West Bengal News LIVE Update: আর কিছুক্ষণের মধ্যেই এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে...

Soumitra Sen Thu, 19 Dec 2024-10:30 am,

LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Supreme Court on SSC: আজ, বৃহস্পতিবার এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই হবে শুনানি। সকাল ১১টার মধ্যে শুনানি শুরু হবে। এর আগে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ প্যানেল বাতিল, নাকি যোগ্য-অযোগ্য পৃথকীকরণ করা হবে-- প্রধান বিবেচ্য বিষয় সেটিই। এর আগে মামলাটি শুনছিল তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল।

  • Bardhaman Town: বর্ধমান শহরের নবাবহাট জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। বৃহস্পতিবার সকালে বর্ধমান থেকে আসানসোল যাওয়ার পথে বাসটি নবাবহাট প্রাণীসম্পদ বিকাশ দফতরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ১৯ নম্বর জাতীয় সড়কে মাঝামাঝি উল্টে পড়ে বাসটি। ফলে দুর্গাপুর লেনে যাতায়াত বন্ধ হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতি মারাত্মক নয়। আহত কয়েকজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের আঘাতও তেমন গুরুতর নয়। পুলিস ক্রেন এনে বাসটিকে সরানোর চেষ্টা করছে। 

  • Canning: ক্যানিং থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন বাসন্তী থানার অন্তর্গত ঢুঁড়ি ৮ নম্বর তীতকুমার এলাকার বাসিন্দা প্রভাতী দাস। ক্যানিং থানা-চত্বরে আচমকা অসুস্থবোধ করেন তিনি। এবং পরে অচৈতন্য হয়ে পড়েন। কর্তব্যরত পুলিসকর্মীরা অচৈতন্য ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে নিজেদের গাড়িতে করেই ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছে দেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link