Bengal News Live Update: রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা

Soumitra Sen Tue, 12 Dec 2023-4:28 pm,

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়ার নয়া অভিবাসননীতি কি ভারতীয়দের পক্ষে অন্তরায়? সরাসরি ঠিক ভারতীয়দের পক্ষে অন্তরায় না হলেও তা অস্ট্রেলিয়ার মাটিতে প্লাবনের মতো ঢুকে পড়া বিদেশিদের এই প্রবেশের উপর একটা কড়া নিয়ন্ত্রণ আরোপ তো বটেই। আপাতত পড়ুয়াদের খুব একটা সমস্যা হবে না। স্নাতকোত্তর পড়ুয়াদের জন্যও কোর্স সম্পূর্ণ করার পরে আরও কিছু দিন থাকতে পারার মতো বিধি-শিথিলতা থাকছে। তবে, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে এটা বড় পদক্ষেপ।  


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


Latest Updates

  • রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলাল শর্মা-র নাম ঘোষণা করেছে বিজেপি 

  • রাজস্থানের মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে সুনীল বনসল। উত্তরপ্রদেশের চাণক্য, ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বেও। দৌড়ে রয়েছেন কৈলাস চৌধুরী, ওম বিড়লা, অর্জুন রাম মেঘওয়াল, অশ্বিনী বৈষ্ণব ও গজেন্দ্র সিং শেখওয়াত।

  • রেশন বণ্টনে ১০০ কোটির দুর্নীতি। চার্জশিট পেশ করে দাবি ইডির। জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের ৫ কোম্পানির বিরুদ্ধে চার্জশিট। ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ ইডির। রেশন দুর্নীতিতে প্রথম চার্জশিট।

     

  • আয়কর হানার সপ্তম দিনেও চলছে টাকা গোনা। হিমশিম আধিকারিকরা। কংগ্রেস সাংসদের ঝাড়খন্ড-ওড়িশার বাড়িতে ম্যারাথন হানা। এখনও পর্যন্ত উদ্ধার সাড়ে তিনশো কোটিরও বেশি টাকা। 

  • উত্তরবঙ্গে আজ যুযুধান দুই শিবিরের দুই প্রধান। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা মুখ্যমন্ত্রী মমতার। শিলিগুড়িতেই পাল্টা কর্মসূচি শুভেন্দুর। দুই সভা ঘিরে চড়ছে রাজনীতির পারদ। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আজ শেষ দিন। শিলিগুড়িতে জন পরিষেবা বণ্টন কর্মসূচি মমতার। সভার আগেই ধরনা শঙ্কর ঘোষের। স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য অনুষ্ঠান নয়। প্রতিবাদ বিজেপি বিধায়কের। ওদিকে আজ শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীও। উত্তরের উত্তরণের খোঁজ কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা। কাশ্মীর কলোনির সভা ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা। 

  • রেশন দুর্নীতি কাণ্ডে আজই চার্জশিট দিতে পারে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের সম্ভাবনা। 

  • ২০ ডিসেম্বর মোদী-মমতা বৈঠকের সম্ভাবনা। রাজ্যের বঞ্চনা নিয়ে বৈঠক। বকেয়া আদায়ের দাবিতে বৈঠকের সম্ভাবনা। ১৮, ১৯, ২০ ডিসেম্বর দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন বেশ কয়েকজন সাংসদ।

  • বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি।

  • বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল টোটোচালক-সহ বেশ কয়েকজন যাত্রী। সোমবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জাতীয় সড়কের গোশালা মোড়ে। অভিযোগ, সংশ্লিষ্ট টোটোচালক নেশাগ্রস্ত ছিলেন। জানা গিয়েছে, গোশালা মোড় পারাপারের সময়ে টোটোচালক যাত্রীবোঝাই টোটোটির উপর তাঁর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর জেরে রাস্তার উপরে উল্টে যায় এটি। আহত হন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে  ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিস এবং সিভিক ভলান্টিয়ার-সহ স্থানীয় বাসিন্দারা। তাঁরাই সকলে মিলে যাত্রী-সহ টোটোচালককে উদ্ধার করেন। সমায়িক যানজট তৈরি হয়।

  • অর্জুন সিং-কে 'ডিভোর্সি নেতা' বলে কটাক্ষ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। ব্যারাকপুর শিল্পাঞ্চলের গোষ্ঠী কোন্দল থামার নাম নেই। সাংসদ কিছু বললে তার উত্তর দিতে সদাপ্রস্তুত জগদ্দল বিধায়ক। তিনি বলেন, ওঁর সঙ্গে যাঁরা থাকেন তাঁরা সবাই দল-বদলু, কখন কোন দিকে থাকেন তাঁরা, নিজেরাই জানেন না!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link