WB News LIVE Update: বিকেলে খেলতে দিয়ে নিখোঁজ, একদিন পর মিলল শিশুর মৃতদেহ

Wed, 27 Nov 2024-11:15 am,

WB News LIVE Update: রেল সুরক্ষা বাহিনীর তৎপরতায় ৬ আন্তঃরাজ্য মোবাইল চোর তথা পাচারকারী পাকড়াও `রেল শহর` খড়্গপুরে। উদ্ধার করা হয়েছে ৩০২টি মোবাইল। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • TMC: তৃণমূলের টিভি মিডিয়ায় মুখপাত্রের তালিকা থেকে বাদ অরূপ চক্রবর্তী, ঋজু দত্ত ও সুদীপ রাহা। নতুন মুখ জয়া দত্ত, মোশারাফ হোসেন ও সন্দীপন সাহা।

  • Parliament Winter Session: লোকসভার অধিবেশন শুরুতেই প্রবল হইহট্টগোল বিরোধীদের। মুলতুবি লোকসভার অভিবেশন।

     

  • Murshidabad: একদিন নিখোঁজ থাকার পর এক শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি,অত্যচার করে খুন করা হয়েছে ওই শিশুকে।মৃত শিশুর নাম সুরজিৎ দাস।বয়স ১১বছর।বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার সাগিয়া জগৎন্নাথপুর এলাকায়।

     

  • Jalpaiguri: এবার জমির পাট্টা এবং আবাস যোজনার ঘরের দাবিতে আন্দোলনে চা শ্রমিকরা। জমির পাট্টা এবং আবাস যোজনা থেকে বঞ্চিত আদিবাসী চা শ্রমিকদের দরবার বিডিও অফিসে। শিশু কোলে নিয়ে জমির পার্টটাও আবার যোজনায় বঞ্চিতরা বিডিও অফিসে বিক্ষোভ সামিল। জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে ফেটে পরে ভান্ডিগুরি ও ডেঙ্গুয়াঝার চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবারের সদস্যদের একাংশ। সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সি আই টি ইউর পক্ষ থেকে জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয় চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

  • Jalpaiguri: আর জি কর কাণ্ডের সঠিক বিচার, বকেয়া ডি এ,  হুমকি সংস্কৃতি বন্ধ সহ ১৩ দফা দাবিতে রাজ্যের সঙ্গে জলপাইগুড়িতেও গণ অবস্থান রাজ্যে কো অর্ডিনেশন কমিটির।

  • Purulia: পুরুলিয়া জেলার তাপমাত্রা নামল ১০.৪ ডিগ্রিতে । এই শীতের মরশুমের আজ সবচেয়ে শীতলতম দিন । কনকনে শীতে জুবুথুবু অবস্থা হয়ে উঠেছে সাধারন মানুষের। গত কয়েকদিন ধরেই জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রীর নিচে ঘোরাফেরা করছে । আজ তাপমাত্রা ১০.৪ ডিগ্রী হওয়ায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে জেলায় । সকালের দিকে রাস্তাঘাট ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে চললেও সন্ধ্যে নামলেই কনকনে শীত অনুভূত হচ্ছে ।

  • Bagnan: বাগনান কাছারি পাড়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কা ডিভাইডারে। দুর্ঘটনায় মৃত্যু লরি চালকের৷ জানা গিয়েছে লরিটি লোহার  পাত জাতীয় কিছূ নিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডারে ধাক্কা মারার পরেই পিছন থেকে লোহার পাত গুলি কেবিন ভেদ করে চালকের সিটের সাথে চালককে সহ নিয়ে চেপে যায়। চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও চালককে বার করা যায়নি৷  পরে দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পর  চালককে মৃত অবস্থায় বার করা সম্ভব হয়।

  • Uluberia: উলুবেড়িয়া বীরশিবপুরের কাছে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত ২, আহত ১।  ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কলকাতার দিকে আসার সময় একটি লরির সামনের টায়ার বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি  ডিভাইডারে ধাক্কা মারে তার পিছনে  দ্রুত গতিতে আসা অন্য একটি ডাম্পার গাড়ি সজরে তার পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ডাম্পারের চালকের৷  অন্য দিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি গুলিকে সরানোর জন্য উল্টোদিকের লেনে ব্রেক ডাউন ভ্যান নিয়ে আসা হয়। ব্রেক ডাউন ভ্যান যখন দুর্ঘটনা গ্রস্ত গাড়িগুলিকে সরানোর কাজ করছিল সেই সময় দ্রুতগতিতে ওই লেন দিয়েই আসা একটি ছোট ১০৭ ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বিডি ভ্যানে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ১০৭ ম্যাটারোগাড়ির চালকের। একজনকে গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

     

  • Mobile Theft: রেল সুরক্ষা বাহিনীর তৎপরতায় ৬ আন্তঃরাজ্য মোবাইল চোর তথা পাচারকারী পাকড়াও 'রেল শহর' খড়্গপুরে। উদ্ধার করা হয়েছে ৩০২টি মোবাইল। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। এছাড়াও, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৩ লক্ষ ৯১ হাজার টাকা এবং একটি চারচাকা গাড়ি। 'অপারেশন যাত্রী সুরক্ষা' অভিযানে খড়্গপুর রেল সুরক্ষা বাহিনী মঙ্গলবার এই সাফল্য পায়। জানা গেছে ইস্ট কোস্ট এক্সপ্রেস থেকে ওই মোবাইলগুলি উদ্ধার করে  জিআরপি ও রেল পুলিস। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি হায়দ্রাবাদ ও চারজনের বাড়ি কলকাতায়।

  • Canning: রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা, কেঁপে উঠল গোটা গ্রাম। আতঙ্কিত এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী বাসন্তী থানার। বোমার আঘাতে ভেঙে পড়ল ঘরের অ্যালবেস্টারের চাল, দরজা, জানলা।  যথেষ্ট বড় ওজনের বোমা মারা হয়েছে বলে পরিবার দাবি করছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link