West Bengal News Live Update: কলকাতা পুলিসের জালে কসবা শুটআউটের মাস্টারমাইন্ড ইকবাল!
West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Kasba Shootout: কলকাতা পুলিসের জালে কসবা শুটআউটের মাস্টারমাইন্ড ইকবাল। গলসি থেকে গ্রেফতার ইকবাল। আসল নাম আফরোজ খান।
Kasba Shootout: কসবা শুটআউটের ঘটনাস্থলে কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় তদন্তভার নিল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার করা হয়েছে ট্যাক্সিচালক আহমেদকে। পুলিস কমিশনার বলেন, "তদন্ত চলছে। আমরা খতিয়ে দেখছি। এর পিছনে যারা রয়েছে তাদের সকলকে গ্রেফতার করা হবে।"
Diamond Harbour: হাতেনাতে চোর পাকড়াও। যার বাড়িতে চুরি করে তার দোকানে জিনিস বিক্রি করতে গিয়ে ধরা পরল এক যুবক ইলেকট্রিক পোস্টে বেঁধে মার ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে।
Malda: দুর্ঘটনায় বলি ৩ জন। গভীর রাতের ঘটনা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়াতে নাকাট্টি ব্রিজে। বাইকে করে রতুয়ার মহানন্দাটোলা থেকে ভালুকা যাওয়ার পথে লরি চাকার তলায় পড়ে যায়। লরির চাকায় চাপা পড়ে মৃত্যু হয় তাদের। মৃতদের নাম ভোলা কর্মকার(২৩), বিশ্বজিৎ কর্মকার(২৫) ও এনাফুল রহমান(১৮)। বিশ্বজিৎ ও ভোলার বাড়ি মালদার রতুয়াতে। এনাফুলের বাড়ি উত্তর দিনাজপুরে।
Canning: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে গুরুতর জখম হলেন উভয় পরিবারের মোট পাঁচজন। রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া পঞ্চায়েতের পিয়ারের মোড় এলাকায়।
Bhangar: ভাঙ্গড়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করল ভাঙ্গড় থানার পুলিশ। রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার গোবিন্দপুর এলাকায়। পুলিশ জানিয়েছে প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে।
South Dinajpur: আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল এক পশু চিকিৎসকের বিরুদ্ধে। টাকা চাওয়ার অভিযোগে ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
Kolkata Fire: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। নিমতলা শ্মশান সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ২০টি ইঞ্জিন। রাত দেড়টা নাগাদ প্রথমে একটি কাঠগোলায় আগুন লাগে। তারপরেই ছড়িয়ে পড়ে আগুন। ওই অঞ্চলে থাকা সমস্ত কাঠের গোডাউন ভস্মীভূত হয়ে যায়। কাঠের মোট চারটি গোডাউন ছিল। আগুন লাগে পাশে থাকা বাড়িতেও। শুকনো কাঠ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যদিও কোনও হতাহতের খবর নেই। তবে দমকল আধিকারিক তরুণ দাসের হাতের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। ওদিকে সব হারিয়ে অসহায় কান্না দুর্গত পরিবারগুলির। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি এসে ক্ষোভপ্রকাশ করেন। বলেন, মাঝেমধ্যেই এই অঞ্চলে আগুন লাগে। এই নিয়ে তিনি মিটিংও করেছিলেন। স্থানীয় ব্যবসায়ীদের কিছু নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তা মানেন না। পাশাপাশি তিনি আরও বলেন, প্রথম ইঞ্জিন যখন কাজ করতে আসে তখন কর্মীদের গায়ে হাত দেওয়া হয়। এটা তিনি বরদাস্ত করবেন না।