WB Bypoll Live Update: কলকাতার ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! লর্ডসের মোড়ে আগুন...
West Bengal News LIVE Update: রাজ্যের ৬ আসনে আজ উপ নির্বাচনের ভোটগ্রহণ। ওইসব আসনগুলি হল সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Kolkata Fire Incident: কলকাতায় ফের অগ্নিকাণ্ড! লর্ডসের মোড়ে ভয়াবহ আগুন।
WB ByPoll 2024: সকাল ১১টা পর্যন্ত গোলমালের মোট ১১টি অভিযোগ জমা পড়ল কমিশনে।
WB ByPoll 2024: মনোজ টিগ্গা ভোট দিতে কেন্দ্রে যেতেই রাজ্য পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্হলে । ভোট গ্রহন কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে দিল পুলিস।
WB ByPoll 2024: পুলিসের ঘেরাটোপে থাকা নয়ন দে ও তার স্ত্রী কে সাথে নিয়ে ভোট কেন্দ্রে পৌছে দিলেন বিজেপি পার্থী শুভজিৎ রায়। মেদিনীপুরের চাঁদরা ২নং অঞ্চল ভালকি র বাসিন্দা নয়ন দে বাড়িতে সারা রাত পুলিস ঘিরে রাখে। সকালে যৌথবাহিনী এলে পুলিস সরে যায়। অভিযোগ, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী করছেন পুলিস সুপার ধৃতিমান সরকার।
WB Bypoll: ভাটপাড়ার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।
WB Bypoll: নৈহাটিতে ভোটের মধ্যেই ভাটপাড়ায় শুটআউট। চায়ের দোকানে ঢুকে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ তৃণমূল নেতা অশোক সাউ। ভাটপাড়া ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি। হাসপাতালে মৃত্যু তৃণমূল নেতার। বিজেপি নেতা অর্জুন সিংয়ের দিকে অভিযোগের আঙুল তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের।
WB Bypoll: হাড়োয়া বিধানসভার সদরপুরের হাই স্কুলের ২০০ নম্বর বুথের জানালার পাশে ইভিএম মেশিন নিয়ে বসে ছিল তৃণমূলের কর্মীরা। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয়। জানালা থেকে পুরো ইভিএমের ভিডিও করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস গিয়ে বাধা দেন ।
WB Bypoll: ভোট হল গ্রামের উৎসব তাই বিজেপি তৃণমূল উভয়ই ছোলা মুড়ি বিতরণ করল ভোটারদের। মেদিনীপুরের বাগডুবির ঘটনা।
WB Bypoll: মেদিনীপুর সদরের বাগডুবি গ্রাম পঞ্চায়েতে এলাকার 135 no বুথে বিজেপি খাদ্যদ্রব্য বিতরণ করছে। এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে... এমনই অভিযোগ কমিশনে জানাচ্ছে তৃণমূল... সূত্রের খবর
WB Bypoll: ভাটপাড়ায় তৃণমূলের উপর গুলি চালানোর ঘটনা, (ঘটনা নির্বাচনী এলাকার বাইরে হয়েছে), ঘটনার প্রভাব সংলগ্ন নির্বাচনী এলাকায় যাতে না পড়ে, তার জন্য বিশেষ নজর কমিশনের। সতর্ক করা হল জেলা প্রশাসনগুলিকে।
WB Bypoll: সিতাই বিধানসভা উপনির্বাচনে সব বুথ-ই প্রায় মানুষ শূন্য! সকাল ৯টা পর্যন্ত ভোট দানের হার মাত্র ৭ শতাংশ। ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছে তৃণমূল। মানুষও তাই গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছে না, এমনই দাবি করলেন বিজেপি প্রার্থী।
WB Bypoll: ভোটের একঘন্টা পরেও ঘর থেকে বের হয়নি বিজেপি সাংসদ মনোজ টিগ্গা । নিজের বাড়ির ওয়াররুম থেকে খোঁজখবর নিচ্ছেন। কয়েকটি বুথে এজেন্ট বসাতে পারেনি বিজেপি , অভিযোগ বিজেপি সাংসদের।
WB Bypoll: মনোরঞ্জন মাহাতকে গুরগুরিপাল থানাতে গ্রেফতারের প্রতিবাদে বিজেপি পার্থী শুভজিৎ রায় থানার বাইরে অবস্থান করছেন। এখনো প্রায় ৭-৮ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আটক প্রায় ৩০ জন যাদের অধিকাংশকে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
WB Bypoll: মাদারিহাট রাঙালি বাজনা জিপি, শিশু বাড়ি এলাকার 108 নম্বর বুথে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। রাস্তায় আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপি পরাথী রাহুল লোহারের।
WB Bypoll: সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৬ কেন্দ্রে ভোটের হার একনজরে-
WB Bypoll: নৈহাটিতে ভোট, আর ভাটপাড়ায় গুলি। দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।
Shalbani: শালবনিতে বিজেপির মণ্ডল সভাপতির উপরে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে।
WB ByPoll 2024:শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মন্ডল সভাপতি বাবলু ঘোষ।আহত অবস্থায় তাকে নিয়ে আসা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত গুন্ডারা তাকে মারধর করে।
WB ByPoll 2024: সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংগীতা রায় ভোট দিলেন গারা নাটা ফিফট প্ল্যান প্রাথমিক স্কুলে। সঙ্গে ছিলেন সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া।
