West Bengal News Live Update: অ্যাক্রোপলিস মলে ফের আগুন!
West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Kolkata Acropolis Mall fire: কলকাতায় অ্যাক্রোপলিস মলে ফের আগুন। এর আগে ১৪ জুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই মলে। তারপর দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই শপিং মল। আজ ফের ধোঁয়া দেখা দেয়। ধোঁয়া দেখা দিতেই আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে মলের ভিতর থাকা লোকজনদের বাইরে বের করে দেওয়া হয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে।
Bhangar: রাজারহাট খড়িবাড়ি রাস্তায় টায়ার জ্বালিয়ে মৃতদেহ রেখে অবরোধ। শাসন থানার মহিষগদি সাহাজি পাড়া আলামিন সাহাজি বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পরিবারের দাবি আলামিনকে মেরে ঝুলিয়ে দেওয়ার হয়েছে। এক মহিলার সঙ্গে বছরখানেক ধরে আলামিনের সম্পর্ক ছিল। সম্পর্কের অবনতি হতেই আলআমিনকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। পরিবারের লোকজন শাসন থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করে। পুলিস অভিযোগ না নেওয়া এবং মহিলাকে গ্রেফতারের দাবিতে শাসন থানার খড়িবাড়ি বাজারে রাস্তা অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অবরোধ তুলতে গিয়ে পুলিসের লাঠিচার্জ, বিক্ষোভকারীরা পুলিসকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলেও অভিযোগ। শাসন থানার খড়িবাড়ি ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় অবরোধকারীরা। শাসন থানার আইসি সহ পাঁচ পুলিসকর্মী আহত। এখনও পর্যন্ত ৮ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিস।
Hooghly: চন্দননগর হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী রোগী! মৃতের নাম প্রকাশ চন্দ্র বাইন(৪৩)। গত শুক্রবার রাতে চন্দননগর হাসপাতালে পেট ব্যাথা রক্ত বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় গাড়ি চালক প্রকাশ। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা চন্দননগরের মহাডাঙা কলোনিতে থাকতেন গত ৭ বছর ধরে। জানা গিয়েছে, গতকাল রাত দেরটা নাগাদ হঠাৎই হয়ে আক্রমনাত্মক হয়ে ওঠেন। নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগি ও নার্সদের আক্রমণ করতে উদ্যোত হয়। ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে পড়েন। নার্সিং স্টাফদের ঘরের ভিতর দিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়।তারপর ঝাঁপ দেয়।
Kasba Shootout: কসবা কাণ্ডে আরও বিস্ফোরক তথ্য। বদলানো হয় স্কুটারের নাম্বার। কসবা শুটআউটের ঘটনায় ২ অভিযুক্ত পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য। বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরী।
Hooghly: চন্দননগর হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রোগী। এলাকায় তীব্র চাঞ্চল্য।