Bengal News LIVE Update: ঘরের বাইরে মারমুখি জনতা, দিনভর উত্তেজনার পর তৃণমূল নেতাকে উদ্ধার করল পুলিস
West bengal live news: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
হরিয়ানায় আইএনএলডি বিধায়ক নাফে সিং রাঠিকে গুলিতে ঝাঁঝরা করে দিল অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা। তাঁর গাড়িতে থাকা আরও ২ জনের মৃত্যু হয়েছে। বাকীরা আশঙ্কাজনক।
সন্দেশখালির বেড়মজুরে গ্রামের মহিলাদের তীব্র ক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি। তাকে ঘেরাও করে রাখন মহিলারা। পুলিস না থাকলে বড় কোনও গোলমালও হতে পারত। তাড়া খেয়ে অজিত মাইতি আশ্রয় নেন এক সিভিক ভল্যান্টিয়ারের বাড়িতে। গেট লাগিয়ে দিয়ে কাঁপতে থাকেন অজিত মাইতি। প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাকে উদ্ধার কর পুলিস।
সন্দেশখালি যাচ্ছিল দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তাদের ভোজেরহাটে আটকাল পুলিস। বাইকে করে ২ মহিলা যেতে চেয়েছিলেন। তারও অনুমতি দেওয়া হয়নি। আইনশৃঙ্খার অবনতি হতে পারে এই যুক্তিতে টিমকে আটকে দেয় পুলিস। বাধা পেয়ে তারা রাস্তায় বসে পড়েন। শেষপর্যন্ত টিমের ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিস।
সল্টলেকে মধুচক্রের হদিস। গেস্ট হাউজের আড়ালে চলতো মধুচক্র। সেখানে হানা দিয়ে গ্রেফতার সাত। ম্যানেজার সহ চার জন গেস্ট হাউস কর্মী, তিনজন কাস্টমার গ্রেফতার। উদ্ধার তিনজন তরুণী । গ্রেফতার করলো বিধান নগর পূর্ব থানার পুলিস।
কয়েকদিন আগে আইএসএফ নেতার বাড়ির লক্ষ্য করে একাধিক বোমা মারার ঘটনা ঘটে। তৃণমূলের তরফ থেকে বোমা মারা হয়েছিল বলে অভিযোগ করেছিল আইএসএফ। সেই ঘটনা এখনো পর্যন্ত পুলিস কাউকে গ্রেফতার করেনি। তারই প্রতিবাদে আজ পোলেরহাট থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে আইএসএফ কর্মীরা।
নন্দীগ্রামের আমদাবাদ এলাকায় বিজেপির পার্টি অফিস পোড়ানো কে কেন্দ্র করে উত্তেজনা। পোড়ানো হয়েছে শুভেন্দু অধিকারী ছবিসহ ব্যানার ফেস্টুন।
শাহজাহানকে মমতা পুলিস গ্রেফতার করবে না। কারন শাহজাহানের লুঠের টাকা কলকাতায় ভাইপোর বাড়িতে যেত। তৃনমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নয়। রাজীব কুমার। ড্যামেজ কন্ট্রোল করে কিছু হবে না: শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারীর দাবি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নয়। বর্তমানে রাজ্য সভাপতি রাজীব কুমার।
সন্দেশখালিতে আইনজীবীকে যেতে দেওয়া হবে না। আটকে দিয়েছে পুলিস। আইনজীবী পারমিতা দে বলছেন, তিনি একা এসেছেন। তবে তিনি প্রয়োজনে হেঁটে যাবেন। পুলিস গ্রেফতার করলে করবে।
বেড়মজুর ২ ঝুপখালি বাজার স্বাভাবিক ছন্দে। পুলিস মোতায়েনের পাশাপাশি অভিযোগ গ্রহণ কেন্দ্রে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ গ্রহণ কেন্দ্র থেকে শুরু করে এলাকার পরিস্থিতি সবটাই নজর রাখছেন ডিআইজি বারাসাত রেঞ্জ ভাস্কর মুখার্জী।
রেল লাইনের ধার থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জগৎবল্লভপুরে। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার মহেন্দ্রলাল রেলস্টেশন থেকে খানিকটা দূরে রেল লাইনের ধারে রবিবার সকালে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জানা যায়, বুলু পণ্ডিত নামের এক গৃহবধূ প্রতিদিনের মতো রবিবার সকালে বাড়ি থেকে বের হন প্রাতঃভ্রমন করতে। তারপরই সমস্যার সম্মুখীন হন তিনি।
ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।
আনন্দপুরে বস্তিতে আগুন
গঙ্গাসাগরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধুর নাম অনিমা নাইয়া। রবিবার সকালে শ্বশুর বাড়িতে ছিলেন সুকদেব নাইয়া। সেখানেই নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে।
বাড়তি উপার্জনের নয়া দিশা দেখাচ্ছে জলপাইগুড়ির এই গ্রামের বাসিন্দারা। কীভাবে? সেদ্ধ সুপারি কেটেই এবার থেকে আয় হবে বাড়তি অর্থ। গতানুগতিক কাজের বাইরে এহেন সেদ্ধ সুপারি কেটে বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন অনেকেই।
রেল লাইনের ধার থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জগৎবল্লভপুরে।
পরিত্যক্ত অবস্থায় এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করল পুলিস। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার খরাসিনপুর গ্রামের কাছে। ওই এলাকার একটি পরিত্যক্ত ইট ভাটার পাশের জঙ্গলে মৃতদেহটি পড়েছিল।
শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বগদা এলাকায় সাত সকালে বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য দিলীপ ঘোষের
এরকম শাহজাহানরা যদি জলপাইগুড়িতেও থাকে তাহলে হাত কেটে নেব আমরা। পুলিসের সামনেই হুমকি বিজেপি জেলা সভাপতি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ জোর কদমে চলছে প্রস্তুতি। মহেশতলা বাটায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের পাশাপাশি বজবজ ট্রাঙ্ক রোডের শুভ সূচনা করবেন সাংসদ অভিষেক ব্যানার্জি।
অসম থেকে চোরাপথে নেশার ট্যাবলেট নিয়ে আসার পথে পুলিসের জালে চার জন। এর মধ্যে দুই মহিলা ও দুজন শিশু রয়েছে।
জাতীয় সড়কে গাড়িতে আগুন। ১৯ নম্বর জাতীয় সড়কের গলসির সিমনোড়ি মোড়ের কাছে দাউদাউ করে জ্বলেছে ট্রেলার ।
সরু গলির রাস্তায় ধীরগতিতে চলছে বোলেরো গাড়ি। রাস্তার পাশে ঘুমিয়ে থাকা সারমেয়কে পিষে দিল ঘাতক বোলেরো গাড়ি। সিসিটিভিতে ধরা পড়েছে সেই মর্মান্তিক ঘটনাটির দৃশ্য। ভাইরাল চন্দ্রকোনায় চরম অমানবিক এই ফুটেজ!
জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র অনুষ্ঠানে হাজির ছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।