Tab Scam : ট্যাব কেলেঙ্কারিতে পূর্ব বর্ধমান জেলায় পুলিস ইতিমধ্যেই প্রায় ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বৈষ্ণব নগরের চারজনকে গ্রেপ্তার করল । ধৃতরা হলো রকি শেখ, পিন্টু শেখ, শ্রবন সরকার ও জামাল শেখ । রকি এবং পিন্টু বৈষ্ণবনগর থানা চকসেহেরদী গ্রামের বাসিন্দা ও শ্রবণ সরকার এবং জামাল শেখ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। ধৃতদের প্রত্যেকেরই সাইবার ক্যাফে রয়েছে। মঙ্গলবার রাত্রে শ্রবণ জামাল এবং পিন্টুর বাড়িতে হানা দিয়ে পুলিস তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বৈষ্ণবনগর থানায় নিয়ে আসে। রাতভর জিজ্ঞাসাবাদ এর পর তাদের গ্রেপ্তার করে পুলিস। বর্ধমান জেলা পুলিস ইতিমধ্যেই রকি এবং ধৃত অন্যান্যদের বাড়ি থেকে প্রায় ১৫ টি পেনড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরি, ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে । পুলিস সূত্রে খবর, আরো অনেকে ট্যাব কেলেঙ্কারির এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। রকিকে পুলিস প্রায় বারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে।
Madarihat: কম আলোর জন্য ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত মাদারিহাট এর ক্ষেত্রে দশটা এরকম অভিযোগ পাওয়া গেছে। তৃণমূল সেই অভিযোগ জানালেও সমস্যা সমাধানের ক্ষেত্রে কমিশনের তরফে সেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে দাবি তৃণমূল সুত্রে।
WB ByPoll 2024: নৈহাটিতে উত্তেজনা ছড়াল তৃণমূল প্রার্থী সনত্ দে-কে ঘিরে। বাড়ি থেকে বেরিয়েই তৃণমূল প্রার্থী যান বড় মার মন্দিরে পুজো দিতে। তখনও সেখান আগেই হাজির হন ভক্তরা। মন্দিরের সামনের দরজা ছিল বন্ধ। সনত্ দে মন্দিরের পেছনের দরজা দিয়ে গিয়ে পুজো দিয়ে আসেন। এরপরই সনত্ দে-র গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় ভক্তরা।
WB ByPoll 2024: নৈহাটিতে পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল ৭৯ নম্বর বুথে। অভিযোগের তির তৃণণূল কংগ্রেসের দিকে।
WB ByPoll 2024: মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার স্থানীয় মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন।
WB ByPoll 2024: ভোটের আগেই সিতাইয়ের ৬/৬১ নম্বর বুথে তৃণমূলের বাইক বাহিনীর দাপটের অভিযোগ। সরব পদ্ম শিবিব। অস্বীকার শাসক দলের।
WB ByPoll 2024: ভোট শুরু হতেই উত্তেজনা হাডে়ায়ার ২০০ নম্বর বুথে। দরজার সমানে ইভিএম রাখা নিয়ে বচসা বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল এজেন্টের। পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা। ছুটে আসেন কমিশনের আধিকারিকরা।
Bypoll 2024: দেশের ৩১ বিধানসভা ও ১০ লোকসভা কেন্দ্রেও আজ উপনির্বাচন। এর মধ্যে রয়েছে ওয়েনাড়। রাহুল গান্ধী ছেড়ে যাওয়ায় ওই কেন্দ্রে এবার কংগ্রেসের হয়ে লড়াই করছেন প্রিয়াঙ্কা গান্ধী।
WB ByPoll 2024: বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যেই মক পোল হয়ে গিয়েছে। ভোটাররা না আসলেও ভোট গ্রহণের প্রস্তুতি শেষ। আরজি কর আবহে এই ৬ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে তৃণমূলের জন্য অ্যাসিড টেস্ট বলা যেতে পারে।
WB ByPoll 2024: সাংসদ হয়েছেন নৈহাটির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবং বাঁকুড়ার তালড্যাংরায় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। সঙ্গে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ও উত্তর ২৪ হাড়োয়ার বিধায়ক হাজির নূরুল ইসলামও। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত অবশ্য বসিরহাটেরই সাংসদ ছিলেন নুরুল। তাঁর মৃত্যু হয়েছে।
WB ByPoll 2024: কোচবিহার কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা অমিত শাহের 'ডেপুটি' নিশীথ প্রামাণিককে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া। কোচবিহারেরই সিতাই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ফলে সেখানে ভোট হচ্ছে। আলিপুরদুয়ার কেন্দ্রে আবার জিতেছেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। সেখানেও ভোটগ্রহণ।
WB ByPoll 2024: উপনির্বাচনে তৃণমূল প্রার্থী
সিতাই- সঙ্গীতা রায়
মাদারিহাট-জয়প্রকাশ টাপ্পো
নৈহাটি- সনত্ দে
হাড়োয়া- শেখ রবিউল ইসলাম
মেদিনীপুর-সুজয় হাজরা
তালড্যাংরা- ফাল্গুনী সিংহবাবুWB ByPoll 2024: রাজ্যের ৬ বিধানসভা আসনে আজ উপ নির্বাচনের ভোটগ্রহণ। ওইসব আসনগুলি হল সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা।