West Bengal News LIVE Update: বাস স্ট্যান্ডে ডিজিট্যাল ডিসপ্লে বোর্ড লাগানোর নিদান, ৩০ সেকেন্ড স্টপেজের নির্দেশিকা...
West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
বাস শাসনে পরিবহন দফতরের দেওয়া SOP তে অন্যতম পরিকল্পনা হিসেবে শহরের প্রতিটি বাস স্ট্যান্ডে ডিজিট্যাল ডিসপ্লে বোর্ড লাগানোর নিদান দিয়েছেন পরিবহন মন্ত্রী। অনেকটা নিউ টাউনের ধাঁচে স্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরা বোর্ড দেখে জানতে পারবেন কোন রুটের বাস কখন স্ট্যান্ডে পৌঁছাবে। এতে একটি বাসে অহেতুক হুড়োহুড়ি করে ওঠার প্রবণতা কমবে। বাসগুলো কে সর্বাধিক ৩০ সেকেন্ড স্টপেজ এর নির্দেশিকা দেওয়া হয়েছে। এই নিয়ে বাস্তব পরিস্থিতি বা রিয়ালিটি চেক করতে কলকাতার একাধিক গুরুত্বপুর্ন রাস্তায় বাস স্ট্যান্ডের হাল হকিকত চেক করল জি ২৪ ঘণ্টা। কোথাও বাস স্ট্যান্ডে ভবঘুরের সংসার। কোথাও বাস স্ট্যান্ড নেই। যাত্রী ওঠানামার জন্য পরপর বাস দাঁড়িয়ে আছে। কোথাও বাস স্ট্যান্ড বোর্ড আছে। আসলে বাস স্ট্যান্ড বলে কিছুর অস্তিত্ব নেই। কোথাও বাস স্ট্যান্ড হয়ে গেছে চায়ের দোকান।
গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার বালিগঞ্জ অঞ্চলে অভিযান চালায় কলকাতা পুলিশ। সোমবার মধ্যরাতে অভিযান চালায়। বেআইনি কল সেন্টার চালানো হচ্ছিল। ইতিমধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ফোন, ল্যাপটপ, সিম কার্ড। বেসরকারি অন্টি ভাইরাস কোম্পানীর আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা চালাতো এরা প্রত্যেকে। মূলত আমেরিকার মানুষদের টার্গেট করা হতো। কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। প্রতারণা চক্র চালানোর অভিযোগে ধৃত ১৯। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। কল সেন্টারটিও সিল করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, নর্টন অ্যান্টি ভাইরাস এবং অন্যান্য সংস্থার কর্মচারী হিসাবে নিজেদের পরিচয় দিত ধৃতরা। বিদেশিদের কম্পিউটার ল্যাপটপে সফ্টওয়্যার ইনস্টল বা আপডেট করার অছিলায় প্রতারণা করা হত ।
১২ নাম্বার জাতীয় সড়কের দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। এদিন ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায়। সূত্রের খবর আজ ভোর পাঁচটা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগর গামী একটি লরির পেছনে একটি ছোট চারচাকা গাড়ি সজরে ধাক্কা মারলে, ঘটনাস্থলে প্রাণহারাণ ছোট গাড়ি তে থাকা তিন ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায় দুটো গাড়ি কলকাতা থেকে কৃষ্ণনগর উদ্দেশ্যে যাচ্ছিল। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানায় ও দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটোকে আটক করেছে পুলিশ ।
রাস্তায় উঠে দিশেহারা। রাতে শহরের রাস্তায় পেট্রোলিনে জলপাইগুড়ি পিঙ্ক পুলিশ। নজরে আসতেই তৎপরতায় গ্রীন-জলপাইগুড়ি-র মাধ্যমে ঠিকানা খুঁজে পেলেন বিশালাকার শংখিনী সাপ। জলপাইগুড়ি তিস্তা উদ্যান থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে বিপাকে এই শংখিনী সাপটি। সেই সময় রাস্তা একের পর এক গাড়ি ছুটে চলেছেন। পথচারীদের নজরে পড়তেই,তারা ওনার গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন।সেই সময় ঐপথ ধরে যাচ্ছিলেন পিঙ্ক পুলিশের একটি ভ্যান।তারাও দাঁড়িয়ে পড়েন। খবর দেন বনবিভাগে। দীর্ঘ সময়েও বন বিভাগের কর্মীরা পৌছোতে না পারায় অবশেষে পিঙ্ক পুলিশের এক মহিলা কর্মী খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা কে।খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছে সাপটিকে উদ্ধার করে,আগের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।হাফ ছেড়ে বাঁচেন সকলেই।
মঙ্গলবার থেকেই ঘন কুয়াশার চাদরে মোরা গোটা শিল্পাঞ্চল। কোথাও কোথাও বৃষ্টিও পড়ছিল অল্প। এখন ঠান্ডার দাপট ধীরে ধীরে বাড়তে শুরু করেছে জেলা জুড়েই। বাধ্য হয়ে সাধারণ মানুষ যাদের কাজের জন্য বাইরে বের হতে হয় এই ঠান্ডায় তারা আগুন জ্বালিয়ে শরীর গরম করছে। দৃশ্যমান্যতার কারণে জাতীয় সড়ক হোক রাজ্য সড়ক রাস্তায় ফগ লাইট বা সাধারণ লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঠান্ডা হাওয়ায় কাবু সাধারণ মানুষ। আগুন জ্বালিয়ে আগুনের সামনে শরীর গরম করে নেওয়ার দৃশ্যও নহু যায়গায় লক্ষ্য করা যায়। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬° ডিগ্রি। আজ ১৪°। ঠান্ডার দাপট আরো বাড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রে আগেই খবর ছিল।
ভোর থেকেই ঘন কুয়াশার দাপট জলপাইগুড়িতে। ঠান্ডার দাপট জলপাইগুড়ি জেলাজুড়ে। কুয়াশায় ঢেকেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের আকাশ। কুয়াশার কারণে গাড়ি চলাচলে কিছুটা বিঘ্নিত। এখনও ঘন কুয়াশায় ঢাকা আসানসোল। আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা আসানসোল জেলাজুড়ে। কুয়াশায় ঢাকা ঝাড়গ্রাম জেলা। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া ঝাড়গ্রামে।