Bengal News LIVE Update: এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি সোমবার
Bengal News LIVE Update দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
খিদিরপুরে ঘরের ভিতর ঢুকে পড়ল দ্রুত গতিতে আসা ট্রাক। নিহত মহিলা।
এসএসসির চাকরি বাতিল মামলায় সোমবার পর্যন্ত অভিযুক্তগের গ্রেফতার করা যাবে না। অতিরিক্ত পদ সৃষ্টির ক্ষেত্রে যারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশি ছিল তার উপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
২০২৪ লোকসভা নির্বাচনে লড়ছেন না প্রিয়াঙ্কা গান্ধী। জানা গিয়েছে আমেঠির বদলে রায় বরেলি থেকে নির্বাচনে লড়তে পারেন রাহুল গান্ধী। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে রাহুল গান্ধী জিতলে ওয়ানাড় আসন তিনি প্রিয়াঙ্কার জন্য ছাড়তে পারেন।
কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে এমনটাই হুমকি মেইল বিমানবন্দর ম্যানেজারকে। মেইলটি খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই মেইলটি পাঠানো হয়েছে। ২৬ তারিখের পরে ফের হুমকি মেইল।
বালিগঞ্জ স্টেশনের কাছে ঝোপে আগুনে ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র জানিয়েছেন, ‘১৫ মিনিটের জন্য আপ লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত হয় অর্থাৎ শিয়ালদহ থেকে বারুইপুর পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়। ১১ টা বেজে ৫৭ মিনিটে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।'
বালুরঘাট পৌরসভা লাগোয়া চক ভৃগু এলাকার ১৪ নম্বর ওয়ার্ড শিমুলতলিতে হঠাৎ আগুন। গ্যারেজে থাকা একটি গাড়ি মোটরসাইকেল সহ কয়েকটি ঘরে আগুন ধরে যায়।
হুগলির বাসিন্দা দূর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু।
লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, অবশ্য একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মৃতার স্বামীকেও । ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গৌরি পাড়া এলাকায়। জানা গেছে মৃত গৃহবধুর নাম সোভিয়া রবি দাস, বয়স ৪০।
সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। উত্তপ্ত দুর্গাপুরের ইস্পাত নগরীর কনিষ্ক এলাকা গতকাল রাতে । অভিযোগের তীর তৃণমূলের দিকেই। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী।
প্রায় আধাঘন্টা জাতীয় সড়ক ৩১ অবরোধ থাকার পর প্রাথমিকভাবে পুলিসি আশ্বাসনের পর বিজেপির অবরোধ উঠে গেল। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিস প্রশাসন।
মালদার আম নাকি ম্যাডরাজের আম! স্বাদে, গন্ধে হার মানাবে কোনটা জানেন কি? দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরেও গরমের পারদ চড়ছে।