LIVE: সাতসকালে পাটুলিতে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই
কেসিআর এর হ্যাটট্রিক থামাতে মরিয়া কংগ্রেস ও বিজেপি। দক্ষিণের এই রাজ্যকে ফের কব্জায় আনতে পারবে বলে আশাবাদী কংগ্রেস। বিজেপির লক্ষ্য রাজ্য পা রাখা।
Latest Updates
তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২০.৬৪ শতাংশ।
নিয়োগ দুর্নীতির তদন্তে বাপ্পাদিত্যর পাশাপাশি বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা দিল সিবিআই। দেবরাজ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী।
কলকাতায় ফের সক্রিয় সিবিআই। সাতসকালে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সকাল নটা নাগাদ ১০১ নম্বরের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের টিম। বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা বাড়িতে ঢুকতে পারেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পার নাম উঠে এসেছে।
মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালকের, পলাতক ঘাতক গাড়ি।
প্রয়াত প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হেনরি কিসিংগার। বয়স হয়েছিল ১০০ বছর।
সকাল থেকেই ভোটের লাইনে ভিড় তেলঙ্গানায়। হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন অভিনেতা অল্লু অর্জুন।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ ধাপে আজ ভোট নেওয়া হচ্ছে তেলঙ্গানায়। কেসিআর এর হ্যাটট্রিক থামাতে মরিয়া কংগ্রেস ও বিজেপি। দক্ষিণের এই রাজ্যকে ফের কব্জায় আনতে পারবে বলে আশাবাদী কংগ্রেস। অন্যদিকে, উন্নয়ণের উপরে ভর করেই তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরবে তারা। এমনটাই মনে করে বিআরএস। বিজেপির লক্ষ্য রাজ্য পা রাখা।