West Bengal News LIVE Update: অ্যাডিলেডে ১৮০ রানে অলআউট টিম ইন্ডিয়া
West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Sujay Krishna Bhadra: আবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট-এর আবেদন সিবিআই-এর। ৯ ডিসেম্বর জেল থেকে আদালতে পেশের নির্দেশ। প্রোডাকশন ওয়ারেন্ট-এর নির্দেশ দিতেই আদালতে ছুটে আসেন কাকুর আইনজীবীরা। একপক্ষ শুনে নির্দেশে আপত্তি তোলে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। হাইকোর্ট থেকে কাকুর জামিনের আবেদনের পরই আবার আদালতে সিবিআই। আজই কাকুকে জেল থেকে আদালতে পেশের আবেদন সিবিআই-এর।
আত্মঘাতী হল নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত উত্তর কোড়াকাঠি গ্রামে।মৃতের নাম তৃষা মন্ডল(১৪)। স্থানীয় রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী।ক্যানিং থানার পুলিশ ছাত্রীর মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঠিক কি কারণে আত্মঘাতী হল সে বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
আস্তে ধীরে শীতের কামড় অনুভব করছে গোটা জলপাইগুড়ি জেলার মানুষ। গ্রামীণ এলাকার পাশাপাশি বুধবার নেমেছে তাপমাত্রা সঙ্গে হিমেল হাওয়া। প্রথম ইনিংসের শীতের কামড় অনুভূত হতেই পথের ধারে উঠে এসেছে মরসুমের চেনা ছবি, শুকনো ডালপালা জ্বালিয়ে উত্তাপের আসর নজর পরছে জলপাইগুড়ি শহরেও। মধ্য রাত থেকেই বাড়তে থাকে ঠাণ্ডার দাপট, দুপুরের রোদে কিছুটা স্বস্তি দিলেও গোধূলি বেলায় আবার হিমেল হাওয়ার কাঁধে চেপে শহর গ্রামে নেমে আসে শীত। তবে শীত পরতেই সকাল সন্ধ্যে ভিড় বেড়েছে চায়ের দোকানে বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। বুধবার রোদের দেখা মিললেও সকাল থেকে শীতের প্রভাব রয়েছে জেলা জুড়ে।
বৃহস্পতিবার গভীর রাতে চিনারপার্ক সংলগ্ন বুহুতল বিল্ডিং এ আগুন লাগে ,নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন।খবর যায় দমকলে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে কিংবা রান্নার গ্যাসের থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে এদিনের আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই পুলিস সূত্রে খবর।
বৃহস্পতিবার গভীর রাতে চিনারপার্ক সংলগ্ন বুহুতল বিল্ডিং এ আগুন লাগে ,নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন।খবর যায় দমকলে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে কিংবা রান্নার গ্যাসের থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে এদিনের আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই পুলিস সূত্রে খবর।