West Bengal News LIVE Update: ডানার জেরে ফের তছনছ হবে পুরী? পর্যটক শূন্য করার সিদ্ধান্ত সরকারের...
Summary: West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে- ঘূর্ণিঝড় ডানার সতর্কতার জেরে পুরী পর্যটক শূন্য করার সিদ্ধান্ত নিয়ে ওড়িশা সরকার।
Body: জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Digha Update: ঘূর্ণিঝড় ডানা-এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমনি, তাজপুর, হলদিয়া-সহ পর্যটন কেন্দ্রে সর্তকতা জারি করা হয়েছে। উপকূল এলাকায় বাড়তি নজদারির পাশাপাশি ইতিমধ্যে দিঘার পর্যটন কেন্দ্র থেকে পর্যটকদের সরিয়ে ফেলার ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনিক আধিকারিক দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ বৈঠক করে হোটেল মালিক থেকে পর্যটকদের অবগতির জন্য মাইকিং করে দেওয়া হয়েছে।মাইকিং করে জানিয়ে দেওয়া হয় বুধবার দুপুরের মধ্যে দিঘা থেকে পর্যটকদের চলে যেতে হবে।
Cyclone Dana Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় 'ডানা' নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে বিদ্যুত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শ্রী শান্তনু বসু। মাননীয় মন্ত্রী সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
Sandeshkhali: NDRF মাইকিং সকাল থেকে সন্দেশখালি ফেরিঘাট এলাকায়। ও ধামাখালি তে আজ ও দুই দিন দানার প্রভাবে কালো মেঘ ও বৃষ্টি শুরু হয়েছে সন্দেশখালিতে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে সন্দেশখালিতে।
Cyclone: ঘূর্ণিঝড় ডানার সতর্কতার জেরে পুরী পর্যটক শূন্য করার সিদ্ধান্ত নিয়ে ওড়িশা সরকার। দুর্গা পুজোর অনেক আগেই থেকেই বেড়াতে যাওয়ার প্ল্যান করে রাখেন বাঙালী। আর তাদের কাছেপিঠে বেড়াতে যাওয়ার অন্যতম প্রিয় ডেস্টিনেশন পুরা। ফলে আগে থেকে করে রাখা পরিকল্পনা অনুযায়ী অনেকেই পুরী বেড়াতে এসেছিলেন। কেউ সবে মাত্র পৌঁছেছেন গতকাল। প্ল্যান ছিল আরো কয়েকদিন থাকার অথবা কারও ফেরার কথা ছিল আগামীকাল সন্ধ্যায়। কিন্তু সেই পরিকল্পনা কাটছাঁট করেই ফিরে যেতে হচ্ছে। ট্রেন ক্যান্সেল হওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। দুশ্চিন্তায় পড়েছেন কী ভাবে ফিরবেন। কারণ দুরাপ্পাল্লার বাস সাধারন দামের থেকে অনেক বেশি ভাড়া চাইছে বলে অভিযোগ। আবার প্রাইভেট গাড়িও চড়া দাম হাকাচ্ছেন বলে অভিযোগ। আবার যাদের বুকিং ছিল তাদের বুকিং ক্যান্সেল করা হয়েছে। আজ থেকে টুরিস্টদের বন্ধ করা হচ্ছে কোনারক মন্দির।
Asansol: আসানসোল পুলিস কমিশনার দফতরের সামনে থেকে কিডন্যাপ ঝাড়খণ্ডের এক যুবক। পুলিস কমিশনারের অফিসের পাশে সারদা পল্লীতে এসেছিল ডাক্তার দেখাতে। সেখান থেকেই রবিবার সকাল দশটা নাগাদ তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় কয়েকজন দুষ্কৃতি। পুলিস জানিয়েছে কিডন্যাপ হওয়া যুবকের নাম নকুল মন্ডল, তার বাড়ি দেওঘর জেলার আসনবনি থানার অন্তর্গত চিত্রা এলাকায়।
Howrah ED Raid: হাওড়া জগৎবল্লভপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে ইডি হানা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পাঁচ সদস্যের দল সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে পৌঁছান। যদিও সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসটি বন্ধ থাকায় তারা বাইরেই অপেক্ষা করার পর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অফিসের পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছেন। ঘটনাস্থলে রয়েছে জগৎবল্লভপুর থানার পুলিসও। মূলত রেশন দুর্নীতির তদন্তেই হাওড়ার জগৎবল্লভপুরের এই ইডি অভিযান। এমনটাই মনে করা হচ্ছে।
Sundarban: সুন্দরবনের গা ঘেষা উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানা এলাকায় ঝড়ের সতর্কতায় মাইকিং শুরু করল প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এ রাজ্যেও ঘুর্ণিঝড় দানার প্রভাব পড়তে পারে। তাই আগাম সতর্ক করতে সুন্দরবনের গা ঘেষা হেমনগর এলাকায় বিশেষ করে রায়মঙ্গল নদীর ধারে বসবাসকারী মানুষদের সতর্ক করতে মাইকিং শুরু করল পুলিস প্রশাসন।
Basanti Update: সকাল থেকে একটু হলেও আবহাওয়া পরিবর্তন। ভোরে থেকে মাঝেমধ্যে চলছে হালকা বৃষ্টি। মেঘলা আকাশ। বাসন্তী গোসোবায়। নদীতে ফেরি চলাচল স্বাভাবিক আছে তবে সকাল থেকে কোন পর্যটকদের লঞ্চ দেখা যাচ্ছে না নদীতে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেক মৎস্যজীবীদের নৌকাও ফিরে ও এসেছে।
Cyclone Dana Update: দিঘায় হালকা মেঘলা আকাশ। সমুদ্রের ঢেউ স্বাভাবিকের চেয়ে দু একটা বেশি ভাঙছে। প্রশাসনের নজরদারি সকাল থেকে রয়েছে। আজ থেকে জেলাজুড়ে আইসিডিএস স্কুল বন্ধের ঘোষণা করেছে প্রশাসন। আজ দুপুরের পর থেকে হোটেল থেকে পর্যটক দের কিরে যাওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।ফ্লাড রেসকিউ সেন্টার রেডি রাখা হয়েছে, প্রয়োজনে নিচু গ্রাম গুলো থেকে মানুষজনদের তোলা হবে। গ্রাম পঞ্চায়েত উপকূলের ব্লক অফিস গুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
Cyclone Dana Update: ঘূর্ণিঝড় ডানার প্রভাব। আজ থেকেই বৃষ্টি শুরু উপকূলের জেলায়। রাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অত্যন্ত ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দমকা ঝড়ো হাওয়া ১০০ কিলোমিটার এর বেশি থাকবে এই জেলাগুলিতে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা বাঁকুড়াতেও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দমকা ঝড় বাতাস। বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুর্যোগ বেশি থাকবে।