Bengal News LIVE Update: ম্যাক্সওয়েলের ব্যাটে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বপ্নভঙ্গ ভারতের!

Tue, 28 Nov 2023-11:49 pm,

Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বিশ্বকাপের স্মৃতি ফিরল টি-টোয়েন্টি সিরিজে। ভারতের মুখ থেকে কার্যত জয় ছিনিয়ে নিলেন সেই গ্লেন ম্যাক্সওয়েলই। তৃতীয় ম্যাচে জিতে সিরিজ জয়ের সম্ভবনা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া।

     

  • টানেল থেকে শ্রমিকরা উদ্ধার হতেই ট্যুইট করে স্বস্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, যেভাবে আমাদের শ্রমিকবন্ধুদের উদ্ধার করা হল তাতে আমাদের সবাইকে আবেগপ্রবণ করে তুলেছে। যারা টানেলে আটকে ছিলেন তাদের সাহস ও ধৈর্য আমাদের অনুপ্রেরণা দেবে। আপনাদের সুস্বাস্থ কামনা করি। বহুদিন অপেক্ষার পর ওইসব শ্রমিক বন্ধুরা তাদের আত্মীয়দের সঙ্গে মিলিত হবেন এটা জেনে ভালো লাগছে। যেভাবে ওইসব শ্রমিকদের পরিবার ধৈর্য দেখিয়েছেন তা প্রশংসার যোগ্য। যারা উদ্ধার কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের সাহসকে কুর্নিশ জানাই।
     

  • এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সব শ্রমিকই সুস্থ রয়েছেন। তবুও ওইসব শ্রমিকদের ডাক্তারি পরীক্ষা হবে।

  • অবশেষে টানেলে আটকে থাকা মোট ৪১ শ্রমিকই বেরিয়ে এলেন।

  • বেরিয়ে এলেন আরও ২ শ্রমিক। এখনও আটকে রয়েছেন ৬ জন।

  • বেরিয়ে এলেন ৩৩ শ্রমিক।

  • টানেল থেকে বেরিয়ে আসা শ্রমিকদের সঙ্গে দেখা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি ও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং।

  • বেরিয়ে এলেন ১৫ শ্রমিক।

    প্রথম শ্রমিক বের করে আনার পরই টানেলের মুখে উল্লাসে ফেটে পড়েন মানুষজন। শুরু হয়ে যায় মিষ্টি বিলি। উদ্ধারকারী দলের বক্তব্য সবাইকে বের করে আনতে ২-৩ ঘণ্টা সময় লাগবে।

  • জানা যাচ্ছে টানেলে আটক বাংলার ৩ শ্রমিক ভালো আছেন।

     

  • টানা ১৭ দিন উত্তরকাশীর টানেলে আটক ছিলেন ৪১ শ্রমিক। ধস নামা টানেল খুঁড়তে গিয়ে ভেঙে পড়ে অগার মেশিন। শেষ মেশিন সরিয়ে টানেলে শুরু হয়ে হাতে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। সেই কাজে অবসেষ সাফল্য পেল Rat hole miner টিম। টানেল থেকে বেরিয়ে এল ৫ শ্রমিক। এভাবেই ধাপে ধাপে বের করে আনা হবে বাকী শ্রমিকদের।

     

  • উদ্ধার হওয়ার পর যদি প্রয়োজন পড়ে তাহলে শ্রমিকদের উড়িয়ে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। তার জন্য চিনিয়ালিসাউর এয়ার স্ট্রিপে তৈরি রাখা হয়েছে একটি চিনুক হলিকপ্টার।

  • এখনও চলছে খননের কাজ। খনন শেষ হলে সেখানে পাইপ বসানো হবে। ভেতরে আটকে থাকা শ্রমিকরা জানাচ্ছেন তারা খননের শব্দ শুনতে পাচ্ছেন।

  • গত মার্চে একবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন। এবার শীতকালীন অধিবেশনে বাকি দিনগুলির জন্য সাসপেন্ড হলেন শুভেন্দু।

  • উত্তাল বিধানসভা। দুর্নীতি ইস্যুতে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে স্লোগানিং, বিক্ষোভ প্রদর্শন।

  • সোমবার গভীর রাত 1.15 মিনিট নাগাদ কালিন্দি হাউসিং স্টেটের 2/3 ফ্ল্যাটের ঘর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেয় দমকল এবং লেকটাউন থানায় দমকল কর্মী এবং স্থানীয়দের চেষ্টায় ঘরের মধ্যে থাকা মা সোনালী বিশ্বাস (৬৫) ছেলে অরিন্দম বিশ্বাস (৪৫) উদ্ধার করে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসাররা অরিন্দম বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে তবে মা সোনালী বিশ্বাসের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্র মারফত খবর। গোটা ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিস।

