Bengal News LIVE Update: হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ! এলাকায় তীব্র চাঞ্চল্য...
Bengal News LIVE Update দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
হাসনাবাদে বিস্ফোরণ। হাসনাবাদে বিজেপি নেতা নিমাই দাসের বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর জখম ১। বোমা বিস্ফোরণ বলে অভিযোগ। গত বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী ছিলেন নিমাই দাস। যদিও নিমাই দাসের দাবি, বোমা বিস্ফোরণ নয়, ওখানে রান্নার সময় কী একটা ব্লাস্ট করে। এক ভদ্রমহিলা পাশেই জলে গিয়ে ঝাঁপ মারেন। তাঁর সামান্য লেগেছে। যদিও ওই মহিলা কোথায়, এখনও জানা যায়নি। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিস। এলাকায় চাঞ্চল্য।
SSC ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। বাম ছাত্র যুবদের মিছিলে তুলকালাম। যোগ্যদের চাকরি ফেরাতে হবে। এই দাবিতেই পথে বামেরা। করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে মিছিল আটকায় পুলিস। ব্যারিকেড ভাঙার চেষ্টা বাম ছাত্র যুবদের। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি।
নৈহাটি থেকে ট্রেনে চড়ে প্রচার সারলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। গেলেন বারাকপুর স্টেশন পর্যন্ত। কথা বলেন ট্রেনের যাত্রীদের সাথে। শুনলেন অভাব-অভিযোগ।
সাধারণ টোটোচালক আবু তালেব শেখের বাড়িতে অস্ত্র উদ্ধার। সরকার থেকে ঘর তৈরি করার টাকা পেলেও কীভাবে এত বড় বাড়ি? অস্ত্র লুকিয়ে রেখেছিল শাহজাহান?তদন্তে সিবিআই-এনএসজি।
সিবিআই-এনএসজি, সঙ্গী রোবটও! বারো ঘণ্টারও বেশি অস্ত্র-তল্লাশি। সিবিআই অভিযানে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি। এনএসজি বম্ব স্কোয়াডের অপারেশন। রিপোর্ট তলব কমিশনের।
ভোট-আবহে ফের শিরোনামে সন্দেশখালি। অস্ত্রভাণ্ডারের হদিশ। কোথা থেকে এল এত অস্ত্র? কীভাবে মজুত? সন্দেশখালিজুড়ে কি আরও লুকোনো বিস্ফোরক-অস্ত্র? জোরকদমে তদন্ত।
আরও বিপাকে শাহজাহান। গতকাল অস্ত্র ও বোমা উদ্বারের পর তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের ধারা যোগ করতে চলেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, বিদেশি অস্ত্র-সহ যে বিপুল অস্ত্র উদ্বার হয়েছে তার সঙ্গে শাহজাহানের একাধিক নথি মিলেছে। ফলে অস্ত্রগুলিও শাহজাহানের তা প্রায় নিশ্চিত আন্তর্জাতিক কোনও অস্ত্র পাচারে চক্রের সঙ্গে কী শাহজাহানের যোগ রয়েছে ? সে প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মালদা জেলা তীব্র তাপপ্রবাহের কবলে। দক্ষিণবঙ্গে সমস্ত জেলা তাপপ্রবাহের কবলে। কোথাও তীব্র কোথাও মৃদু বা মডারেট। আরও সাত দিন শুষ্ক আবহাওয়া। গরম ও অস্বস্তি চরম এ থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে। আজ তীব্র তাপপ্রবাহের তালিকায় ঢুকবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই মৃদু তাপপ্রবাহের পরিস্থিতি। আংশিক মেঘলা আকাশ হতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়।
প্রতীকউর রহমানের সঙ্গে মিছিলে হাঁটার জন্য ডায়মন্ড হারবারে পার্টি শাখা সম্পাদক সহ সিপিএম কর্মীদের খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ। সিপিএম কর্মীদের বাড়িতে প্রার্থী প্রতীকউর রহমান। প্রতীকউর রহমান ডায়মন্ড হারবার-১ এরিয়া কমিটির পারুলিয়ায় প্রচার মিছিল করেন। সেই মিছিলে হাঁটেন পার্টি শাখা সম্পাদক সমীর পুরকায়েত। রাতের অন্ধকারে সেই রাতেই প্রার্থীর দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূল-এর বিরুদ্ধে এবং সমীর পুরকায়েত-সহ পার্টি কর্মী শ্যামল পুরকায়েত ও সোমেশ পুরকায়েতের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় । প্রায় ২৫কাউন খড় নষ্ট হয়ে যায়। সমীরের বাড়িতে গিয়ে পাশে থেকে লড়াইয়ের আশ্বাস দিয়ে আসেন জেলা সম্পাদক রতন বাগচী, প্রতীকউর রহমান, সমর নাইয়া প্রমুখ সিপিএম নেতৃত্ব। নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে।