West Bengal News LIVE Update: জহরের আসনে ঋতব্রত! রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণা...
West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Sandeshkhali: সন্দেশখালির ন্যজাত থানা এলাকার ঘটিহারা পুকুর থেকে এক কিশোরীর দেহ উদ্ধার। চারদিন ধরে ওই কিশোরী নিখোঁজ ছিল। থানার নিখোঁজ ডাইরি করে পরিবার। আজ সকালে পুকুর থেকে হাতে পায়ে দড়ি বাঁধা অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিস কিশোরীর দেহ উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠাচ্ছে।
উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি বাজারে মধ্যরাতে ভয়াবহ আগ্নিকান্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল আস্ত একটি মোবাইলের দোকান। আর পাঁচটা দিনের মতো রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মোবাইল দোকানের মালিক তরুন মণ্ডল মধ্যরাতে আচমকা ওই দোকানটি জ্বলে উঠতে দেখেন স্থানীয় মানুষ। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে এলাকার বাসিন্দারাও ছুটে আসেন দুর্ঘটনা স্থলে।প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা বিফলে যায়। তার মধ্যে আগুনে ভষ্মিভূত হয় মোবাইল ফোনের দোকানটি প্রায় ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা।
ফের দুর্ঘটনা, মৃত্যু হলো একজনের। দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি -নাথুয়া রাজ্য সড়কের ডাউকিমারী সংলগ্ন কুমলাই ব্রিজ এলাকায়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ডাউকিমারির দিক থেকে বাইকে করে একজন ধূপগুড়ির দিকে আসছিলেন। পিছন দিক থেকে ধূপগুড়ির দিকেই আসছিল একটি যাত্রীবাহী ছোট বাস (৪০৭)। সেসময় ডাউকিমারি সংলগ্ন কুমলাই ব্রিজ এলাকায় ওই বাইক আরোহীকে ওভারটেক করতে যায় বাসটি। বাসের সাথে ধাক্কা বা অন্য কোনোভাবে বাইক সহ রাস্তায় পড়ে যান ঐ ব্যাক্তি।
কয়েক মাস আগে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পিপিপি মডেলে বিএমআরসি'র সাথে যৌথ উদ্যোগে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল এই পরিষেবা।ঘাটাল মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের উপর নির্ভরশীল মহকুমার চন্দ্রকোনা,ঘাটাল,দাসপুর ছাড়াও আশপাশের হুগলি,পূর্ব মেদিনীপুর জেলার বহু মানুষ।এতোদিন এই মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু ছিলনা,যার ফলে বড়সড় দূর্ঘটনায় জখম রোগী থেকে হার্টঅ্যাটাক রোগী সহ এমন ক্রিটিকাল রোগের রোগীরা ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে গেলে তাদের শারীরিক পরীক্ষা অর্থাৎ সিটি স্ক্যানের জন্য বেসরকারি ল্যাব বা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হতো রোগীদের।
উল্টোডাঙ্গা দুর্ঘটনার পর রাজ্যের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুয়ায়ী আচরণ বিধি জারি পরিবহন দফতরের। সমস্ত গণ পরিবহন সংগঠনের কাছে পাঠানো হল আচরণ বিধি। কি করবেন, কি করবেন না, লিখিত আকারে নির্দেশিকা পাঠানো হল। অবিলম্বে নির্দেশিকা অনুয়ায়ী রাস্তায় গাড়ি চালানোর পরামর্শ। নির্দেশিকা গেল বাস মিনিবাস মালিক সংগঠনের কাছে। নির্দেশিকা না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। বাস স্ট্যান্ডে সর্বাধিক ৩০ সেকেন্ড বাস দাঁড়াবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস দাঁড়াবে না। যাত্রী ওঠা নামা করবে না।বাসে কিউ আর কোড থাকবে। চালকের মোবাইলে অ্যাপ থাকবে। এটি ট্র্যাকার কোড। চালকের গতিবিধি ট্র্যাক করবে প্রশাসন