  • শনিবার গভীর রাতে বিসর্জন এর গান বাজানো নিয়ে ঝামেলা ঘিরে বিধান নগরের শান্তিনগরে খুন হয় সাহেব আলী। অভিযোগ তাকে খুন করে বিট্টু সর্দার। রবিবার স্থানীয় বিট্টু কে ধরে ফেলে এবং তাকে গণপিটুনি দেয়। পুলিস বিট্টুকে উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে তাকে আর জি কর হাসপাতালে পাঠানো হয়।  এবার সাহেব আলী খুনে গ্রেফতার আরো এক। নাম দীপঙ্কর হালদার (আলোক ) ভাবনী পুর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিস।সূত্রের খবর সাহেব আলী খুনের ঘটনা নিয়ে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, ঘটনার রাতে ঝামেলার সময় এই দীপঙ্কর বাঁশ দিয়ে মারধর করে সাহেব আলীকে। এর পরেই পুলিস তার খোঁজ শুরু করে। সূত্র মারফত খবর পেয়ে ভাবনী পুর থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত বিট্টু সরদার গন পিটুনি খেয়ে আর জি কর হাসপাতালে ভর্তি রয়েছে পুলিশ এর নজরদাড়িতে।

  • কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে ফের আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। একশো দিনের প্রকল্প, আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার প্রতিবাদে আজ থেকে ফের পথে নামছে রাজ্যের শাসক দল।  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে তিন দিন অধিবেশনের পর বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন তৃণমূল বিধায়করা। নেতাজি ইন্ডোরে টানা কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে দু-দিন বুথে বুথে মিছিল করবেন দলীয় কর্মী-সমর্থকরা। পাশাপাশি ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি চলোর ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 

  • ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে খুন মাইক্রো ফিনান্স সংস্থার ফিল্ড অফিসার। এই ঘটনা ঘিরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার নওপুকুরিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। নিহত জাহাঙ্গির আলম মুর্শিদাবাদেরই সাগরপাড়ার বাসিন্দা। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন বেলডাঙার নওপুকুরিয়ার বাসিন্দা নিমেষ ঘোষ। তাঁর বাড়িতে ঋণের কিস্তির টাকা চাইতে গেলে বচসা শুরু হয়। গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় জাহাঙ্গিরকে। বেলডাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

  • হুগলির চুঁচুড়ায় বোমাতঙ্ক! সুতলি পাকানো গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক এলাকায়। চুঁচুড়ার গোয়ালটুলিতে একটি বাড়ির সেফটিক ট্যাঙ্কের পাশে পড়ে রয়েছে ওই সুতলি পাকানো বস্তু। খবর দেওয়া হয়েছে পুলিস ও বম্ব স্কোয়াডকে। 

  • ফের কলকাতায় দেহ উদ্ধার। শ্যামপুকুরে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আর কোনও আঘাতের চিহ্ন নেই শরীরে। মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। খুন নাকি পড়ে গিয়ে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টাও চলাচ্ছেন পুলিসকর্মীরা। 

  • বিকল যন্ত্রাংশ সরাতেই সুড়ঙ্গে কিছুটা আশার আলো। অগার ড্রিলের ব্লেড বের করে ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ শুরু র‍্যাট মাইনার্স টিমের। খাড়া সুড়ঙ্গ খোঁড়ার কাজও জারি। হাত লাগিয়েছে সেনাও।

  • শাহি সভায় কেন্দ্রীয় বঞ্চনাকে পাল্টা হাতিয়ার বিজেপির। ধর্মতলায় সভামঞ্চেই ফর্ম ফিলাপ করতে পারবেন কর্মীরা। পঁচিশ হাজার ফর্ম প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পরিকল্পনা গেরুয়া শিবিরের। 

  • মমতার সিঙ্গুর আন্দোলনে সমর্থন ছিল না সাধারণের। বুদ্ধদেব ভট্টাচার্যের বোকামিতে শ্মশানে পরিণত করেছেন। আন্দোলনের আঁতুড়ঘর থেকে নিশানা শুভেন্দুর। তখন বলেননি কেন? পাল্টা তৃণমূলের। বীরভূমে  দাঁড়িয়ে ফের ডিসেম্বর ডেডলাইন  শুভেন্দুর। আগামী মাসে বীরভূমের তৃণমূল নেতাদের বিপদ। কেষ্ট-পার্থর থেকেও  খারাপ পরিণতি। মমতাকেও ঘুরিয়ে খোঁচা।পাল্টা কটাক্ষ তৃণমূলের।

     

  • পাখির চোখ চব্বিশ। কাল ধর্মতলায় শাহি সভা। শক্তিপ্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরে প্রস্তুতি তুঙ্গে। আজ সভামঞ্চ পরিদর্শন করবেন শুভেন্দু-সুকান্তরা। শাহি সভায় কেন্দ্রীয় বঞ্চনাকে পাল্টা হাতিয়ার বিজেপির। ধর্মতলায় সভামঞ্চেই ফর্ম ফিলাপ করতে পারবেন কর্মীরা। পঁচিশ হাজার ফর্ম প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পরিকল্পনা গেরুয়া শিবিরের। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link