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
Market Price Hike: আজও বাজারে সবজির দাম আগুন। ফুলকপি কিলো প্রতি ৭০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা কিলো,, পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কিলো, আলু ৩৫ থেকে ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জলপাইগুড়ির বোয়ালখালাবাজার দিনবাজার সহ বিভিন্ন বাজারে। মাঝেমধ্যেই প্রশাসনের আধিকারিক রেহানা দিলেও দাম কোন মতেই কমছে না, লাগাম ছাড়া দাম, বাজারে এসে ক্রেতাদের চোখে জল। ক্রেতাদের অভিযোগ শুধু৷ মাত্র সবজি নয়, মাছ-মাংস, ডিম থেকে শুরু করে সরিষার তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন।
Bypoll Election 2024: উপনির্বাচনের আবহে তৃণমূলে যোগদান।জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত মান্দাদারী অঞ্চলের দুধিয়া এলাকার বেশ কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায় খগেশ্বর রায় তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন।
BJP Leader Killed: পার্টি অফিসের ভিতর থেকে উদ্ধার বিজেপি নেতার রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। নিহত পৃথ্বীরাজ নস্কর মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন।
Bypoll Election 2024: তৃণমূল কংগ্রেসের জোর প্রচার। একদিকে মোটরবাইক র্যালি অপরদিকে প্রত্যন্ত গ্রাম এলাকায় প্রচারে বিধায়ক-সহ নেতাকর্মীরা। আসন্ন মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃনমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে বানারহাট ব্লকের গয়েরকাটা সাঁকোয়াঝোরা- ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার। উপস্থিত ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, ক্রান্তির ব্লক সভাপতি মহাদেব রায়, ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ধরনী রায় সহ অনেকে।
Malda: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাতভ্রমনে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের। পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু। গাড়ি উল্টে গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাবুয়া রোড কালী মন্দির এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে।
Howrah Train Accident: ফের সাতসকালে ট্রেন দুর্ঘটনা। হাওড়ার শালিমার স্টেশনে ঢোকার আগে নলপুরের কাছে দুর্ঘটনা। জানা গিয়েছে, ট্রেনের তিনটি কামরা পর পর লাইনচ্যুত হয়।
Kalna: টিউশন পড়তে এসে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর রহস্য জনক মৃত্যু কালনায়। অম্বিকা কালনার রেল স্টেশনের কাছেই,রেল লাইনে ওই ছাত্রী দেহ উদ্ধার। পরিবারের দাবি, ওই ছাত্রী মাকে কল করে জানায় ওরা আমাকে বাঁচতে দিলনা। তদন্তে রেল পুলিস।