West Bengal SSC Recruitment Case: রাজারহাট ডিআরআর স্টুডিওতে আগুন! ভস্মিভূত ২টি মেকআপ ভ্যান
WB SSC Recruitment Case: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
লোকসভা ভোটের আগে এবার বহুরমপুরের বিদায়ী সাংসদ ,কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ডেকে পাঠানো হল বহরমপুর থানায়। থানায় হাজিরা দিলেন অধীর।
১৩ april বহরমপুরে নতুনবাজার এলাকায় এক তৃণমূল কর্মীর সাথে বচসায় জড়ান অধীর চৌধুরী। এরপর ওই যুবককে মারধরের অভিযোগ ওঠে অধীর চৌধুরীর বিরুদ্ধে। । ওই ব্যক্তির কলারও ধরতে দেখা যায় অধীরকে। মারধর করার সিসিটিভি ফুটেজ হয় ভাইরাল।
ওই ঘটনায় অধীর চৌধুরী ও কংগ্রেস নেতাদের নামে আইপিসি’র ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪ ধারায় দায়ের হয় এফআইআর।
ওই ঘটনায় সোমবার সিআরপিসি’র ১৪ ধারায় বহরমপুর থানায় ডেকে পাঠানো হয় অধীর চৌধুরীকে।
১৭ এপ্রিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বিজেপি নেতার উপর চড়াও হওয়ার অভিযোগও ওঠে অধীর চৌধুরীর বিরুদ্ধে।
থানায় হাজিরা দিতে ডাকার ঘটনায় পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছেন অধীর।রাজারহাট ডি আর আর স্টুডিওতে আগুন। জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ওয়ান এবং দাদাগিরি শুটিং হয়। প্রথমে ষ্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ (ভেনেটি) ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরো একটি ভেনেটি ভ্যানে আগুন লাগে। পাশে থাকা একটি টিনের শেটে আগুন ছড়িয়ে পড়ে। ষ্টুডিও এর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালায় ষ্টুডিও কর্মীরা। আগুনে দুটি গাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিস। দমকল এর একটি গাড়ি ঘটনাস্থলে আসে। দমকল এর গাড়ি দেরিতে আসায় বিক্ষোভ দেখায় কর্মীরা।
অরবিন্দ কেজরিওয়াল এর জামিনের আবেদন জানিয়েছিলেন এক আইনের ছাত্র। আবেদন খারিজ করে তাকে ৭৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীর পক্ষ থেকেও এই আবেদনের বিরোধিতা করা হয়। আদালতের পর্যবেক্ষণ, অরবিন্দ কেজরিওয়াল নিজে এই আবেদন জানাননি। আবেদন গ্রহণযোগ্য নয়। এর আগেও এই ধরনের আবেদন খারিজ করা হয়েছে।
সায়েন্স সিটির কাছে সিগন্যাল ব্রেক প্রাইভেট গাড়ির। তারপর গতির তুফান তুলে সোজা পঞ্চান্ন গ্রাম। সেখানে গাড়ি দাঁড় করাতে বলে পুলিস। কিন্তু পুলিসকে ধাক্কা মেরে বেড়িয়ে যায় গাড়িটি। সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডকে ধাক্কা মারে। অবশেষে আটক করা হয়েছে গাড়িটিকে। গাড়ি ও চালক আটক প্রগতি ময়দান থানায়।
২০১৬-র এসএসসির নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। OMR নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি। পুরো প্যানেল 'নাল আন্ড ভয়েড'। পুরো প্যানেল বাতিল করা হল। 350টি মামলার আবেদন। 280 পাতার রায়। 370টি প্যারাগ্রাফ আছে।
ভোট আবহের মধ্যেই সকলের নজরে হাইকোর্ট। এসএসসি মামলার আজ রায় ঘোষণা। আরও বিপাকে পড়বে শাসকদল? হবে বিতর্কিত সব চাকরি ছাঁটাই? আদালতের দিকে তাকিয়ে বাংলা।
জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান। আয়োজকদের দাবি এখানে চারদিন ধরে হনুমান জয়ন্তী অনুষ্ঠান পালন হয়। কলসযাত্রার মধ্য দিয়ে হনুমান জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়। মহানাম যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি রাধা কৃষ্ণের নাম সংকীর্তন চলছে। আর আগামীকাল মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজা রয়েছে। এই পঞ্চমুখী হনুমান জয়ন্তীতে দুরদুরান্তের মানুষের সমাগম শুরু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল হয়ে মেউ মেউ। আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একা দেখুন ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর কোন সিমপ্যাথি পাবেন না। এভাবেই ফের তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
পুরোনো বচসার জের, ফোন করে ডেকে মারধর, ঘারে, পেটে কাবাবের সিক ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। মারধর আরও দুজনকে। বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিস। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ নিউটাউন আকাঙ্খা মোড়ের কাছে মুন্সির চা-এর দোকানের সামনে মারধর করা হয় হাফিজ আলী ঘরামি ও তাঁর দুই ভাই সৈয়দ আলী ঘড়ামি ও ইউনুস আলী ঘড়ামিকে।
দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া দমদম ব্যারাকপুর, হাওড়ার উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার মেদিনীপুর কৃষ্ণনগর বাঁকুড়া হলদিয়া হুগলির মগরা পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা, বর্ধমান আসানসোল পুরুলিয়া এবং উত্তরবঙ্গের মালদা শহরে তাপপ্রবাহ বহাল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় লু এর বদলে আর্দ্রতা বেড়ে ৪৮ ঘন্টার জন্য তাপপ্রবাহের বাইরে এলো কলকাতা ঝাড়গ্রাম ও বীরভূমের শ্রীনিকেতন। নতুন করে তাপপ্রবাহের মানচিত্রে ঢুকে পড়লো উত্তরবঙ্গের মালদা।
দাবায় ইতিহাস ভারতের। কনিষ্ঠতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করলেন ভারতের ১৭ বছরের দাবারু গুকেশ ডম্মা রাজু। বিশ্বের কনিষ্ঠতম হিসেবে এই যোগ্যতা অর্জন করলেন। কানাডার টরন্টোতে ক্যানডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে এই বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করেন।