West Bengal News LIVE Update: সাতসকালে মুর্শিদাবাদের সুতিতে চলল গুলি, মৃত্যু ব্যবসায়ীর

Wed, 30 Oct 2024-11:42 am,

West Bengal News LIVE Update: WBJDA এর পক্ষ থেকে আরজি কর কাণ্ডে দ্রুত ন্যায়বিচারের দাবিতে ও যে বা যারা দোষী তাদের ফাঁসির দাবিকে সামনে রেখে আজ দুপুর দেড়টায় প্রাচী সিনেমা থেকে শিয়ালদহ কোর্ট অবধি জমায়েত এর ডাক দেওয়া হয়েছে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


 

Latest Updates

  • Murshidabad: সাতসকাল মুর্শিদাবাদের সুতির কাশিমনগরে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মৃত্য হল বিশু শেখ  নামে এক ব্যবসায়ীর। ঘটনায় ব্যাপক  চাঞ্চল্য এলাকায়। গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিস। জখম ব্যক্তিকে জঙ্গিপুর নিয়ে যাওয়া হয়। যদিও কি কারণে গুলি চলেছে তা এখনোও স্পস্ট নয়। কাসিমনগরে ট্রান্সফরমারের কাছে দোকানে বসে থাকার সময় হঠাৎ গুলি চালানো হয় বলেই অভিযোগ।

  • Dakshin Dinajpur: দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের নির্জন ফাঁকা মাঠের মধ্যে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশে তার ব্যবহার করা মোবাইল ফোন উদ্ধার হয়েছে।  সকাল থেকে মানুষের ভিড় জমেছে। এলাকায় রাতে একটি বাড়িতে বিয়ে ছিল। বিয়ে বাড়ির অনুষ্ঠানে ব্যস্ত ছিল সকলে। গ্রামবাসীদের দাবি মৃত্যুর কারণ খতিয়ে দেখুক পুলিশ। কারণ ঝুলন্ত মৃতদেহের পা মাটির সঙ্গে ঠেকে রয়েছে। কি কারনে মৃত্যু তা খতিয়ে দেখা হোক।

  • Rishra: তুবড়ির মশলা তৈরীর সময় মিক্সার বাস্ট করে আগুন! বাজিতে আগুন ছড়িয়ে পরে গুরুতর জখম বাবা ছেলে,ভস্মীভূত ঘরের সব জিনিস। রিষড়ার ঘটনা। আহত বাবা ও ছেলেকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত এগারোটা নাগাদ রিষড়ার ৯ নম্বর ওয়ার্ড টিসি মুখার্জি স্ট্রীট কুন্ডু কলোনীতে মধুসূদন দত্তের বাড়ির তিনতলার চিলেকোঠার ঘরে আগুন লাগে। মধুসূদন দত্তর ভাই সৌমেন দত্ত জানান,মিক্সার বাস্ট করে আগুন লেগে যায়।কিছু বাজি কেনা ছিল সেই ঘরে,জামাকাপর,বই,হোমিওপাথি ওষুধ সহ আসবাবপত্রে আগুন ধরে যায়। দমকলের তিনটে ইঞ্জিন আসে। রাস্তা সরু হওয়ায় একটি ছোটো ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে বাকি ইঞ্জিন থেকে জল নিয়ে।তিনতলায় আগুন লাগায় সমস্যা হয়। দাদা মধুসূদন ও ভাইপো মহেন্দ্র নাথ দত্তকে কলকাতার বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • Bypolls: আসন্ন ৬ বিধানসভার উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোন অভিযোগ বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। বিশেষ ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই সতর্কবার্তা দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। উপনির্বাচনগুলিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাহিনীকে সর্বতোভাবে ব্যবহার করতে হবে। এবং তার সম্পূর্ণ নজরদারি করবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভার উপনির্বাচন সহ ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফা নির্বাচন। আগামী কুড়ি নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গে ঝাড়খন্ড বিধানসভা দ্বিতীয় দফার নির্বাচন। ১৩ ই নভেম্বর ও ২০ নভেম্বর প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড নির্বাচন থাকায় দুই নির্বাচনী দিনের ৪৮ ঘণ্টা আগে থেকে বাংলা ঝাড়খন্ড সীমানা সিল করে দেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় এবং উপযুক্ত অনুমতি সহ যানবাহন সীমানা পারাপার করতে পারবে কিন্তু সাধারণ মানুষের দুপারে আনাগোনা করা যাবে না। কড়া নির্দেশ নির্বাচন কমিশনের।

  • RG Kar Incident: WBJDA এর পক্ষ থেকে আরজি কর কাণ্ডে দ্রুত ন্যায়বিচারের দাবিতে ও যে বা যারা দোষী তাদের ফাঁসির দাবিকে সামনে রেখে আজ দুপুর দেড়টায় প্রাচী সিনেমা থেকে শিয়ালদহ কোর্ট অবধি জমায়েত এর ডাক দেওয়া হয়েছে।

  • Maheshtala Accident: দক্ষিণ ২৪পরগনা জেলার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে উপরে চন্দননগরের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গুরুতর আহত ২। একটি মালবাহী গাড়ি কলকাতা থেকে বজবজের দিকে আসার  সময়  সেটি একটি বাইকে ধাক্কা মারে সম্প্রীতি উড়ালপুলের উপরে চন্দননগরের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মহেশতলা থানার আইসি তাপস সিংহ সহ মহেশতলা থানা পুলিস আধিকারিক এবং মহেশতলা থানার ট্রাফিক গার্ডের আধিকারিকরা। বাইক চালক চেতলার বাসিন্দা  অভিজিৎ  হালদার, আনুমানিক বয়স ২০। তাকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় মৃত অভিজিৎ হালদারের ভাই সৌভিক হালদারকে এবং মালবাহী গাড়ির চালক নাচরে আলামকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় নাজরে আলম এবং সৌভিক হালদারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link