West Bengal News LIVE Update: বালুরঘাটে সরকারি হোম থেকে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ
West Bengal News LIVE Update: মৃতের বয়স আনুমানিক ১৬ বছর। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছাড়ায় প্রশাসনিক মহলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিস বাহিনী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Kultali: কুলতুলিতে মুক ও বধির মহিলাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রহ্লাদ নস্করের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ ৷ এমনকি ২ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি যাতে রফা করে নেওয়া হয় তারও প্রস্তাব দেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ৷ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রহ্লাদ নস্কর ৷ তিনি জানিয়েছেন ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন ৷ সেইসময় নির্যাতিতার পরিবারের কেউ ঘটনাস্থলে ছিল না ৷ একজনের মোবাইলে তাদের সঙ্গে কথা হয় ৷ তিনি নির্যাতিতার পরিবারকে বিষয়টি দলীয় নেতৄত্বকে জানিয়েছিলেন কিনা জিজ্ঞাসা করেন ৷ এছাড়া পরিবারের সাথে তার আর অন্য কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন তিনি ৷
Kali Puja 2024: কালীপুজোর দিন কালীঘাটে হয় লক্ষীপুজো। অলক্ষীকে বিদায় করে ঘরে লক্ষ্মী আনার এই রীতি কালিঘাটে দীর্ঘদিন ধরে চলে আসছে । সতীর পায়ের আঙ্গুল পড়েছিল এখানে। এমনটাই বিশ্বাস। এটি শাক্ত ধর্মের গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে পূজা দিতে আসেন অসংখ্য ভক্ত। মন্দিরটি মূলত ১৮ শতাব্দীতে পুনর্নির্মাণ করা হয়েছিল। এটি বিভিন্ন স্থাপত্য শৈলীর একটি মিশ্রণ, যা এর বিশেষত্ব বৃদ্ধি করেছে।
Kali Puja 2024: কথিত আছে প্রায় সাড়ে চারশ বছর আগে বর্ধমানের রাজা কোনদর্প নারায়ণ তার কাজে নদীপথে বাগনানে আসতেন । পূজার পর নিজের কাজ সেরে বাড়ি ফিরতেন।প্রতিবছর আমাবস্যায় বাগনানের খালোড়ে আসতেন তিনি এবং পুজো করে পূজা শেষে নদীতে প্রতিমা বিসর্জন করে বাড়ি ফিরে যেতেন। তিনি মাটির মূর্তি পূজা করতেন । এরপর তিনি স্বপ্নাদেষ পান নিত্য পূজার জন্য এখানে মায়ের মন্দির স্থাপন করার। সেই মতন রাজা এখানে মন্দির স্থাপন করেন এবং নিত্য পূজার ব্যবস্থা করেন।। কালক্রমে দুটি মাটির মূর্তি নষ্ট হয়ে যাওয়ায়। পরে পুরোহিতকে স্বপ্নাদেশ দেন পাশে শ্যামপুরের বোরোর গ্রামে নিম গাছের থেকে মূর্তি তৈরি করার। শ্যামপুর নিবাসী গনেশ চন্দ্র মন্ডল নিম কাঠের একটি মূর্তি তৈরি করেন। যা আজও পূজিত হয় বাগনানের খালোড়ে। বর্তমানে মন্দির সংস্কারের জন্য মায়ের পূজা, সাড়ে চারশো বছর আগের আদি ঘটে পূজা হচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মন্দিরে। আকুল প্রার্থনা নিয়ে দর্শন করতে আসেন এখানে।
Moynaguri: ভারতে পালিয়ে এসেও শেষরক্ষা হল না। ময়নাগুড়ি থানার পুলিস অনুপ্রবেশকারী দম্পতিকে গ্রেফতার করে আদালতে পাঠাল। জানা গেছে বাংলাদেশের নিলফামারীর জেলার বাসিন্দা মহেন্দ্র তন্ত্র পেশায় দিনমজুর। বাড়িতে তার রয়েছে স্ত্রী ও বছর চারেকের পুত্র সন্তান। মহেন্দ্রর অভিযোগ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তাদের উপর চরম অত্যাচার নেমে এসেছে। বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তাদের কাজে নেওয়া হচ্ছেনা। একইসাথে তাঁদের উপর ঘন ঘন ট্যাক্স বসিয়ে জুলুমবাজি করা হচ্ছে। সম্প্রতি গ্রামের মুরুব্বি মাতব্বরেরা টাকা দিতে না পারলে বৌকে তুলে নিয়ে যাওয়া হবে বলে ফতেয়া দিয়েছে। এই অবস্থায় নিজের স্ত্রীর সম্ভ্রম বাঁচতে বুধবার দালাল মারফৎ ভারতে অনুপ্রবেশ করলে তাঁদের ময়নাগুড়ি থানার পুলিশ গ্রেফতার করে।ধৃতদের নাম মহেন্দ্র তন্ত্র,আদুরি রানী রায়, দীপ্ত চন্দ্র রায়।
Balurghat: বালুরঘাটের সরকারি সুভায়ন হোম থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ। বুধবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শুভায়ন হোমে। সরকারি এই হোম মূলত সাজাপ্রাপ্ত কিশোর এবং অনাথ শিশুদের আশ্রয়স্থল। এদিন রাতে শুভায়ন হোমের শৌচাগার থেকে ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের বয়স আনুমানিক ১৬ বছর। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছাড়ায় প্রশাসনিক মহলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিস বাহিনী। ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে কী কারনে ওই নাবালক আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে পুলিস প্রশাসন।